আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৪৯ পূর্বাহ্ণ, মে ২৪, ২০২৩

হোয়াইট হাউসের কাছে নিরাপত্তাবেষ্টনীতে কাভার্ড ভ্যানের ধাক্কা, পুলিশ বলছে ‘ইচ্ছাকৃ

যুক্তরাষ্ট্রে হোয়াইট হাউসের বিপরীত পাশের একটি পার্কের নিরাপত্তাবেষ্টনীতে কাভার্ড ভ্যানের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় চালককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ধারণা, চালক ইচ্ছা করে কাভার্ড ভ্যানটি নিয়ে নিরাপত্তাবেষ্টনীতে ধাক্কা দিয়েছেন। সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্টনি গুগলিয়েলমি এক বিবৃতিতে বলেন, গত সোমবার স্থানীয় সময় রাত ১০টার দিকে লাফিয়েট স্কয়ার পার্কের উত্তর পাশসংলগ্ন নিরাপত্তাবেষ্টনীতে কাভার্ড ভ্যানটি সজোরে ধাক্কা দেয়। চালকের নাম সাই ভারশিথ কান্ডুলা। বয়স ১৯ বছর। তিনি মিজৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুই কাউন্টির চেস্টারফিল্ড শহরের বাসিন্দা।
ক্রিস জাবোজি নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, চালক কাভার্ড ভ্যানটি নিয়ে অন্তত দুবার নিরাপত্তাবেষ্টনীতে ধাক্কা দেন।লাফিয়েট স্কয়ারের কাছে দৌড়াচ্ছিলেন উল্লেখ করে জাবোজি বলেন, হঠাৎ ইউ-হল নামের এক যানবাহন ভাড়া দেওয়ার কোম্পানির ট্রাকটির (কাভার্ড ভ্যান) নিরাপত্তাবেষ্টনীতে ধাক্কা খাওয়ার শব্দ শুনতে পান তিনি। কাভার্ড ভ্যানটি দ্বিতীয়বার নিরাপত্তাবেষ্টনীতে ধাক্কা দেওয়ার মুহূর্তটি ক্যামেরায় ধারণ করতে পেরেছেন বলে জানান জাবোজি। সূত্র: প্রথম আলো

রুশ ভূখণ্ড বেলগোরোদে হামলা
‘সন্ত্রাসীদের’ হটিয়ে অঞ্চল নিয়ন্ত্রণের দাবি রাশিয়ার

রাশিয়ার বেলগোরোদ অঞ্চলের দক্ষিণাংশ থেকে সশস্ত্র গোষ্ঠীকে উচ্ছেদ করা হয়েছে, যারা ইউক্রেন থেকে অনুপ্রবেশ করেছিল। গতকাল মঙ্গলবার রুশ কর্তৃপক্ষ অঞ্চলটি নিয়ন্ত্রণের ঘোষণা দিয়ে এ কথা জানায়। সোমবার এই অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর হামলার পর রাশিয়া ইউক্রেনকে দায়ী করলেও কিয়েভ তা অস্বীকার করেছে। হামলার পর এ নিয়ে ক্রেমলিন ‘গভীর উদ্বেগের’ কথা জানিয়েছিল।
বলা হচ্ছে, গত বছর রাশিয়া কর্তৃক ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর সোমবার রুশ ভূখণ্ডে পরিচালিত আক্রমণটি ছিল সবচেয়ে ভয়াবহ। এরপর মস্কোর কর্মকর্তারা ৯টি গ্রাম থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সন্ত্রাসবিরোধী অভিযানে জাতীয়তাবাদীদের রুখে দেওয়া হয়েছে এবং বিমান হামলা ও গোলাবর্ষণের মাধ্যমে তাদের ধ্বংস করে দেওয়া হয়েছে। জীবিত থাকা যোদ্ধারা ইউক্রেন ভূখণ্ডে চলে গেছে। সূত্র: কালের কণ্ঠ

