রুদ্ধশ্বাস লড়াই: আবাহনীকে হারিয়ে চ্যাম্পিয়ন মোহামেডান

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:৪১ পূর্বাহ্ণ, মে ৩১, ২০২৩

অপেক্ষাটা প্রায় ১৪ বছরের, দীর্ঘ এ সময় পর ‘ঢাকা ডার্বি’ খ্যাত ফেডারেশন কাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নেমেছিল আবাহনী-মোহামেডান। এবারের এ ফাইনাল খেলা হলো ফাইনালের মতোই। কেহ কারে নাহি ছাড়ে সমানে সমান।

রুদ্ধশ্বাস এক লড়াই নির্ধারিত সময়ে ৩-৩ ড্র থাকার পর অতিরিক্ত সময়ে গড়ালো। সেখানেও দুই দল সমান। একটি করে গোল করলো মোহামেডান আর আবাহনী। ৪-৪ সমতায় থাকা ম্যাচটি গড়ালো টাইব্রেকারে।

দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এ খেলা দেখতে ভরদুপুরে ঢাকা থেকেও কুমিল্লায় পাড়ি জমান অনেক দর্শক। তবে রোমাঞ্চ জাগানিয়া এ ফাইনালে শেষ হাসি হেসেছে মোহামেডান।

সোমবার (৩০ মে) বিকেলে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবাহনীর বিপক্ষে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জিতেছে মোহামেডান।