আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:০৭ পূর্বাহ্ণ, জুন ৬, ২০২৩

হাইতিতে বন্যা-ভূমিধসে কমপক্ষে ৪২ জনের মৃত্যু

হাইতিতে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৪২ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ১১ জন। দেশটির জনসুরক্ষা–বিষয়ক কর্মকর্তারা গতকাল সোমবার এ কথা জানিয়েছেন। অর্থনৈতিক দুরবস্থা, রাজনৈতিক অস্থিরতা ও গ্যাং সহিংসতার জেরে ক্যারিবীয় অঞ্চলের দ্বীপদেশটিতে মানবিক সংকট চলছে। এ অবস্থায় দেশটির ১০ বিভাগের মধ্যে ৭টিই বৈরী আবহাওয়ার কবলে পড়ল।
পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি জরুরি অবস্থা দেখভালে নিয়োজিত জাতীয় জরুরি পরিচালনা কেন্দ্রকে সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।হাইতিতে শক্তিশালী ভূমিকম্পে অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৪ আগস্ট, লেস কায়েস শহরে। জাতিসংঘ বলছে, ভারী বৃষ্টিতে ৩৭ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে প্রায় সাড়ে ১৩ হাজার মানুষ।
হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্স থেকে ৪০ কিলোমিটার দূরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর লিওগানের অবস্থা বেশি খারাপ। শহরটির আশপাশের তিনটি নদী প্লাবিত হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। সূত্র: প্রথম আলো

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ
কিয়েভের বড় হামলা ব্যর্থ করার দাবি

দখলকৃত দোনেত্স্ক অঞ্চলে ইউক্রেনের চালানো বড় ধরনের একটি হামলা ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে রাশিয়া। গতকাল সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, এ সময় ইউক্রেনের ২৫০ সেনাকে হত্যা এবং ১৬টি সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে। তবে এসব দাবির সত্যতা নিশ্চিত করা যায়নি।গতকাল ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, দোনেেস্ক বড় ধরনের আক্রমণ সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই। ইউক্রেনীয় সেনাবাহিনীর মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমাদের কাছে এ ধরনের কোনো তথ্য নেই এবং কোনো ধরনের ভুয়া বিষয়ে আমরা মন্তব্য করি না।’ইউক্রেনের দীর্ঘ প্রতীক্ষিত পাল্টা হামলা নিয়ে বেশ কয়েক দিন ধরেই আলোচনা চলছে। বলা হয়েছে তা এরই মধ্যে শুরুও হয়েছে। তবে পাল্টা হামলা শুরুর আগে কোনো ধরনের আগাম সতর্কবার্তা দেওয়া হবে না বলে জানিয়েছে কিয়েভ। সূত্র: কালের কণ্ঠ

বিয়ের পরদিন হার্ট অ্যাটাকে দম্পতির মৃত্যু

ভারতের উত্তর প্রদেশ রাজ্যে বিয়ের পরদিন শয়নকক্ষ থেকে নবদম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে ২৪ বছর বয়সী প্রতাপ যাদবের সঙ্গে ২২ বছর বয়সী পুষ্পা যাদবের বিয়ে হয়। পরে বুধবার উত্তর প্রদেশের বাহরাইচে তাদের বাড়িতে ফেরেন। বিয়েপরবর্তী আচার-অনুষ্ঠানের পর রাতে তারা ঘুমাতে যান। পরদিন বৃহস্পতিবার সকালে শয়নকক্ষ থেকে এই দম্পতির মৃতদেহ উদ্ধার করা হয়।বলরামপুরের পুলিশ সুপার প্রশান্ত ভার্মা জানান, প্রতাপ ও পুষ্পার মৃত্যুর কারণ জানতে কক্ষটিতে ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল তদন্ত চালিয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, তারা দুজনই হার্ট অ্যাটাকে মারা গেছেন। খবর হিন্দুস্তান টাইমসের-তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এ দম্পতির আগে থেকে কোনো অসুস্থতা ছিল না। তাদের জোর করে কক্ষে ঢোকানোর কোনো আলামত কিংবা তাদের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সূত্র; সমকাল

