আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:০৭ পূর্বাহ্ণ, জুন ৪, ২০২৩

যুক্তরাষ্ট্র ‘বৈরিতা’ বন্ধ না করলে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি স্থগিত করবে রাশিয়া

রাশিয়ার প্রতি যুক্তরাষ্ট্র তাদের ‘বৈরী অবস্থান’ থেকে না সরে এলে মস্কো পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণবিষয়ক নিউ স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি (এসটিএআরটি বা স্টার্ট) স্থগিত রাখবে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী সের্গেই রিয়াবকভকে উদ্ধৃত করে দেশটির সংবাদ সংস্থাগুলো এ খবর জানিয়েছে।
মস্কো ‘নিউ স্টার্ট লঙ্ঘন করেই চলছে’ বলে ওয়াশিংটন চলতি সপ্তাহের গোড়ায় অভিযোগ করে। এর পাল্টা ব্যবস্থা হিসেবে তারা পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণসংক্রান্ত হালনাগাদ তথ্য বন্ধ করে দেবে বলে জানায়। এর মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র ও এর উৎক্ষেপণস্থলের তথ্য। সূত্র: প্রথম আলো

পররাষ্ট্র ও অর্থনীতির সংকট থেকে উত্তরণের চ্যালেঞ্জ

ঐতিহাসিক জয়ের পর গতকাল শনিবার তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন রিসেপ তাইয়িপ এরদোয়ান। এর মাধ্যমে আগামী পাঁচ বছরের জন্য দেশটির শাসনভার সামলাতে যাচ্ছেন ৬৯ বছর বয়সী এই নেতা। তবে উচ্চ মূল্যস্ফীতি ও স্থানীয় মুদ্রা লিরার দরপতনের কারণে অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছেন এরদোয়ান। একই সঙ্গে স্বাধীন পররাষ্ট্রনীতির আকাঙ্ক্ষা এবং পশ্চিমাদের সঙ্গে উত্তেজনার কারণে তিনি কূটনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন বলে মত বিশ্লেষকদের। এসব সংকট থেকে উত্তরণে গতকালই নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণার কথা ছিল এরদোয়ানের।গতকাল তুরস্কের রাজধানী আংকারার পার্লামেন্ট ভবনে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন এরদোয়ান। এ সময় তিনি বলেন, ‘মহান তুরস্ক জাতির সামনে প্রেসিডেন্ট হিসেবে আমি আমার সম্মান ও সততার শপথ করছি—আমি আমার সব ক্ষমতা ব্যবহার করে তুরস্ক রাষ্ট্রের অস্তিত্ব ও স্বাধীনতা রক্ষা এবং নিরপেক্ষভাবে আমার দায়িত্ব পালন করব।’ সূত্র: কালের কণ্ঠ

ইউক্রেন পাল্টা আক্রমণের জন্য প্রস্তুত : জেলেনস্কি

রাশিয়ার অধিকৃত অঞ্চলগুলো পুনরুদ্ধার করতে ইউক্রেন দীর্ঘ প্রতীক্ষিত পাল্টা আক্রমণ শুরু করার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট এমনটি বলেছেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। ‘আমাদের দৃঢ় বিশ্বাস, আমরা সফল হব,’ সাক্ষাৎকারে বলেছেন জেলেনস্কি। ‘আমি জানি না এতে কতদিন লাগবে। সত্যি বলতে, সম্পূর্ণ ভিন্ন ভিন্ন উপায়ে এটি হতে পারে। কিন্তু আমরা এটি করতে যাচ্ছি আর আমরা প্রস্তুত।’ অঞ্চলগুলো পুনরুদ্ধারে একটি পাল্টা আক্রমণ যুদ্ধের গতিপ্রকৃতি পাল্টে দেবে বলে আশা কিয়েভের। ১৫ মাস আগে রাশিয়া প্রতিবেশী দেশটিতে আক্রমণ শুরু করার পর থেকে যুদ্ধ এখন অনেক তীব্র হয়ে উঠেছে। গত মাসে জেলেনস্কি জানিয়েছিলেন, পাল্টা আক্রমণ শুরু করার আগে পশ্চিমা সাঁজোয়া যানের জন্য ইউক্রেনকে অপেক্ষা করতে হবে। পশ্চিমাদের কাছ থেকে ধারাবাহিক সমর্থন পাওয়ার পাশাপাশি আরও সামরিক সহায়তা ও অস্ত্র পাওয়ার জন্য কূটনৈতিক তৎপরতা চালিয়ে গেছেন তিনি। পরিকল্পনা সফল করার জন্য পশ্চিমা এসব অস্ত্র ইউক্রেনের মূল চাবিকাঠি। সূত্র: বিডি প্রতিদিন।

