আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:০৮ পূর্বাহ্ণ, জুন ৫, ২০২৩

১৮৯ দিনে বিশ্বভ্রমণ করে অনন্য রেকর্ড এক নারীর
বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। তবে কিছু বিষয় দাগ কাটে মানুষের মনে, স্থায়ীভাবে ঠাঁই পায় ইতিহাসে। তেমন কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ৫ জুন। ফিরে দেখা যাক, উল্লেখযোগ্য কী ঘটেছিল এই দিনে। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম। অস্ট্রেলিয়ার নাবিক কে কোটি। অনন্য একটি রেকর্ড রয়েছে তাঁর ঝুলিতে। তিনি বিশ্বের প্রথম নারী, যিনি বিশ্ব পরিভ্রমণ করেছেন। এই যাত্রায় তাঁর বাহন ছিল নিজের প্রিয় ইয়ট ‘ব্ল্যাকমোর্স’। ১৮৯ দিন টানা যাত্রা করে তিনি বিশ্ব পরিভ্রমণ করেন। ১৯৮৮ সালের এ দিনে অভিযান শেষে সিডনিতে ফিরে আসেন এই নারী। ১৯৫৪ সালের ২৫ জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেন। কে কোটি প্রেরণাদায়ী বক্তা হিসেবেও পরিচিত। মার্কিন লেখক হ্যারিয়েট বেচার স্টো। তাঁর কালজয়ী উপন্যাস ‘আঙ্কেল টমস কেবিন’। উনিশ শতকে সবচেয়ে বেশি বিক্রি হওয়া বই এটি। লোচিত–সমালোচিত দাসপ্রথার প্রেক্ষাপটে লেখা হয়েছিল এই বই। যদিও বই হিসেবে প্রকাশিত হওয়ার আগে ১৮৫১ সালের ৫ জুন যুক্তরাষ্ট্রের ‘ওয়াশিংটন ন্যাশনাল এরা’ পত্রিকায় আঙ্কেল টমস কেবিন প্রথম প্রকাশ করা হয়। দাসপ্রথাবিরোধী আন্দোলনে ‘আঙ্কেল টমস কেবিন’–এর গুরুত্ব অপরিসীম। সূত্র: প্রথম আলো

সিঙ্গাপুরে চীনের প্রতিরক্ষামন্ত্রী
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ হলে পরিণতি বিপর্যয়কর

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের (ন্যাটো) মতো কোনো কিছু এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রতিষ্ঠার তৎপরতার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছে চীন। সিঙ্গাপুরে নিরাপত্তা সম্মেলনে গতকাল রবিবার চীনা প্রতিরক্ষামন্ত্রী লি শেংফু এই সতর্কবার্তা দেন। ‘শাংগ্রি-লা ডায়ালগ’ নামের নিরাপত্তা সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের উপস্থিতিতে লি শেংফু বলেন, ‘এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ন্যাটোসদৃশ কিছু গঠনের চেষ্টা করা হলে তা এ অঞ্চলের দেশগুলোকে ছিনিয়ে নেওয়ার মতো ব্যাপার হবে এবং এ জোট সংঘাত ও দ্বন্দ্বকে উসকে দেবে।’ তিনি বলেন, ‘এখন স্নায়ুযুদ্ধের মানসিকতার পুনরুত্থান দেখা যাচ্ছে।পাল্টাপাল্টি আক্রমণ এবং একে অন্যের ওপর আধিপত্য বিস্তারের পরিবর্তে পারস্পরিক শ্রদ্ধার বিষয়টি গুরুত্ব দেওয়া উচিত।’যুক্তরাষ্ট্র ও কাডানার দুটি রণতরী তাইওয়ান প্রণালি অতিক্রম করার এক দিন পর গতকাল চীনা কমিউনিস্ট পার্টির (সিসিপি) নেতৃত্বাধীন সরকারের প্রভাবশালী ওই নেতা আরো বলেন, ন্যাটোসদৃশ কিছু এশিয়া-প্রশান্ত মহাসগারীয় অঞ্চলকে বিভেদ ও সংঘাতের ঘূর্ণাবর্তে নিমজ্জিত করবে। সূত্র: কালের কণ্ঠ

