শপথ নিলেন এরদোয়ান

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, জুন ৩, ২০২৩

তুরস্কের দ্বিতীয় দফা নির্বাচনে ঐতিহাসিক জয়ের পর তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। এর ফলে তার দুই দশকব্যাপী শাসনের মেয়াদ আরও পাঁচ বছর বৃদ্ধি পেয়েছে।

শনিবার (৩ জুন) ৬৯ বছর বয়সী এ নেতা তার মন্ত্রিসভার নাম ঘোষণা করবেন। দেশটির অর্থনৈতিক সংকট মোকাবেলার দায়িত্ব কাকে দেওয়া হবে, তা নিয়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। কারণ, এ নতুন দায়িত্ব পাওয়া অর্থমন্ত্রীকেই মুদ্রাস্ফীতি এবং তুর্কি মুদ্রা লিরার দরপতন রোধ করতে হবে।

আজ শনিবার (৩ জুন) আঙ্কারার পার্লামেন্টে শপথ নেন তিনি। এর ফলে ২০ বছর ধরে ক্ষমতায় থাকা এরদোয়ান নতুন করে আরও পাঁচ বছরের জন্য দেশ শাসনের ক্ষমতা পেলেন। খবর আল-জাজিরার।

তুরস্কের সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা এরদোয়ান গত ২৮ মে ভোটে ৫২ দশমিক দুই শতাংশ ভোট পেয়েছিলেন। নির্বাচন পূর্ববর্তী জরিপগুলোকে পেছনে ফেলে জয়ী হয়েছেন তিনি। তুর্কি প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গ, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরে, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান, আমের্নিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাসিনয়ানসহ বিশ্বের একাধিক দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, মন্ত্রী এবং অন্যান্য প্রতিনিধি উপস্থিত ছিলেন।

একে পার্টির হয়ে ২০০৩ সালে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন ৬৯ বছর বয়সী এরদোয়ান। ২০১৪ সালে প্রথমবারের মতো প্রেসিডেন্ট হন তিনি। একই অবস্থা থাকে ২০১৮ সালের নির্বাচনেও।

এরদোয়ানের শপথ অনুষ্ঠানটি দেশটির টেলিভিশন চ্যানেলগুলোতে সম্প্রচার করা হয়। শপথ অনুষ্ঠানে এরদোয়ান বলেন, ‘আমি একজন প্রেসিডেন্ট হিসেবে, শপথ নিচ্ছি আমার সততা ও সম্মানের, আগে দ্যা গ্রেট তুরস্কের ও এর ইতিহাসের এবং স্বাধীনতার….সংবিধান, আইনের শাসন, গণতন্ত্র, আতাতুর্কের নীতি ও সংস্কার এবং ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্রের নীতি মেনে চলব।’

Nagad

শপথ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষে নিজ মন্ত্রিসভার ঘোষণা দেবেন এরদোয়ান। আর্থিক সংকটে থাকা তুরস্কের ভবিষ্যৎ, মূল্যস্ফীতি ও লিরার (তুরস্কের মুদ্রা) দরপতন ঠেকাতে এই মন্ত্রিসভা কাজ করবে।

এ বিষয়ে এরদোয়ানের দল একে পার্টির মুখপাত্র জানিয়েছেন, ‘প্রেসিডেন্ট নির্বাচনের ভোটের ফলাফলে দেখা যাচ্ছে যে রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রতি জনগণের দৃঢ় সমর্থন আছে।’

আনাদোলু এজেন্সি জানিয়েছে, মোট ভোটের ৫২. ১৮ শতাংশ পেয়েছেন এরদোয়ান। অপরদিকে তার প্রধান প্রতিপক্ষ কামাল কিলিকদারোগ্লু পেয়েছেন ৪৭.৮২ শতাংশ ভোট।