আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:২২ পূর্বাহ্ণ, জুন ৮, ২০২৩

কানাডার দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন নিউইয়র্ক, সতর্কতা জারি
কানাডার দাবানলের ধোঁয়া ছড়িয়ে পড়েছে প্রতিবেশী যুক্তরাষ্ট্রেও। নিউইয়র্কসহ দেশটির পূর্ব উপকূল রেকর্ড পরিমাণ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে। এ অবস্থায় গতকাল বুধবার বায়ুদূষণ নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। এদিকে এরই মধ্যে দাবানলের কারণে হাজার হাজার কানাডীয় নাগরিক বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন।যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা সংস্থা (ইপিএ) জানিয়েছে, দেশের উত্তর-পূর্বাঞ্চলসহ পশ্চিমের শিকাগো ও দক্ষিণের আটলান্টা পর্যন্ত ১০ কোটির বেশি মানুষ বায়ুদূষণ নিয়ে জারি করার সতর্কতার আওতায় পড়েছে। সূত্র: প্রথম আলো

নয়াদিল্লিতে কুকি নারীদের বিক্ষোভ

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে জাতিগত সহিংসতা বন্ধের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ করেছে রাজ্যের কুকি সম্প্রদায়ের নারীরা। গতকাল বুধবার রাজধানী নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে কুকি নারীরা। এ সময় তারা সহিংসতা বন্ধের দাবি সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করে।বিক্ষোভকারীদের একজন এনডিটিভিকে বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাস সত্ত্বেও মণিপুরে আমাদের সম্প্রদায়ের ওপর হামলা অব্যাহত রয়েছে। এখানে জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। এ অবস্থায় শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রীই আমাদের সাহায্য করতে পারেন।’ সূত্র: কালের কণ্ঠ

সরে দাঁড়ালেন সিএনএনের সিইও ক্রিস লিচট
বিশ্বের প্রভাবশালী সংবাদমাধ্যম সিএনএনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে ইস্তফা দিলেন ক্রিস লিচট। বুধবার একটি বিবৃতি প্রকাশ করে একথা জানানো হয়েছে সিএনএনের তরফে।তাদের তরফে জানানো হয়েছে, ক্রিস লিচট তার এক বছরের মেয়াদকালে বহু বিতর্কের জন্ম দিয়েছেন। এই সংবাদ চ্যানেলের কর্মীদের নেতৃত্ব দিতে তার দক্ষতা বারবার প্রশ্নের সম্মুখীন হচ্ছিল। এর জেরেই সরে দাঁড়ালেন তিনি। সম্প্রতি দ্য আটলান্টিক ম্যাগাজিনে ক্রিস লিচটকে নিয়ে ১৬ হাজার শব্দের প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরপরই গুঞ্জন শুরু হয়। ওই প্রতিবেদনের জেরে গত সোমবার ক্রিস লিচট ক্ষমাপ্রার্থনাও করেন। সূত্র: বণিক বার্তা

স্বাস্থ্যঝুঁকিতে জনজীবন
কানাডায় দাবানলের ধোঁয়া ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রে, বায়ুদুষণে সতর্কবার্তা

‘তুমি কি ধোঁয়ার গন্ধ পাচ্ছ?’ একে-অপরকে এখন এই প্রশ্নটিই করছে কানাডার লোকেরা। দেশটিতে গ্রীষ্ম মৌসুমের শুরুতেই অনেক এলাকা জ্বলছে দাবানলে যেটিকে বলা হচ্ছে নজিরহীন। কানাডায় এখন শত শত দাবানল জ্বলছে। ১৫০টিরও বেশি জায়গায় আগুন জ্বলছে। যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তের উত্তরে দাবানল থেকে কয়েকশ কিলোমিটার দূরে নিউইয়র্ক সিটি ও ওয়াশিংটন ডিসিতেও ধোঁয়াশা বাতাসে ভরে গেছে আকাশ। নিউইয়র্ক সিটির বাসিন্দাদের বাড়ির বাইরে বের না হতে পরামর্শ দেওয়া হয়েছে। ঘরের দরজা জানালা বন্ধ রাখতে বলা হয়েছে। পাবলিক স্কুলগুলোতে বাতিল করা হয়েছে বাইরের কার্যক্রম। লাখো মানুষের স্বাস্থ্যের ওপর দাবানলের প্রভাব নিয়ে আশঙ্কা করা হচ্ছে। দাবানল নিয়ন্ত্রণে অগ্নিনির্বাপক কর্মীদের আপ্রাণ চেষ্টার পরও এখন পর্যন্ত ৩ দশমিক ৮ মিলিয়ন হেক্টরের বেশি এলাকা পুড়ে গেছে। এসব এলাকার কয়েক হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। খবর- দ্য গার্ডিয়ান ও আলজাজিরা-কানাডার মন্ট্রিলের ম্যাকগিল ইউনিভার্সিটির স্কুল অব পপুলেশন অ্যান্ড গ্লোবাল হেলথের সহযোগী অধ্যাপক জিল বামগার্টনার বলেন, দাবানলের ফলে কানাডায় দূষণের মাত্রা স্বাভাবিকের চেয়ে তিন থেকে চার গুণ বেড়েছে। এতে চোখ জ্বালাপোড়া এবং নাক দিয়ে পানি পড়া থেকে শুরু করে দীর্ঘস্থায়ী হার্ট ও ফুসফুসের রোগ ইত্যাদি নানা সমস্যা হতে পারে। সূত্র: সমকাল

