সরকারের সাথে সংলাপে বসতে চান ইমরান খান

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, মে ২৭, ২০২৩

ছবি- সংগৃহীত

পাকিস্তানকে বাঁচাতে যত দ্রুত সম্ভব সরকারি প্রতিনিধিদের সাথে আলোচনায় বসতে চান দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান।

শুক্রবার (২৬ মে) অনলাইনে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে পিটিআই প্রধান এইসব কথা বলেন।

পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তান নৈরাজ্যের দিকে যাচ্ছে এবং বর্তমানে দেশে যা চলছে, তা কোনো সমাধান তো নয়ই, উল্টো দেশকে আরও বিপদের দিকে ঠেলে দিচ্ছে।

ইমরান খান আরও বলেন, আমি সংবিধানের ওপর আস্থা রাখি। যদি সাংবিধানিক সময়সূচি অনুযায়ী নির্বাচন হয়, তাহলে নিঃসন্দেহে পিটিআই জিতবে। বর্তমানে পিটিআই নেতা-কর্মীদের গ্রেপ্তারে যে অভিযান চলছে, তা আমার দলের জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে দিচ্ছে।

সারাদিন/২৭ মে/এমবি 

Nagad