Nagad

নতুন সূর্যের খোঁজ দিল জেমস ওয়েব

পৃথিবী থেকে ২০০ লাখ আলোকবর্ষ দূরে নতুন একটি সূর্যের খোঁজ মিলল। এনজিসি ৫০৬৮ গ্যালাক্সিতে দেখা গেছে এ নতুন সূর্য। আর এ সূর্যের দেখা মিলেছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে। এনজিসি ৫০৬৮ গ্যালাক্সি মূলত ধুলা ও উজ্জ্বল কিছু তারার সমাহার। এই গ্যালাক্সিটি ২০ মিলিয়ন বা ২০০ লাখ আলোকবর্ষ দূরে অবস্থিত। তবে শুধু তারার জন্মই নয়, গোটা গ্যালাক্সিও কীভাবে একটু একটু করে তৈরি হয়ে ওঠে, সেটাও আস্তে আস্তে প্রকাশ করছে জেমস ওয়েব। তারা বা ছায়াপথ গড়ে ওঠার এসব তথ্য বিজ্ঞানীদের হাতে এলে মহাকাশ বিজ্ঞানটা আরও ব্যাপক ও তথ্যসমৃদ্ধ একটা বিষয় হয়ে উঠবে। জানা গেছে, জেমস ওয়েব একসঙ্গে অন্তত ১৯টি স্টার-ফর্মিং গ্যালাক্সির ছবি তুলে চলেছে। এর আগে হাবল টেলিস্কোপ যেসব স্টার ক্লাস্টারের ছবি তুলেছে সেসবের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে জেমস ওয়েবের ছবি। হাবল সন্ধান পেয়েছিল ১২ হাজার ‘ডার্ক ড্যান্স মলিকিউলার ক্লাউডের’। সেসব নিয়েও তথ্য সংগ্রহ ও পর্যালোচনা চলছে। সূত্র: বিডি প্রতিদিন।

ইউক্রেনের বড় হামলা ব্যর্থ
বাখমুতের একাংশ ফের কিয়েভের দখলে

রাশিয়ার দখলকৃত দক্ষিণ ইউক্রেনীয় অঞ্চল দোনেৎস্কোতে সোমবার অন্তত ৫টি হামলা চালায় ইউক্রেন। তবে বড়সড় এ হামলায় সুবিধা করতে পারেনি ইউক্রেন, ব্যর্থ হয়েছে। সবগুলো হামলাই প্রতিহত করেছে মস্কো। উলটো পালটা হামলায় ইউক্রেনের শত শত সেনাকে হত্যা করেছে মস্কো। সোমবার এক বিবৃতিতে এ কথা বলেছে রাশিয়া। বিবিস, সিএনএন। যুদ্ধে রাশিয়ার দখলে যাওয়া অঞ্চগুলো পুনরুদ্ধার করার জন্য পালটা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইউক্রেনীয় সেনারা। চেষ্টা চালালেও পেরে উঠছে না রুশ সেনাদের সঙ্গে। রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ছয়টি যান্ত্রিক এবং দুটি ট্যাঙ্ক ব্যাটালিয়ন দিয়ে দক্ষিণ ডনেস্কোতে হামলা চালিয়েছিল ইউক্রেন। টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে তারা আরও জানায়, ‘৪ জুন সকালে শত্রুরা দক্ষিণ ডনেস্কোর পাঁচটি সেক্টরে বড় পরিসরে আক্রমণ শুরু করে। তবে তারা এতে সফল হয়নি।’রুশ সেনাবাহিনীর দাবি তারা ২৫০ ইউক্রেনীয় সেনাকে হত্যার পাশাপাশি ১৬টি ট্যাংক, তিনটি পদাতিক যুদ্ধের যান এবং ২১টি সাঁজোয়া যুদ্ধ যান ধ্বংস করেছে। তবে রয়টার্স তাৎক্ষণিকভাবে রাশিয়ার দেওয়া এ বিবৃতি যাচাই করতে পারেনি। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বা সামরিক বাহিনীও এ মন্তব্যের কোনো পালটা প্রতিক্রিয়া জানায়নি। ইউক্রেনের জেনারেল স্টাফের দৈনিক প্রতিবেদনে বলা হয়েছে, ডনেস্কো এবং লুহানস্ক অঞ্চলে ২৯টি যুদ্ধ সংঘটিত হয়েছে। সূত্র: যুগান্তর