শক্তিশালী প্রবৃদ্ধিতেও বেকারত্ব ঝুঁকি ভারতীয় তরুণদের

১৪০ কোটি জনসংখ্যা নিয়ে চীনকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হয়ে উঠেছে ভারত। জনসংখ্যার মধ্যে প্রায় ৫৩ শতাংশের বয়স ৩০ বছরের নিচে। দেশটিতে জনসংখ্যাগত লভ্যাংশ অনেক বেশি। তবে প্রয়োজনীয় কর্মসংস্থানের অভাবে ভারতের লাখ লাখ যুবগোষ্ঠী অর্থনীতির বোঝায় পরিণত হচ্ছে। খবর বিজনেস স্ট্যান্ডার্ড। কভিড-১৯ মহামারী চলাকালীন ভারতে শহুরে বেকারত্ব বেড়ে যায়। বিশেষ করে ২০২০ সালের এপ্রিল-জুন প্রান্তিকে মজুরি হ্রাসসহ দেশটির শহরগুলোয় বেকারত্বের হার বেড়ে সর্বোচ্চ ২০ দশমিক ৯ শতাংশে পৌঁছে। যদিও মহামারীর সময়ের তুলনায় বেকারত্বের হার কিছুটা কমেছে, তবে পূর্ণকালীন চাকরির সুযোগ এখনো কম। অর্থনীতিবিদরা মনে করছেন, অধিক সংখ্যক চাকরিপ্রার্থী তরুণ আশার আলো দেখতে না পেয়ে কম মজুরির কাজ খুঁজছেন। এমনকি গ্রহণযোগ্য বা আস্থাশীল নয়, এমন অনেক কাজে বাধ্য হয়ে সম্পৃক্ত করছেন নিজেদের। বিপরীতে ক্রমে সম্প্রসারণ হচ্ছে ভারতের অর্থনীতি। ধারণা করা হচ্ছে, ২০২৪ সালের মার্চে সমাপ্ত আর্থিক বছরে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশ হারে বৃদ্ধি পেতে পারে, যা বিশ্বের অন্যান্য বড় অর্থনীতির তুলনায় অনেক বেশি। ভারতীয় অর্থনৈতিক গবেষণা সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল ফর রিসার্চ অন ইন্টারন্যাশনাল ইকোনমিক রিলেশনসের (আইসিআরআইআর) ফেলো রাধিকা কাপুর বলেন, ‘বেকারত্ব হিমশৈলের একটি প্রান্ত মাত্র, যার তলে লুকিয়ে রয়েছে কর্মসংস্থানের অভাব এবং ছদ্মবেশী বেকারত্বের মতো গুরুতর সংকট।’ সূত্র: বণিক বার্তা।

সিঙ্গাপুরে গোপন বৈঠকে বিভিন্ন দেশের গোয়েন্দা প্রধানরা

Nagad

গত শুক্রবার সিঙ্গাপুরে শুরু হওয়া তিন দিনের ‘সাংগ্রি-লা-ডায়ালগ’ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে বিশ্বের প্রায় দুই ডজন প্রধান গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা একটি গোপন বৈঠক করেছেন। এ বৈঠক সম্পর্কে জানেন এমন পাঁচজন ব্যক্তি বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য দিয়েছেন। সূত্র বলছে, কয়েক বছর ধরেই নিরাপত্তা সম্মেলনের পাশাপাশি আলাদা ভেন্যুতে এ ধরনের বৈঠকগুলো আয়োজন করে আসছে সিঙ্গাপুর সরকার। এর আগে এই বৈঠকের খবর প্রকাশ্যে আসেনি। বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করেছেন দেশটির জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক এভ্রিল হেইনস। তিনি তার দেশের গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান। বৈঠকে উপস্থিত অন্যান্য দেশের মধ্যে ছিল চীন; যদিও বৈশ্বিক পরাশক্তির হিসেবে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।ভারতীয় একটি সূত্র জানিয়েছে, ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং-এর প্রধান সামন্ত গোয়েলও এই বৈঠকে উপস্থিত ছিলেন। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

