বিশ্বের সবচেয়ে দুর্দশাগ্রস্ত দেশ জিম্বাবুয়ে

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, মে ২৫, ২০২৩

ছবি- সংগৃহীত

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, সিরিয়া ও সুদানকে পেছনে ফেলে বিশ্বের দুর্দশাগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে উঠে এসেছে আফ্রিকার দেশ জিম্বাবুয়ে। ওই তালিকার সবচেয়ে নিচে রয়েছে সুইজারল্যান্ড। অর্থাৎ সবচেয়ে সুখী দেশ সুইজারল্যান্ড।

বুধবার (২৪ মে) প্রকাশিত প্রখ্যাত অর্থনীতিবিদ স্টিভ হ্যানকের তৈরি করা বার্ষিক দুর্দশা সূচকে (এইচএএমআই) এই তথ্য জানানো হয়েছে।

একটি দেশের ‍মূল্যস্ফীতি, বেকারত্ব, ব্যাংকের সুদহারসহ সার্বিক অর্থনৈতিক অবস্থা পর্যালোচনা করে বার্ষিক দুর্দশাগ্রস্ত সূচক (এইচএএমআই) তৈরি করা হয়।

ইউক্রেন, সিরিয়া ও সুদানের মত যুদ্ধবিধ্বস্ত দেশকে পেছনে ফেলে অর্থনৈতিক অবস্থার বিচারে মুদ্রাস্ফীতিতে জর্জরিত জিম্বাবুয়ে দুর্দশাগ্রস্ত দেশের তালিকার এক নম্বরে উঠে এসেছে বলে বিশ্লেষণে জানানো হয়েছে। র‍্যাঙ্কিংয়ের জন্য মোট ১৫৭টি দেশকে বিশ্লেষণ করা হয়েছে।

তালিকায় প্রথম ১৫টি দেশ হলো যথাক্রমে- জিম্বাবুয়ে, ভেনেজুয়েলা, সিরিয়া, লেবানন, সুদান, আর্জেন্টিনা, ইয়েমেন, ইউক্রেইন, কিউবা, তুরস্ক, শ্রীলঙ্কা, হাইতি, অ্যাঙ্গোলা, টোঙ্গা ও ঘানা।

সুইজারল্যান্ডের পর দ্বিতীয় সর্বোচ্চ সুখী দেশ হলো কুয়েত। তারপর যথাক্রমে- আয়ারল্যান্ড, জাপান, মালয়েশিয়া, তাইওয়ান, নাইজার, থাইল্যান্ড, টোগো ও মাল্টা।

Nagad

এই তালিকায় এশিয়ার দেশ ভারতের অবস্থান ১০৩তম । বাংলাদেশের অবস্থান ১১৫তম। ওই তালিকায় পাকিস্তান অবস্থানে ৩৫তম। আর যুক্তরাষ্ট্রের অবস্থান ১৩৪তম।

মূলত একটি দেশের ‍অর্থনৈতিক অবস্থা বিবেচনায় নিয়ে তা পর্যালোচনা করে প্রখ্যাত অর্থনীতিবিদ স্টিভ হ্যাঙ্ক বিশ্বের সবচেয়ে দুর্দশাগ্রস্ত দেশের তালিকা তৈরি করেন।

সারাদিন/২৫ মে/এমবি