বিশ্ববাজারে বাড়ছে দাম
তেল উত্তোলন কমাচ্ছে সৌদি আরব

সৌদি আরব দৈনিক ১০ লাখ ব্যারেল পরিমাণ তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়াতে আগামী জুলাই থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। সৌদি আরবের এমন ঘোষণায় ইতিমধ্যে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে।বিবিসি জানায়, ওপেক প্লাস জোটের অন্য সদস্য দেশগুলোও নিজেদের উৎপাদন কমিয়ে আনতে সম্মত হয়েছে। সৌদি জ্বালানিমন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমান গত রোববার বলেছেন, ‘আজ একটি মহান দিন। এই চুক্তির মান নজিরবিহীন।’ তিনি বলেন, ‘নতুন তেল উৎপাদনের লক্ষ্যমাত্রা অনেক বেশি স্বচ্ছ ও ন্যায্য হবে।’ তিনি জানান, প্রয়োজনে জুলাইয়ের পরও ১০ লাখ ব্যারেল কম তেল উত্তোলনের সিদ্ধান্ত বহাল থাকবে। তিনি একে ‘একটি সৌদি ললিপপ’ হিসেবে অভিহিত করে বলেন, এর ফলে বাজারে স্থিতিশীলতা আসবে।
বিবিসি জানায়, বিশ্বের খনিজ তেল রপ্তানিকারক দেশগুলো এবং তাদের মিত্রদের সংগঠন ওপেক প্লাস বলছে, ২০২৪ সাল থেকে দিনে তেল উত্তোলন লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১৫ লাখ ব্যারেলের মতো কমানো হবে। বিশ্বের অপরিশোধিত তেলের প্রায় ৪০ শতাংশ ওপেক প্লাসভুক্ত দেশগুলো উৎপাদন করে থাকে। এ কারণে তাদের সিদ্ধান্ত তেলের দামের ওপর বড় প্রভাব ফেলতে পারে। সূত্র: দৈনিক বাংলা।

মহাবনের ক্ষত সারানোর চেষ্টা

‘পৃথিবীর ফুসফুস’ নামে খ্যাত ব্রাজিল ও আশপাশের লাতিন আমেরিকান দেশগুলোতে ছড়িয়ে থাকা রেইনফরেস্ট ‘আমাজন’। পৃথিবীর মোট অক্সিজেনের ২০ শতাংশই আসে ৫৫ লাখ বর্গকিলোমিটার ক্ষেত্রবিশিষ্ট এ অরণ্য থেকে। কিন্তু বিগত বছরগুলোতে আন্তর্জাতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ বনভূমির ব্যাপক ক্ষতি হয়েছে, যার জন্য প্রায় পুরোটাই দায়ী আমরা মানবজাতি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার একটি প্রতিবেদন থেকে জানা যায়, দেশটির সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর আমলেই ১৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে আমাজন। পশুপালন, অবৈধ খনির কারণে মানুষের বিনাশী কর্মকাণ্ডে আমাজন এখন হুমকির মুখে। আমাজনের ক্ষত সারাতে বিশে^র সবচেয়ে বড় রেইন ফরেস্টে চলছে বৃক্ষরোপণ।ক জাগুয়ার ফাউন্ডেশন, রিওটেরার মতো সংস্থাগুলো প্রতিদিনই আমাজনে গাছ রোপণ করছে। যদিও যে পরিমাণ গাছ লাগানো হচ্ছে, প্রতিদিন কাটা হচ্ছে তার চেয়ে অনেকগুণ বেশি। ব্রাজিল সরকারের হিসাবে, গত বছর প্রতি মিনিটে তিনটি ফুটবল মাঠের সমান এলাকা উজাড় হয়েছে আমাজনে। পরিবেশবিদরা বলছেন, আমাজনের আগের রূপ ফিরিয়ে আনতে দুটি জার্মানির সমান এলাকার বনভূমি পুনরুদ্ধার করতে হবে। গত এক দশকে যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের সমান এলাকায় ৭০ লাখ গাছ লাগিয়েছে রিওটেরা। এতে প্রতি বছর তাদের ব্যয় ২৩ লাখ ডলার। ২০৩০ সালের মধ্যে যা দ্বিগুণ করতে চায় সংস্থাটি। ব্ল্যাক জাগুয়ারের লক্ষ্য আরও বড়। আগামী ২০ বছরে অন্তত ২৭০ কোটি ডলার খরচ করে ১৭০ কোটি গাছ লাগানোর লক্ষ্য তাদের। সূত্র: দেশ রুপান্তর