তুরস্কে রাজায়-রাজায় সন্ধি
এরদোগানকে কিং মেকার ওগানের সমর্থন

আক্রমণ নয়, মসনদ দখলে এবার রাজায়-রাজায় সন্ধি। তুরস্কের দ্বিতীয় দফা নির্বাচনের (২৮ মে) ঠিক ছয় দিন আগেই জয়ের হাসি ছড়িয়ে পড়েছে তুরস্কের ২০ বছরের অপরাজিত নায়ক প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের (৬৯) মুখে।
একই আনন্দে হাসছেন তুরস্কের এবারের প্রেসিডেন্ট নির্বাচনের কিং মেকার সিনান ওগানও (৫৬)। দেশটির নতুন প্রজন্মের ‘রাজা’ সোমবার আনুষ্ঠানিকভাবে হাত মিলিয়েছেন তুর্কিরাজ এরদোগানের সঙ্গে। শত্রুতা ভুলে বন্ধু বনে যাওয়া ওগান প্রথম দফার নির্র্বাচনে পেয়েছিলেন ৫.১৭ শতাংশ ভোট। এরদোগানের ঝুলিতে ছিল ৪৪.৮৯ শতাংশ ভোট। সিনান এদিন দেশটির জাতীয় টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাৎকারে সমর্থকদের উদ্দেশে বলেন, ‘আমরা ২৮ মে দ্বিতীয় দফার নির্বাচনে পিপলস অ্যালায়েন্স প্রার্থী রিসেপ তাইয়েপ এরদোগানকে সমর্থন করব।’ সমর্থকদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘প্রথম দফার (১৪ মে) নির্বাচনে যারা আমাদের সমর্থন দিয়েছিল আমি সেই ভোটারদের আমন্ত্রণ জানাই তারা যেন দ্বিতীয় দফায় এরদোগানকে সমর্থন করে।’ এর আগে সিনান ওগান শুক্রবার এরদোগান ও বিরোধী নেতা কামাল কিলিচদারোগ্লুর মিত্রদের সঙ্গে পৃথক আলোচনা করেছিলেন। ওগানের ঘোষণার পর এক টুইট বার্তায় কিলিচদারোগ্লু প্রতিবাদ করেন। তিনি নাম প্রকাশ না করে এরদোগান-ওগান নতুন জোট সম্পর্কে বলেন, তার সুন্দর দেশ বিক্রি করে দেওয়ার অভিযোগ করে বলেন, ‘আমরা এই দেশটিকে সন্ত্রাসবাদ ও উদ্বাস্তুদের হাত থেকে বাঁচাতে এসেছি। এটি একটি গণভোট। সূত্র: যুগান্তর

Nagad

বেলগোরোদে রুশবিরোধীদের হামলা অভিযান চালাচ্ছে মস্কো

ইউক্রেনের ভিতর থেকে সশস্ত্র একটি দল রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ঢুকে সংঘাতে লিপ্ত হয়েছে এবং তাতে সেখানকার কয়েকজন বাসিন্দা আহত হয়েছেন বলে রাশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে। স্থানীয় গভর্নর ভিচেস্লাভ গাদকোভ বলেছেন, গ্রাভোরোনস্কি সীমান্ত এলাকায় যারা হামলা করেছে, সেই নাশকতাকারীদের খুঁজতে শুরু করেছে রাশিয়ান বাহিনী। গভর্নর ভিচেস্লাভ গাদকোভ বলেছেন, সীমান্তবর্তী জেলা বেলগোরোদে ‘সন্ত্রাসবিরোধী অভিযানে’ রুশ বাহিনী শত্রুদের চেপে ধরেছে। গতকাল তার এ মন্তব্যের আগের দিনই সীমান্ত টপকে সশস্ত্র যোদ্ধাদের বিরাট একটি দলের অনুপ্রবেশ ঘটে, যাকে ১৫ মাস আগে যুদ্ধ শুরু হওয়ার পর ইউক্রেন থেকে সবচেয়ে বড় অনুপ্রবেশ বলা হচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সোমবার রাশিয়া জানিয়েছিল, তারা সীমান্ত টপকে বেলগোরোদে প্রবেশ করা ইউক্রেনীয় নাশকতাকারীদের সঙ্গে লড়ছে। এরপর ইউক্রেনের প্রেসিডেন্টের এক উপদেষ্টা টুইটারে বলেন, কিয়েভের সরকার পুরো পরিস্থিতি দেখছে, কিন্তু ‘এ নিয়ে তাদের কিছুই করার নেই’। ইউক্রেনের সামরিক গোয়েন্দাদের বরাত দিয়ে ইউক্রেনীয় সংবাদমাধ্যম হরোমাদস্কে জানিয়েছে, রুশ নাগরিকদের নিয়ে গঠিত দুটি গোষ্ঠী- লিবার্টি অব রাশিয়া লিজিয়ন ও রাশিয়ান ভলান্টিয়ার কর্পস সোমবার বেলগোরোদে ওই হামলা চালিয়েছে। রাশিয়ার আঞ্চলিক গভর্নর ভিচেস্লাভ গাদকভ মেসেজিং অ্যাপ টেলিগ্রামে বলেছেন, সীমান্তের যে এলাকায় নাশকতাকারীরা ঢুকেছিল সেখানে সন্ত্রাসবিরোধী অভিযান এখনো চলছে। ‘অঞ্চলটি শত্রুমুক্ত করতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে নিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অভিযান চলছে,’ বলেছেন তিনি। আগের দিন তিনি বলেছিলেন, নাশকতাকারীদের হামলায় আটজন আহত হয়েছেন, একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। সুত্র: বিডি প্রতিদিন।