Nagad

মস্কোর বিরুদ্ধে পরিবেশ হত্যার অভিযোগ
নোভা কাখভকা বাঁধ ভেঙে কারা লাভবান

এবার মস্কোর বিরুদ্ধে উঠেছে পরিবেশ হত্যার নতুন অভিযোগ। কিয়েভ বলছে, কৃত্রিম দুর্যোগ সৃষ্টির মাধ্যমে ইউক্রেনকে মানবিক বিপর্যয়ে ফেলতে চাচ্ছে মস্কো। দক্ষিণ ইউক্রেনে কাখভকা বাঁধ ভেঙে যাওয়ার ঘটনায় এ অভিযোগ করেছে বিশ্লেষকরা। তারা বলছেন, গুরুত্বপূর্ণ বেসামরিক স্থাপনায় এমন হামলা যুদ্ধাপরাধের শামিল। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ আলেসান্দ্রা স্পাডেরো বলেন, আন্তর্জাতিক আইনে বলা আছে, যে কোনো সশস্ত্র সংঘাতে অবশ্যই বেসামরিক নাগরিকদের সুরক্ষার বিষয়টি বিবেচনায় রাখতে হবে। বাঁধে হামলা বেসামরিকদের মারাত্মক ঝুঁকিতে ফেলেছে। অঞ্চলটিতে মানবিক বিপর্যয়ের পরিস্থিতি তৈরি হয়েছে। কাজেই এ হামলা যুদ্ধাপরাধের শামিল। ক্ষতিগ্রস্ত বাঁধ থেকে দক্ষিণাঞ্চলের বিপুল কৃষিজমিতে পানি সরবরাহ করা হয়, এমনকি এ পানির ওপর জাপোরিঝঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রও নির্ভরশীল। অবশ্য এ বাঁধ ভাঙার ঘটনার জন্য পরস্পরকে দায়ী করেছে ইউক্রেন আর রাশিয়া। কিন্তু বাঁধ ভেঙে দেওয়ার ফলে কোনো পক্ষ সবচেয়ে বেশি লাভবান হয়েছে? যেভাবে দুই পক্ষ একে অন্যকে বাঁধ ভাঙার জন্য দায়ী করছে, তাতে গত বছরের অমীমাংসিত নর্ডস্ট্রিম গ্যাস পাইপলাইন বিস্ফোরণের ঘটনার সঙ্গে মিল পাওয়া যায়। উভয় ঘটনাতে শুরুতেই পশ্চিমাদের সন্দেহ পড়ে রাশিয়ার ওপরে। কিন্তু দুইবারেই রাশিয়ার প্রতিক্রিয়া ছিল, ‘এটা আমরা করিনি। আমরা কেন এটা করব? কারণ এতে আমাদেরই ক্ষতি।’ কাখভকা বাঁধ ভেঙে যাওয়ার ঘটনায় রাশিয়া দাবি করতে পারে যে, অন্তত দুইভাবে তাদের ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার পানি ছড়িয়ে পড়ার কারণে ভাটার দিকে খেরসন এবং নিপ্রো নদীর আশপাশের এলাকা থেকে বেসামরিক লোকজনের সঙ্গে তাদের সৈন্যদের সরিয়ে নিতে হয়েছে। বাঁধ ভেঙে যাওয়ার ফলে রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়ায় পানি সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন তৈরি করবে। কারণ ওই উপদ্বীপের বাসিন্দা পরিষ্কার পানির জন্য একটি ছোট খালের ওপর নির্ভরশীল, যেটি ভেঙে যাওয়া বাঁধের কাছাকাছি রয়েছে। সূত্র; বিডি প্রতিদিন।