চাহিদা বৃদ্ধিতে মে মাসে চীনের পরিষেবা খাত সম্প্রসারণ

চাহিদা বৃদ্ধির জেরে মে মাসে সম্প্রসারণ হয়েছে চীনের পরিষেবা খাত। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে এসে ক্রয়াদেশ বেড়ে যাওয়ার প্রভাব পড়েছে অর্থনীতি পুনরুদ্ধার প্রক্রিয়ায়। এমনটাই উঠে এসেছে কাইশিন/এসঅ্যান্ডপি গ্লোবালের জরিপে। মে মাসে পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) বেড়ে দাঁড়িয়েছে ৫৭ দশমিক ১ শতাংশে, যা এপ্রিলে ছিল ৫৬ দশমিক ৪ শতাংশ। উল্লেখ্য, পিএমআই ৫০ পয়েন্টের ওপরে থাকলে পরিষেবা কার্যক্রম সম্প্রসারণ ও নিচে থাকলে সংকোচন বোঝায়। নতুন ক্রয়াদেশ, উৎপাদন, কর্মসংস্থান, সরবরাহের সময় ও স্টক লেনদেন পর্যালোচনার মাধ্যমে চালানো হয় জরিপটি। খবর রয়টার্স।
১২-২২ মে ব্যাপী চালানো জরিপের ভিত্তিতে নির্ণয় করা হয়েছে পিএমআই, যা দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত পিএমআইর ঠিক বিপরীত। সেখানে মে মাসে চীনের কারখানা কার্যক্রমকে প্রত্যাশার চেয়েও ধীর দেখানো হয়েছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে সামান্য ও স্বল্পকালীন পুনরুদ্ধারের পর চীনের ভোক্তা চাহিদা পুনরুদ্ধার দ্বিতীয় মাত্রায় প্রবেশ করেছে। নতুন পরিস্থিতি আরো বেশি অভ্যন্তরীণ। কাইশিন পিএমআই জরিপ করা হয়েছে ৬৫০টি বেসরকারি ও রাষ্ট্র নিয়ন্ত্রিত পরিষেবা কোম্পানি নিয়ে। অন্যদিকে পরিসংখ্যান ব্যুরোর পিএমআই জরিপ চলেছে ৪ হাজার ৩০০ কোম্পানি নিয়ে। কোনো কোনো অর্থনীতিবিদ অবশ্য অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাওয়া ও বেকারত্ব বেড়ে যাওয়ার কারণে ব্যক্তি পর্যায়ে চাহিদা কমে যাওয়ার আশঙ্কা করছেন। সূত্র: বণিক বার্তা

কাশ্মীরে মাদকাসক্তির বিরুদ্ধে যেভাবে লড়াই চলছে

মে মাসের এক বৃষ্টি-মুখর সকালে ভারত-শাসিত কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে একটি মাদকাস পুনর্বাসন কেন্দ্রের বাইরে লাইন ধরে দাঁড়িয়েছে বহু তরুণ।তাদের মধ্যে অনেকেই কিশোর যারা তাদের পিতামাতার সঙ্গে এখানে এসেছেন। ইন্সটিটিউট অব মেন্টাল হেলথ এন্ড নিউরোসায়েন্সেস নামের একটি প্রতিষ্ঠান থেকে ওষুধ নেওয়ার জন্য তারা অপেক্ষা করছেন।এই প্রতিষ্ঠানটিই কাশ্মীরের একমাত্র সরকার-পরিচালিত মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্র।হঠাৎ করেই মাদক নেওয়া বন্ধ করে দিলে একজন মানুষের দেহে ও মনে যে ধরনের প্রতিক্রিয়া হয় এসব ওষুধ তা কমাতে সাহায্য করে। একই সঙ্গে সংক্রামক রোগও প্রতিরোধ করে থাকে।“আপনি কি আবার হেরোইন নিয়েছেন?” এক তরুণের চোখের মণি পরীক্ষা করে ডাক্তার জানতে চাইলেন। “হ্যাঁ, আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি,” তরুণ জবাব দিলেন। সূত্র: বিবিসি বাংলা।

অন্ধকার ভবিষ্যত, মানসিক স্বাস্থ্য সংকটে আফগান নারীরা

‘‘আমি শুধু চাই কেউ আমার কথা শুনুক। আমি ভয়াবহ কষ্টের মধ্য দিয়ে যাচ্ছি এবং আমিই একমাত্র নই।”চোখের জলে ভেসে আফগানিস্তানের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এভাবেই বিবিসি-র সঙ্গে কথা বলেন।তার কথায়, ‘‘আমার ক্লাসের বেশিরভাগ মেয়ে আত্মহত্যার কথা ভাবছে। আমরা সবাই বিষন্নতা ও হতাশায় ভুগছি। আমাদের কোনও আশা নেই।”সবে ২০ বছরের কোটা পার করা এই তরুণী চারমাস আগে আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন। তিনি এখন একজন মনোরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।তালেবান পুনরায় আফগানিস্তানের ক্ষমতা দখলের পর গত বছর ডিসেম্বর থেকে মেয়েদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করে।বিবিসি-কে বলা ওই তরুণীর এই কথাগুলো আফগানিস্তানে এখনও প্রায় অদৃশ্য এক ভয়াবহ মানসিক সংকটকে প্রতি অন্তর্দৃষ্টি দেওয়ার সুযোগ এনে দিয়েছে। মনোরোগ বিশেষজ্ঞ ডা. আমাল বলেন, ‘‘আফগানিস্তানে আত্মহত্যার চিন্তা মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি এতটা খারাপ অতীতে কখনো ছিল না এবং বিশ্ব এটা নিয়ে একদমই ভাবছে না বা কথা বলছে না। সূত্র; বিডি নিউজ