বেলগ্রদে ৭০ জনের বেশি হামলাকারী নিহত, দাবি রাশিয়ার

ইউক্রেন থেকে রাশিয়ার বেলগ্রদ অঞ্চলে ঢুকে সশস্ত্র অনুপ্রবেশকারীরা হামলা চালিয়েছে বলে দাবি করেছে মস্কো। রাশিয়া বলেছে, ওই হামলা রোধে চালানো অভিযানে ৭০ জনেরও বেশি আক্রমণকারী নিহত হয়েছেন। রাশিয়ার ভূখণ্ড থেকে পালিয়ে যাওয়ার আগে হামলাকারীরা প্রায় ২৪ ঘণ্টা ধরে রুশ বাহিনীর সঙ্গে যুদ্ধ করেছে। খবর- আল-জাজিরা। বুধবার রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএর প্রতিবেদনে বলা হয়েছে, ৭০ জন জঙ্গি, চারটি সাঁজোয়া যান ও পাঁচটি পিকআপ ধ্বংস করা হয়েছে। আজ বেলগ্রদ অঞ্চলে অভিযান বাতিল করা হয়েছে। প্রতিবেদনে হামলাকারীদের ‘ইউক্রেনের নাশকতা ও তথ্য নিতে আসা গ্রুপ’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেনকভ বলেছেন, স্থানীয় সৈন্য, বিমান হামলা ও কামানের মাধ্যমে শত্রুদের ধ্বংস করা হয়েছে। বাদবাকি সৈন্যদের ইউক্রেনের ভূখণ্ডে ঠেলে দেওয়া হয়েছে। পুরো নির্মূল হওয়ার আগ পর্যন্ত তাদের ওপর গোলাবর্ষণ করা হবে।
রুশ কর্মকর্তারা জানান, যুদ্ধের সময় সীমান্তের নয়টি গ্রাম খালি করা হয়েছে। সূত্র: সমকাল

স্বাস্থ্য ও হাইজিন খাত বাজেটে সহায়তা পাবে…

আসন্ন বাজেটে আরো ওষুধ ও মেডিকেল সরঞ্জাম উৎপাদনের কাঁচামাল আমদানিতে শুল্ক রেয়াত দিতে পারে সরকার। বিশেষজ্ঞরা বলছেন, এই পদক্ষেপ স্থানীয় শিল্পকে শক্তিশালী করার পাশাপাশি স্বাস্থ্য খাতও তার সুফল পাবে।
একইসঙ্গে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হিসেবে স্যানিটারি ন্যাপকিন, ডায়াপার ও টয়লেট্রিজের কাঁচামাল আমদানি পর্যায়ে বিদ্যমান ভ্যাট অব্যাহতির মেয়াদও এক বছর বাড়তে পারে। এসব কিছুই জনস্বাস্থ্য ও পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য অপরিহার্য। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, চিকিৎসাকে আরও সাশ্রয়ী করতে সরকার বিদ্যমান শুল্ক মওকুফের তালিকায় অ্যান্টি-ক্যান্সার এবং অ্যান্টি-ডায়াবেটিস ওষুধের আরও কাঁচামাল অন্তর্ভুক্ত করতে চলেছে। ইন্ট্রাভেনাস ক্যানুলা তৈরির জন্য সিলিকন টিউব আমদানিতেও শুল্ক রেয়াত দেওয়া হতে পারে। আগামী বাজেটে তরল নিকোটিন এবং ট্রান্সডার্মাল নিকোটিন প্যাচের উপর ১৫০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হতে পারে। পাশাপাশি ই-সিগারেট, ভেপ এবং এ জাতীয় ডিভাইসগুলির ব্যবহারকে নিরুৎসাহিত করতে ২১২.২০ শতাংশ শুল্কারোপ করা হতে পারে। বাজেটের এসব উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট শিল্পের ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং স্বাস্থ্য- অর্থনীতিবিদরা বলেছেন, এর ইতিবাচক প্রভাব পড়বে জনস্বাস্থ্য খাতে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