Nagad

উড়িষ্যায় ট্রেন দুর্ঘটনা
শোকে কাঁদছে ভারত, নিহত ৩০০ ছুঁইছুঁই

ভারতের উড়িষ্যায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় শত শত মানুষের হতাহতের ঘটনায় শোকে বিহ্বল হয়ে পড়েছেন দেশটির মানুষ। এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা প্রায় ৩০০ ছুঁইছুঁই। আহত হয়েছেন অন্তত ৯০০ জন। নিহতের সংখ্যা চারশর কাছাকাছি পৌঁছাতে পারে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশঙ্কা করছেন। দেশটিতে গত ২০ বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনা এটি।শুক্রবার উড়িষ্যার বালাশোর জেলায় তিন ট্রেনের সংঘর্ষ ঘটে। এতে অনেক বগি দুমড়ে-মুচড়ে এবং ছিটকে গেছে। দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। তবে সিগন্যালের সমস্যার কারণে দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর বগিগুলো ছেয়ে যায় রক্তে। গবেষক অনুভব দাস সবচেয়ে ক্ষতিগ্রস্ত করমণ্ডল ট্রেনের শেষ বগিতে ছিলেন। তিনি ‘‌দূর থেকে চিৎকার আর ভয়ংকর শব্দ’ শুনতে পান। ট্রেনটি থেমে যাওয়ার পর তিনি অক্ষত অবস্থায় লাফ দিয়ে বেরিয়ে আসেন। সূত্র: সমকাল

বিশ্বের সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনা
সুনামির ঢেউয়ে ভেসে গিয়েছিল লংকার ট্রেন

বিশ্বের সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটেছিল ২৬ ডিসেম্বর ২০০৪। ভারত মহাসাগর থেকে ধেয়ে আসা সুনামির কবলে পরে ভেসে গিয়েছিল শ্রীলংকার সমুদ্রদেবী বা সমুদ্রের রানি নামের ট্রেনটি। দুর্ঘটনাটি ঘটেছিল শ্রীলংকার ক্রিসমাস সপ্তাহান্তে। যাত্রীসহ ট্রেনটি কলম্বোর ফোর্ট স্টেশন থেকে দক্ষিণের শহর গালে যাওয়ার উদ্দেশে রওনা দিয়েছিল। ট্রেনটি যাত্রা শুরু করেছিল রোববার সকাল ৯টার পরে। কিন্তু পথিমধ্যে পড়তে হয় ভয়ঙ্কর সুনামির কবলে। জানা যায়, যাত্রাপথে তেলওয়াট্টার কাছে পেরালিয়া নামক একটি গ্রামের কাছে একটি বিশাল ঢেউ ট্রেনের মধ্যে আছড়ে পড়ে। এ দুর্ঘটনার ফলে ১৭০০ জন প্রাণ হারায় বলে অনুমান করা হয়েছিল। মাত্র ৭০০-৮০০ জন ছাড়া বাকিদের লাশও খুঁজে পাওয়া যায়নি। ছুটির সপ্তাহান্তের পাশাপাশি এটি ছিল পূর্ণিমার দিন; যখন বৌদ্ধরা মাসিক প্রার্থনা করে ও আত্মীয়দের সাথে দেখা করে। তাই ট্রেনে থাকা বেশির ভাগ যাত্রী পরিবার, বন্ধু ও আত্মীয়দের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। পেরালিয়া গ্রামের কাছে এসে একসময় ট্রেনটি সিগন্যালে থেমে যায়। সঙ্গে সঙ্গে ৬০ ফুট উঁচু হয়ে আসা সুনামির ঢেউ ঢুকে পড়ে ট্রেনের ভেতর। একটি দৈত্যকার ঢেউ গাছের ভেতর দিয়ে গর্জন দিয়ে ওঠে। তারপর রেলগাড়িটিকে রেললাইন থেকে ছুড়ে ফেলে। ঢেউয়ের ধাক্কায় ট্রেনটি ঘুরতে থাকে। সুনামি ট্রেনটি গ্রাস করার সঙ্গে সঙ্গে আশপাশের ঘরবাড়ি ও গাছপালাও গ্রাস করে ফেলে। তেলওয়াট্টা সম্প্রদায়ের কয়েকশ লোক পানিতে ডুবে যায় ও তাদের ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়। সৈন্যরা ধ্বংসাবশেষ থেকে মৃতদেহ উদ্ধারের কাজ করেছিল। দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া মৃতদেহ থেকে কতজন যাত্রী ছিল তা অনুমান করা কঠিন ছিল। গ্রামবাসী নিঃশব্দে দাঁড়িয়ে লাশের দিকে তাকিয়ে ছিল তাদের নিখোঁজ আত্মীয়দের খুঁজে পাওয়ার আশায়। সূত্র: যুগান্তর

