ফ্লোরিডায় সমুদ্রসৈকতে গুলিতে শিশুসহ আহত ৯

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, মে ৩০, ২০২৩

ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় জনাকীর্ণ সমুদ্রসৈকতে বন্দুকধারীর গুলিতে চার শিশুসহ অন্তত নয়জন আহত হয়েছেন।

স্থানীয় সময় সোমবার (২০ মে) রাতে ফ্লোরিডার বিখ্যাত হলিউডের কাছে বন্দুকধারীর এই হামলার ঘটনা ঘটে। এ সময় মেমোরিয়াল ডের ছুটিতে সৈকতটিতে হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। খবর এপি, আল-জাজিরা’র।

পুলিশের মুখপাত্র ডেনা বেটিনেচি জানান, গুলিতে আহতদের মধ্যে বেশ কয়েকজনকে একটি শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহত চারজনের বয়স এক থেকে ১৭ বছরের মধ্যে। এছাড়া ২৫ থেকে ৬৫ বছর বয়সী আরও পাঁচজন আহত হয়েছেন। আহত একজনের অস্ত্রোপচারের প্রয়োজন হয়েছে।

স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে সৈকতটিতে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর একপর্যায়ে একজন বন্দুক বের করেন এবং গুলি চালাতে শুরু করেন। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সন্দেহভাজন আরও কয়েকজনকে খুঁজছে পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সৈকতে গুলির শব্দ শোনার পরপরই মানুষ ছোটাছুটি করতে শুরু করে।

পুলিশ প্রধান ক্রিস ও’ব্রায়েন বলেন, ঘটনার সময় ওই এলাকায় হাজার হাজার মানুষ ছিল। খবর পেয়েই কয়েক ডজন পুলিশ কর্মকর্তা তাতে সাড়া দেন। তাদের কয়েকজন কাছাকাছিই ছিলেন।

Nagad

সারাদিন/৩০ মে/এমবি