রাশিয়ার বেলগোরদে সশস্ত্র দলের হামলা

ইউক্রেনের ভেতর থেকে সশস্ত্র একটি দল রাশিয়ার বেলগোরদ অঞ্চলে ঢুকে সংঘাতে লিপ্ত হয়েছে এবং তাতে সেখানকার বেশ কয়েকজন বাসিন্দা আহত হয়েছেন বলে রুশ কর্তৃপক্ষ জানিয়েছে।স্থানীয় গভর্নর ভিচেস্লাভ গ্লাদকোভ বলেছেন, গ্রাভোরোনস্কি সীমান্ত এলাকায় যারা হামলা করেছে, সেই ‘নাশকতাকারীদের’ খুঁজতে শুরু করেছে রুশ বাহিনী।বিবিসি জানায়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এই হামলার ব্যাপারে অবহিত করা হয়েছে বলে তার এক মুখপাত্র জানান। এদিকে এ সংঘাতের ঘটনার দায় অস্বীকার করে ইউক্রেন সরকার দাবি করেছে, ওই ঘটনার পেছনে রাশিয়ার দুটি আধা সামরিক বাহিনীর সদস্যরাই জড়িত। সূত্র: দৈনিক বাংলা

দেউলিয়াত্ব এড়াতে দরকষাকষি

বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র পড়েছে নজিরবিহীন অর্থনৈতিক সংকটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ সংকট সহজভাবে বর্ণনা করা হয়েছে। প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্রের সরকারের জন্য ঋণের যে সর্বোচ্চ সীমা (ডেবট সিলিং) বেঁধে দেওয়া আছে, সেটি আরও বাড়ানো হবে কি না তা নিয়ে ক্ষমতাসীন ডেমোক্র্যাট এবং বিরোধী দল রিপাবলিকান- দুপক্ষই যার যার অবস্থানে অনড়। ডেমোক্র্যাট এবং রিপাবলিকানরা যদি যুক্তরাষ্ট্র সরকারকে আরও অর্থ ধার করতে দিতে একমত না হয়, বা তাদের ভাষায় ঋণের সর্বোচ্চ সীমা না বাড়ায়, তাহলে বিশ্বের বৃহত্তম অর্থনীতির এই দেশ ঋণখেলাপি হবে। সরকারের ঋণ নেওয়ার সীমা নির্ধারণের জন্য ঋণসীমা প্রণয়ন করে কংগ্রেস। বর্তমানে দেশটির ঋণসীমা ৩১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার, জুনের মধ্যে এ সীমা বাড়াতে না পারলে অথবা ঋণ পরিশোধে ব্যর্থ হলে ঋণখেলাপি হতে হবে যুক্তরাষ্ট্রকে।
মুমূর্ষু এ পরিস্থিতিতে ঐক্যের আশায় দেশটির কংগ্রেসের প্রতিনিধি পরিষদের রিপাবলিকান স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে জরুরি বৈঠক করেছেন বাইডেন। গত সোমবারের এ বৈঠককে বিবিসি গঠনমূলক বললেও আদতে দুপক্ষ এখনো কোনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি বলে জানিয়েছে। বৈঠক নিয়ে মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ঋণসীমা বাড়াতে প্রেসিডেন্ট জো বাইডেন ও রিপাবলিকান দলের সর্বোচ্চ নেতা হাউজ স্পিকার কেভিন ম্যাকার্থি আবারও ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন। আগামী ১০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের ঋণসীমা ৩১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার থেকে বাড়াতে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি বাইডেন-ম্যাকার্থি। সূত্র: দেশ রুপান্তর