সিগন্যালের ত্রুটিতে উড়িষ্যায় রেল দুর্ঘটনা’

সিগন্যালের ত্রুটির কারণে ভারতের উড়িষ্যায় ট্রেন দুর্ঘটনার ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করছে ভারতীয় রেল কর্তৃপক্ষ। রেল দপ্তরের পক্ষ থেকে একটি যৌথ পরিদর্শন প্রতিবেদন প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন আনন্দবাজার পত্রিকা। ঘটনাস্থল পরিদর্শনের পর ওই যৌথ রিপোর্টে সিগন্যালের ত্রুটির কথাই বলছেন রেল কর্মকর্তারা। তবে এটি প্রাথমিক প্রতিবেদন। বিস্তারিত তদন্তের পর দুর্ঘটনার কারণ আরও স্পষ্ট হবে।ওই যৌথ পরিদর্শন প্রতিবেদনে বলা হয়েছে, ‘আপ মেন লাইনে সবুজ সিগন্যাল দেয়া হয়েছিল। কিন্তু ট্রেনটি সেই লাইনে ঢোকেইনি। ট্রেন ঢুকেছিল লুপ লাইনে। সেখানে আগে থেকে একটি মালগাড়ি দাঁড়িয়ে ছিল। তার সঙ্গে সংঘর্ষে করমণ্ডল এক্সপ্রেস লাইনচ্যুত হয়।’ সূত্র: দৈনিক বাংলা ।

গোয়েন্দাপ্রধানকে পররাষ্ট্রমন্ত্রী করে মন্ত্রিসভা ঘোষণা এরদোয়ানের

টানা তৃতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর শনিবার তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। শপথ নেয়ার পরপরই নতুন মন্ত্রিসভা ঘোষণা করেন তিনি।নতুন মন্ত্রীসভাতে স্বাস্থ্য ও সংস্কৃতিমন্ত্রী ছাড়া আগের প্রায় সব সদস্যকে পরিবর্তন করেছেন এরদোয়ান। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানায় আল জাজিরা।আল জাজিরা জানায়, নতুন মন্ত্রীসভায় অর্থমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে সাবেক প্রধান অর্থনৈতিক কর্মকর্তা মেহমেত সিমসেককে। ২০০৯ থেকে ২০১৮ সালের মধ্যে তুরস্কের অর্থমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন সিমসেক। সে সময় দেশীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে বেশ জনপ্রিয় ছিলেন তিনি। তবে এবার বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তাকে। তুরস্কে বছরের পর বছর ধরে চলা নীতি থেকে বের হয়ে এসে উচ্চ মুদ্রাস্ফীতি সত্ত্বেও সুদের হার কম রাখা ও বাজারের নিয়ন্ত্রণ রাষ্ট্রের হাতে নিয়ে আসাই হবে তার মূল কাজ। সূত্র: দেশ রুপান্তর