হঠাৎ নমনীয় যুক্তরাষ্ট্র-চীন

এশিয়ায় আধিপত্য বিস্তার ঘিরে চলমান উত্তেজনা সংঘাতে রূপ দিতে চায় না চীন ও যুক্তরাষ্ট্র। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিপর্যস্ত বিশ্বকে আরেক দফা বিপর্যয়ের দিকে ঠেলে না দিয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে দুই প্রতিদ্বন্দ্বী দেশই আগ্রহী।
সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়ার শীর্ষ নিরাপত্তা সম্মেলনে দুই দেশের প্রতিরক্ষামন্ত্রীদের বক্তব্যে এসব বিষয় উঠে এসেছে। খবর আলজাজিরার। সম্মেলনে গতকাল রোববার চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ চায় বেইজিং। একই সঙ্গে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এই দুই দেশের মধ্যে কোনো ধরনের সংঘাত বিশ্বের জন্য অসহনীয় বিপর্যয় ডেকে আনবে। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ‘ন্যাটোর মতো’ সামরিক জোট গঠন করা হলে ‘বিরোধ ও সংঘাতের আবর্তে’ নিমজ্জিত হবে অঞ্চলটি। শাংফু আরও বলেন, একটি শীতল যুদ্ধের মানসিকতা এখন আবারও সামনে আসছে। এ পরিস্থিতিতে হুংকার ও আধিপত্য নয়, পারস্পরিক শ্রদ্ধাকেই প্রাধান্য দেওয়া উচিত। সূত্র; সমকাল

সেনাবাহিনীর বিরুদ্ধে সরাসরি অভিযোগ ইমরানের

আগামী নির্বাচনে তাঁর দলকে যেভাবেই হোক আটকাতে হবে। তাই রাষ্ট্রীয় অত্যাচার চালিয়ে তাঁর দলকে দুর্বল করতে মরিয়া পাকিস্তানের সেনাবাহিনী। শনিবার একটি বিদেশি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে এমনই দাবি করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী তথা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির প্রধান ইমরান খান। তিনি বলেন, সেনাবাহিনী এবং তাদের গোয়েন্দা সংস্থা প্রকাশ্যে পিটিআইকে নিশ্চিহ্ন করার চেষ্টা করছে। তিনি আরও মন্তব্য করেছেন, ভবিষ্যতে সামরিক আদালতে বিচারের পর তাকে কারাগারে নিক্ষেপের বিষয়ে ‘কোনো সন্দেহ তাঁর নেই’। ইমরান এর আগে একাধিকবার তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা-কর্মীদের ধরপাকড়ের পেছনে সেনাবাহিনীর হাত আছে বলে ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু শনিবার রাতে লাহোরে নিজবাড়ি থেকে দেওয়া এক সাক্ষাৎকারে এবার সরাসরি সেনাবাহিনীর দিকে আঙুল তুলেছেন দেশটির সাবেক এ প্রধানমন্ত্রী সূত্র: বিডি প্রতিদিন।

স্পেনের সমান মেরিন পার্ক বানাবে অস্ট্রেলিয়া

স্পেনের আয়তনের প্রায় সমান আকারের মেরিন পার্ক তৈরির পরিকল্পনা করছে অস্ট্রেলিয়া। দেশটির দক্ষিণ-পূর্ব উপকূলে প্রত্যন্ত দ্বীপের চারপাশে এই পার্ক তৈরি করা হবে। খালিজ টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়া তার দক্ষিণ-পূর্ব উপকূলে প্রত্যন্ত দ্বীপের চারপাশে প্রায় স্পেনের আয়তনের সমান একটি মেরিন পার্ক তৈরি করার পরিকল্পনা করেছে বলে সরকার রোববার ঘোষণা করেছে।
এএফপি বলছে, প্রস্তাবগুলোর অধীনে বিদ্যমান ম্যাককুয়ারি আইল্যান্ড দ্বীপ মেরিন পার্কের আকার তিনগুণ বৃদ্ধি করা হবে। এর মাধ্যমে মোট ৪ লাখ ৭৫ হাজার ৪৬৫ বর্গ কিলোমিটার (১ লাখ ৮৩ হাজার ৫৭৮ বর্গ মাইল) এলাকা সুরক্ষা বা নিরাপত্তার আওতায় আনা হবে। সূত্র: যুগান্তর