এস্তোনিয়ায় ‘ভুতুড়ে’ রুশ যুদ্ধবিমানের ওপর যেভাবে নজর রাখছে নেটো

এস্তোনিয়ার আমারি বিমানঘাঁটির রানওয়ের ঠিক পাশে বিমান ক্রুদের বিশ্রাম নেওয়ার একটি ঘরে টিভিতে জনপ্রিয় মার্কিন সিরিজ ফ্রেন্ডসের পুরনো সব এপিসোড চলছিল। ক্ররা টেবিলের ওপর পা তুলে, হাতে কফির মগ নিয়ে একে অন্যের সাথে ঠাট্টা মশকরা, গাল-গল্প করছিলেন।হঠাৎ একজন বিমানসেনা খোলা দরজা দিয়ে বাইরে তাকিয়ে ঠাণ্ডা গলায় বলে উঠলো: “কালিনিনগ্রাদ থেকে উড়ে একটি জোম্বি (ভুতুড়ে) উত্তরের দিকে যাচ্ছে।“সাথে সাথেই বাকি ক্ররা উঠে দাঁড়িয়ে পাশের অপারেশন কক্ষের দিকে ছুটলো যেখানে “নেটো সিক্রেট” লেখা কম্পিউটার স্ক্রিনের ডিজিটাল ম্যাপে ক্রমাগত নানা তথ্য আসছে। এই বাহিনীর নাম ‘কুইক রেসপন্স ফোর্স ফর অপারেশন এ্যাজোটাইজ।‘ নেটো জোটের উত্তর-পূর্বের আকাশসীমা পাহারা দেওয়া এই ইউনিটের কাজ। আর নেটোর এই সীমান্তে নিয়মিত রুশ যুদ্ধবিমান দেখা যায়।এপ্রিল মাসে জার্মানির রিখতোফেন স্কোয়াড্রনের কাছ থেকে এস্তোনিয়ার এই বিমানঘাঁটির দায়িত্ব নেয় ব্রিটিশ বিমান বাহিনী আরএএফ-এর টাইফুন যুদ্ধবিমানের নবম স্কোয়াড্রন।ইউক্রেনে রুশ হামলার পর থেকে নেটো সামরিক জোট তাদের পূর্বাঞ্চলীয় সীমান্ত রক্ষার তৎপরতা বহুগুণে বাড়িয়ে দিয়েছে। সূত্র: বিবিসি বাংলা।


‘ধারণার চেয়েও বেশি ঝুঁকিতে’ প্রাণিকুল

বিশ্বে মুক্ত পরিবেশে টিকে থাকা প্রাণী প্রজাতির সংখ্যা যে কমে আসছে, সে বিষয়ে আগে থেকেই সতর্ক করে আসছিলেন বিজ্ঞানীরা। নতুন এক গবেষণার পর তারা বলছেন, পরিস্থিতি তাদের আগের ধারণার চেয়ে অনেক বেশি উদ্বেগজনক। ওই গবেষণার বরাতে সিএনএন এক প্রতিবেদনে লিখেছে, মানুষ তার সভ্যতা গড়ার কর্মকাণ্ডে বহু উদ্ভিদ ও প্রাণী প্রজাতিকে পৃথিবী থেকে মুছে দিয়েছে, আরও অনেক প্রজাতিকে ফেলে দিয়েছে অস্তিত্ব সংকটে। এ গ্রহের প্রায় অর্ধেক প্রজাতির জনসংখ্যা এখন দ্রুত হ্রাস পাচ্ছে। বিজ্ঞানীদের কেউ কেউ বলছেন, পৃথিবীর ইতিহাস ষষ্ঠবারের মত একটি গণবিলুপ্তির অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে, আর এবার এর পেছনে মানুষই দায়ী।খামার, শহর-নগর আর রাস্তাঘাট নির্মাণ বিশ্বে বন্যপ্রাণীর আবাস্থল ধ্বংসের অন্যতম প্রধান কারণ। এক্ষেত্রে জলবায়ু পরির্ব্তনও একটি উল্লেখযোগ্য কারণ। এছাড়া বৈশ্বিক উষ্ণতা যত বাড়ছে, বন্যপ্রাণীর ওপর এর বিরূপ প্রভাবও বৃদ্ধি পাচ্ছে। সূত্র: বিডি নিউজ