বাঁধভাঙা পানিতে ভেসে গেছে রুশ সেনারা

খেরসনের দানিপ্রো নদীর বাঁধ ধ্বংসের পর সৃষ্ট বন্যার পানিতে কিছু রুশ সেনা ভেসে গেছে বলে দাবি করেছে ইউক্রেন।বুধবার ক্যাপ্টেন আন্দ্রিই পিডলিসনি নামে এক ইউক্রেনীয় সেনা কর্মকর্তা এ কথা বলেন। খবর সিএনএনের।তিনি জানান, বাঁধের পানিতে ভেসে গিয়ে রুশ বাহিনীর অনেক সেনা আহত বা নিহত হয়েছেন।সেনাবাহিনীর এ ক্যাপ্টেন আরও জানান, মঙ্গলবার যখন বাঁধটি ধ্বংস করা হয় তখন ‘রুশ বাহিনীর কেউ পালাতে পারেনি।’ দানিপ্রো নদীর অপরপ্রান্তে থাকা তাদের সব রেজিমেন্ট পানির নিচে তলিয়ে যায়। ক্যাপ্টেন আন্দ্রিই বলেন, তাদের পাল্টা আক্রমণ প্রতিহত করতে রাশিয়া ইচ্ছেকৃতভাবে বাঁধটি ধ্বংস করেছে।তিনি বলেন, ‘মঙ্গলবার রাত ৩টার দিকে শত্রুরা (রুশ সেনা) দানিপ্রো নদীর বাঁ পাশে পানির উচ্চতা বাড়াতে কাখোভগা হাইড্রো পাওয়ার প্ল্যান্ট উড়িয়ে দেয়। তাদের লক্ষ্য ছিল নিকট ভবিষ্যতে যেন ইউক্রেনীয় সেনারা পাল্টা আক্রমণ না চালাতে পারে সেটি নিশ্চিত করা।’ সূত্র: যুগান্তর

দ্রুত-প্রশস্ত-বৈদ্যুতিক! ষাটের জনপ্রিয় ভোক্সওয়াগন ফিরছে নতুন রূপে

গত বছর জার্মান মোটরগাড়ী নির্মাতা প্রতিষ্ঠান ভোক্সওয়াগন ‘আইডি. বাজ’ নামের রেট্রো স্টাইলের একটি বৈদ্যুতিক ভ্যান বাজারে আনে। ইউরোপের বাজারে মডেলটি আনার সময়ই কোম্পানিটি জানিয়েছিল, এ গাড়ির নর্থ আমেরিকান ভার্সনের আকার আরো বড় হবে। গাড়িটিতে থাকবে তিন সারির সিট! সম্প্রতি আইডি. বাজ মডেলের নর্থ আমেরিকা ভার্সনের গাড়িটি অফিসিয়ালি প্রদর্শন করা হয়েছে। এ সম্পর্কে ভোক্সওয়াগন আমেরিকার চিফ এক্সিকিউটিভ পাওলো ডি সি জানান, অঞ্চলটির ক্রেতাদের কথা বিবেচনা করেই এটি বিশেষ ডিজাইনে তৈরি করা হয়েছে। আইডি. বাজের নর্থ আমেরিকান ভার্সনটি আগের মডেলের চেয়ে আরও ১০ ইঞ্চি বেশি লম্বা। যদিও লম্বায় গাড়িটি খুব বেশি বড় নয়, ১৯৪.৪ ইঞ্চি। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

আওরঙ্গজেব, টিপু সুলতানকে নিয়ে পোস্ট ঘিরে মহারাষ্ট্রে উত্তেজনা

মুঘল সম্রাট আওরঙ্গজেব ও মহিশুরের শাসক টিপু সুলতানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্ট ঘিরে ভারতের একটি শহরে উত্তেজনা সৃষ্টি হয়েছে।ওই ‘বিতর্কিত’ পোস্টগুলোকে কেন্দ্র করে মহারাষ্ট্রের কোলহাপুরে কিছু হিন্দুত্ববাদী গোষ্ঠী বুধবার ব্যাপক প্রতিবাদ করেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। ওই পোস্টগুলোতে এই দুই শাসককে ‘মহিমান্বিত’ করা হয়েছে বলে অভিযোগ ওই গোষ্ঠীগুলোর। এর প্রতিবাদে তারা হরতালের ডাক দিয়েছে। যারা এসব পোস্ট করেছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে।প্রতিবাদকারীরা এক পর্যায়ে কোলহাপুরের ছত্রপতি শিবাজি মহারাজ চকের কিছু দোকানপাট হামলা চালায়, পাশাপাশি গাড়ি ভাংচুর করলে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবর। সূত্র: বিডি নিউজ

