মিয়ানমারে ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, মে ২২, ২০২৩

সংগৃহীত

মিয়ানমারে ৪ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সময় সোমবার (২২ মে) সকাল ৮টা ১৫ মিনিটের দিকে ওই ভূমিকম্পটি আঘাত হানে। ভারতীয় সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এই খরব জানানো হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারে রিখটার স্কেলে ৪.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে সোমবার ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১৪ কিলোমিটার গভীরে।

সবশেষ এই কম্পনের পর এ নিয়ে চলতি মাসে দ্বিতীয় দফায় ভূমিকম্পে কাঁপল মিয়ানমার। এর আগে গত ০২ মে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে ৪ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল।

সারাদিন/২২ মে/এমবি 

Nagad