ছয় মাস পর পৃথিবীতে ফিরলেন চীনের ৩ নভোচারী

চীনের মহাকাশ স্টেশন থেকে দেশটির তিন নভোচারি পৃথিবীতে নিরাপদে ফিরেছেন। ‘মিশন সম্পূর্ণ সফল’ উল্লেখ করে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম রবিবার (০৪ জুন) এ খবর জানিয়েছে।বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়েছে, মহাকাশ যান সেনঝু-১৫ চীনের উত্তরাঞ্চলীয় ইনার মঙ্গোলিয়ার অবতরণস্থলে নিরাপদে ফিরে এসেছে। নভোচারি ফেই জুনলং, দেং কিং মিং এবং ঝাং লু ক্যাপসুল থেকে সুস্থ শরীরে বের হয়ে এসেছেন। মিশন পুরোপুরি সফল বলেও এতে উল্লেখ করা হয়।এই তিন নভোচারি ছয় মাস তিয়াংগঙ মহাকাশ স্টেশনে ছিলেন। সেখানে তারা স্পেসওয়াকসহ নানা ধরনের বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন। সূত্র: দেশ রুপান্তর

ভূস্বর্গ কাশ্মীরে মুগ্ধ জি-২০ দেশগুলো

ভূস্বর্গ কাশ্মীরে জি-২০ সম্মেলন আয়োজনকে কেন্দ্র করে কম সমালোচনা সহ্য করতে হয়নি ভারতকে। কিন্তু সম্মেলন শেষে নিন্দুকদের সমালোচনার বদলে গুরুত্ব পেয়েছে জি-২০ দেশগুলোর ভারতের কাশ্মীর নিয়ে করা ইতিবাচক সব আলোচনা। কাশ্মীর উপত্যকার সৌন্দর্যের পাশাপাশি উন্নয়নে মুগ্ধ তারা। জি-২০ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত প্রতিনিধিরা ভূস্বর্গ বলে পরিচিত কাশ্মীরের উন্নয়নে ভারত সরকারের গৃহীত প্রকল্পগুলোরও ভূয়সী প্রশংসা করেছেন। জঙ্গিদের হুমকি উপেক্ষা করে নির্বিঘ্নেই সম্মেলন শেষ হয় উপত্যকায়। পর্যটনের বিকাশে এই সম্মেলনকে বিশেষভাবে গুরুত্ব দেয় ভারত সরকার। কাশ্মীরের সাধারণ মানুষও মুখিয়ে ছিলেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত অতিথিদের স্বাগত জানাতে। অতিথিদের বরণ করতে ছিল না কোনো কার্পণ্য। অতিথিরাও স্থানীয়দের আতিথেয়তায় নিজেদের খুশির কথাই শুনিয়েছেন। সব মিলিয়ে উৎসবে মেতে উঠেছিল ভারতের গোটা কাশ্মীর উপত্যকা। সূত্র; দৈনিক বাংলা।

ভারতের রাজনীতিকরা কেন প্রবাসী ভারতীয়দের সমর্থন চান
ভারতের বিরোধী কংগ্রেসের নেতা রাহুল গান্ধী এখন যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন। এই সফর নিয়ে অনেক উচ্ছ্বাস এবং কৌতূহল দেখা যাচ্ছে, তবে কেউ কেউ এ নিয়ে নানা সংশয়ও প্রকাশ করছেন।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন এরকম সফরে যান, তখন হাজার হাজার প্রবাসী ভারতীয় তাকে দেখতে ভিড় করেন। রাহুল গান্ধীর বেলায় অবশ্য সেরকমটা হয়নি। রাহুল গান্ধী এখন আর পার্লামেন্ট সদস্য নন, বিরোধী দলের নেতাও নন। কিন্তু তা সত্ত্বেও ভারতীয় কংগ্রেসের আন্তর্জাতিক শাখা, ভলান্টিয়ার্স অব দ্য ইন্ডিয়ান ওভারসীজ কংগ্রেস মি. গান্ধীর অনুষ্ঠান-স্থলগুলো ভরানোর জন্য যথেষ্ট সংখ্যায় মানুষ জড়ো করতে সক্ষম হয়েছিল। মি. গান্ধী যুক্তরাষ্ট্রের তিনটি শহর সফর করছেন এ সপ্তাহে। তিনি ক্যালিফোর্নিয়ায় স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে এবং ওয়াশিংটন ডিসিতে জাতীয় প্রেসক্লাবে যাচ্ছেন। সূত্র: বিবিসি বাংলা।