রিয়াদে খুলেছে ইরান দূতাবাস, কিন্তু কতটা পোক্ত নতুন এই সৌদি-ইরান সখ্যতা

সৌদি এক শিয়া ধর্মীয় নেতার ফাঁসির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ থেকে শত শত লোক ২০১৬ সালের দোসরা জানুয়ারি তেহরানে সৌদি দূতাবাস ভবনে চড়াও হয়ে ভাংচুর করে আগুন জ্বালিয়ে দিয়েছিল। সেই ঘটনায় দুই দেশের ভঙ্গুর সম্পর্ক পুরোপুরি ভেঙ্গে পড়েছিল। সাত বছর পর রিয়াদে মঙ্গলবার খুলেছে ইরানের দূতাবাস। ধারণা করা হচ্ছে খুব দ্রুত তেহরানে খুলছে সৌদি দূতাবাস।যে দুই দেশের শত্রুতা আর রেষারেষি গত চার দশক ধরে মধ্যপ্রাচ্যকে বিপর্যস্ত করেছে সেই ইরান আর সৌদি আরব মার্চে চীনের মধ্যস্থতায় এক চুক্তি করার পর থেকে যেভাবে দ্রুত ঘনিষ্ঠ হচ্ছে তা নিঃসন্দেহে বিস্মিত হওয়ার মতো ।তেহরান ও রিয়াদের মধ্যে যাত্রী বিমান চলাচল শুরু হচ্ছে। একজন ইরানি সৌদি আরবে ৮ লাখ ডলারের কোরান তেলাওয়াতের এক প্রতিযোগিতায় প্রথম হয়েছে। ইরান থেকে সৌদি আরবে ইস্পাত রপ্তানি শুরু হয়েছে। সুদানে আটকে পড়া ৬০ জন ইরানি নাগরিককে সৌদি নৌবাহিনী উদ্ধার করে নিয়ে যাওয়ার পর ইরান ও সৌদি কর্মকর্তাদের কোলাকুলি করতে দেখা গেছে। এবং ইরানের সরকারি সূত্রগুলো নিশ্চিত করেছে খুব শিঘ্রি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির রিয়াদ সফরের কর্মসূচি ঘোষণা করা হবে। এই সফর হলে তা হবে ২০০৭ সালের পর কোনো ইরানি নেতার সৌদি সফর। সূত্র: বিবিসি বাংলা ।

সম্পর্কোন্নয়নে সৌদিতে ব্লিঙ্কেন

পশ্চিম এশিয়ায় (মধ্যপ্রাচ্য) এ কয়েক মাস আগেও যুক্তরাষ্ট্রের পরম ভরসার মিত্র ছিল সৌদি আরব। কিন্তু বিগত কয়েক মাসে বিশ্বব্যবস্থা বেশ বদলে গেছে। আর এ বদলে যাওয়ার সবচেয়ে বড় আভাসটি দিয়েছে সৌদি আরব, মিত্র যুক্তরাষ্ট্রের প্রতি অন্যরকম আচরণের মাধ্যমে। সম্প্রতি চীনের মধ্যস্থতায় ইরানের সঙ্গে দীর্ঘদিনের শত্রুতার অবসানে পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। এ ছাড়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর রুশ তেলের অভাবে নাকাল পশ্চিমাদের জন্য বড় দুশ্চিন্তা হাজির করেছে শীর্ষ তেল রপ্তানিকারক দেশটি। সৌদি আরব সম্প্রতি তেল উৎপাদন কমানোর ঘোষণা দেওয়ায় পশ্চিমা বাজারে দ্রুত বেড়ে গেছে তেলের দাম। এমনকি ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা পদক্ষেপেও কাক্সিক্ষত সাড়া দেয়নি রিয়াদ। সব মিলিয়ে এমন সৌদি আরবকে হয়তো কখনই চায়নি পরাশক্তি যুক্তরাষ্ট্র। তবে সৌদির এ পথে হাঁটার জন্য যুক্তরাষ্ট্র নিজেও দায়ী। বিশেষ করে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে জড়ানোয় শীতলতার শুরু হয় দুই দেশের মধ্যে। দিনে দিনে সেই শীতলতা বেড়ে চলেছে। এদিকে বাস্তবতা বলছে, যুক্তরাষ্ট্রও এখন পশ্চিম এশিয়া (মধ্যপ্রাচ্য) থেকে কূটনৈতিক-সামরিক নজর সরিয়ে গুরুত্ব দিচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ায়। অথচ এখনো যুক্তরাষ্ট্রের জ¦ালানির অন্যতম উৎস সৌদির তেল। এদিকে আগামী জুলাই থেকে সৌদি আরব দৈনিক আরও ১০ লাখ ব্যারেল তেল কম উৎপাদন করবে। সূত্র: দেশ রুপান্তর