গুজরাটকে উড়িয়ে শিরোপার কাছে চেন্নাই

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, মে ২৪, ২০২৩

ছবি- সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসরের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে গুজরাট টাইটান্সকে ১৫ রানে হারিয়েছে সাবেক চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। এর ফলে শিরোপার আরও কাছে গেলো চেন্নাই।

মঙ্গলবার (২৩ মে) রাতে চেন্নাইয়ের এমএ চেন্নাস্বামী স্টেডিয়ামে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের ম্যাচে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৭২ রান করে চারবারের শিরোপাজয়ী দল চেন্নাই। এই টার্গেট তাড়া করতে নেমে ২০ ওভারে ১৫৭ রানেই অলআউট হয়ে যায় গুজরাট টাইটান্স।

এই জয়ে আবারও শিরোপা নির্ধারণী ফাইনালে পা রাখল মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংস৷

আইপিএলের ১৬ আসরের মধ্যে ১০ বারই ফাইনালে জায়গা করে নিয়েছে চেন্নাই। টুর্নামেন্টের দ্বিতীয় সফলতম দল তারা। এছাড়া চেন্নাই সুপার কিংস শিরোপা ঘরে তুলেছে চারবার।

অন্যদিকে হারলেও এখনও ‍গুজরাটের শিরোপা ধরে রাখার আশা বেঁচে আছে। লখনৌ সুপার জায়ান্টস ও মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যকার এলিমিনেটরে জিতে যাওয়া দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে লড়বে হার্দিক পান্ডিয়ারা।

সংক্ষিপ্ত স্কোর:

Nagad

চেন্নাই সুপার কিংস: ২০ ওভারে ১৭২/৭।
(গায়কোয়াড় ৬০, কনওয়ে ৪০, দুবে ১, রাহানে ১৭, রায়ডু ১৭, জাদেজা ২২, ধোনি ১, মইন ৯*; শামি ৪-০-২৮-২, নালকান্ডে ৪-০-৪৪-১, রশিদ ৪-০-৩৭-১, নুর ৪-০-২৯-১, মোহিত ৪-০-৩১-২)।

গুজরাট টাইটান্স: ২০ ওভারে ১৫৭।
(ঋদ্ধিমান ১২, গিল ৪২, পান্ডিয়া ৮, শানাকা ১৭, মিলার ৪, বিজয় ১৪, তেওয়াতিয়া ৩, রশিদ ৩০, নালকান্ডে ০, নুর ৭*, শামি ৫; চাহার ৪-০-২৯-২, দেশপান্ডে ৪-০-৪৩-১, থিকশানা ৪-০-২৮-২, জাদেজা ৪-০-১৮-২, পাথিরানা ৪-০-৩৭-২)।

ফল: চেন্নাই সুপার কিংস ১৫ রানে জয়ী।

ম্যান অব দা ম্যাচ: রুতুরাজ গায়কোয়াড়।

সারাদিন/২৪ মে/এমবি