এক রক্ত পরীক্ষায় শনাক্ত করা যাবে প্রায় ৫০ ধরনের ক্যান্সার: গবেষণা

রক্ত পরীক্ষার মাধ্যমে ৫০টির বেশি ধরনের ক্যান্সার শনাক্ত করতে চলমান একটি গবেষণায় ইতিবাচক ফলাফল পেয়েছেন বিজ্ঞানীরা। যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস)-এর তত্ত্বাবধানে করা গবেষণাটির ট্রায়ালে প্রায় দুই তৃতীয়াংশ ক্যান্সার শনাক্ত করা সম্ভব হয়েছে। খবর বিবিসি’র।ইংল্যান্ড ও ওয়েলসের চিকিৎসকদের কাছে ক্যান্সারের লক্ষণ নিয়ে আসা মোট পাঁচ হাজার রোগীর ওপর ট্রায়ালটি করা হয়েছে। এক্ষেত্রে আক্রান্ত রোগীদের ৮৫ ভাগের ক্ষেত্রে ক্যান্সারের ধরন সম্পর্কেও জানা গিয়েছে।গবেষণাটিতে মূলত ‘গ্যালেরি টেস্ট’ পদ্ধতি ব্যবহার করে রক্ত পরীক্ষা করা হয়েছে। এতে ক্যান্সারের কারণে দেহের কোষের মধ্যকার জেনেটিক কোডের পরিবর্তন খুঁজে দেখা হয়।টেস্টটি ব্যবহার করে দ্রুত ক্যান্সার শনাক্ত করা সম্ভব হলে বহু ক্যান্সার আক্রান্ত মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচানো সম্ভব হবে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড ।

ইটালির লেকে ডুবে যাওয়া নৌকায় কেন একসাথে এত গুপ্তচর ছিল

আল্পস পর্বতের নীচে ছবির মত সুন্দর ম্যাগিওর হ্রদে হঠাৎ ঝড়ো বাতাসে মানুষ ভর্তি একটি নৌকা ডোবার ঘটনা নিয়ে বিস্তর চর্চা শুরু হয়েছে বিশেষ করে ইটালি ও ইসরায়েলে।বিশেষ করে পানিতে ডুবে নিহত চারজনের নাম-পরিচয় প্রকাশ এবং যাত্রীদের পেশাগত পরিচয় ফাঁস হয়ে যাওয়ার এই দুর্ঘটনা বিস্ময় এবং সন্দেহের উদ্রেক করেছে।নিহতদের দুজন ছিলেন ইটালির গোয়েন্দা কর্মকর্তা, একজন ছিলেন ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের সাবেক এজেন্ট, এবং অন্যজন এক রুশ নারী। দুর্ঘটনার জায়গাটিও বিভিন্ন প্রশ্নের জন্ম দিয়েছ। আল্পস পর্বতের নীচে এই হ্রদের একদিকে ইটালির লোমবার্ডি অঞ্চল, অন্য তীরে সুইজারল্যান্ডের টিচিনো। লোমবার্ডিতে বেশ কয়েকটি কোম্পানি রয়েছে যেখানে সামরিক প্রযুক্তি তৈরি হয়। তাছাড়া, এমনিতেই মনে করা হয় যে সুইজারল্যান্ড নানা দেশের গোয়েন্দা এবং গুপ্তচরদের যাতায়াতের একটি ট্রানজিট পয়েন্ট, এই দেশটি হয়েই বিভিন্ন দেশের গোয়েন্দারা অন্যান্য দেশে যাতায়াত করে। সূত্র: বিবিসি বাংলা।

নতুন রুটে দক্ষিণপূর্ব এশিয়া থেকে ক্রিস্টাল মেথ পাচার হচ্ছে উন্নত দেশে: জাতিসংঘ

ক্রিস্টাল মেথ বা আইস, পুরো নাম ক্রিস্টাল মেথামফেটামিন। মাদকের জগতে অপেক্ষাকৃত নতুন এই মাদকটি দক্ষিণপূর্ব এশিয়া থেকে উন্নত দেশগুলোতে পাচারে নতুন নতুন পথ বের করছে মাদক পাচারকারীরা। যেখানে কয়েকগুণ বেশি দামে এই মাদক বিক্রি হয়। সম্প্রতি প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদন এমনই তথ্য তুলে ধরা হয়েছে বলে জানায় বিবিসি। প্রতিবেদনে বলা হয়, মাদক পাচার প্রতিরোধে থাইল্যান্ড ও চীন সরকারের কড়া ব্যবস্থার কারণে মাদকচক্র এখন সড়ক পথ ব্যবহার না করে সমুদ্র পথ বেশি ব্যবহার করছে। মাদকনিয়ন্ত্রণে সড়ক পথের তুলনায় সমুদ্রপথে পাহারা বেশ কঠিন। এছাড়াও মাদক পাচারকারীদের আইনশৃঙ্খলা বাহিনীর সম্ভাব্য অভিযানের বিষয়ে ‘আগেই অনুমান করতে পারা, তার সঙ্গে মানিয়ে নেওয়া এবং আইন প্রয়োগকারী সংস্থাকে বিভ্রান্ত করার চেষ্টা’ খুব ভালো ভাবেই রপ্ত হয়ে গেছে বলে মনে করে ইউএন অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম। সূত্র: বিডি নিউজ