যুব বিশ্বকাপের চ্যাম্পিয়ন উরুগুয়ে

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, জুন ১২, ২০২৩

ছবি- সংগৃহীত

ইতালিকে উড়িয়ে দিয়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা জিতে নিলো লাতিন আমেরিকার দেশ উরুগুয়ে। এর আগে দুইবার যুব বিশ্বকাপের ফাইনালে উঠলেও শিরোপা ঘরে তুলতে পারেনি উরুগুয়ে।

রোববার (১১ জুন) রাতে আর্জেন্টিনার ডিয়েগো ম্যারাডোনা স্টেডিয়ামে প্রথমবারের মতো ফাইনালে ওঠা ইতালিকে ১-০ গোলে হারায় উরুগুয়ে।

দুই বছর পরপর হওয়া যুব বিশ্বকাপে দক্ষিণ আমেরিকার কোনো দল জিতলো এক যুগ পর। সবশেষ ২০১১ সালে জিতেছিল ব্রাজিল। এর আগে উরুগুয়ে ১৯৯৭ ও ২০১৩ সালে ফাইনালে উঠলেও হেরেছিল।

যদিও বিশ্বকাপ জয়টা সহজ ছিলো না উরুগুয়ের জন্য। ম্যাচের শেষ মুহূর্তে দলটির হয়ে জয়সূচক গোলটি করেছেন উরুগুয়ের লুসিয়ানো রদ্রিগেজ। তবে পুরো ম্যাচে দাপট দেখিয়ে খেলেছে উরুগুয়ে।

এদিন ম্যাচের ৮৬তম মিনিটে কর্নার থেকে দুর্দান্ত হেডে বল জালে জড়ান রদ্রিগেজ। বাকি সময়ে আর গোল না হওয়ায় শেষমেশ ১-০ গোলে যুব বিশ্বকাপের শিরোপা উরুগুয়ের।

ইতালির পোস্টে ১৫টি শট নিয়েছে উরুগুয়ে, লক্ষ্যে ছিলো চারটি। অন্যদিকে, ইতালির ফুটবলাররা মাত্র তিন শট নিয়ে লক্ষ্যে রাখতে পারেনি একটিও।

Nagad

সাত গোল করে আসরের সর্বোচ্চ গোলস্কোরার হয়েছেন ইতালির সিজার কাসাদেই। কিন্তু ফাইনালে হতাশ করেছেন তিনি।

সারাদিন/১২ জুন/এমবি