আরও ১৩৪ জনের করোনা শনাক্ত, একজনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে আরও ১৩৪ জন শনাক্ত হয়েছে। একই সময়ে দেশে করোনায় আক্রন্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাসে এখন পর্যন্ত ২৯ হাজার ৪৫৩ জন মারা গেছেন। আর এখন পর্যন্ত ২০ লাখ ৪০ হাজার ৮১৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৭৮টি নমুনা সংগ্রহ করা হয়। আর ১ হাজার ৪৮৩টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক ০৪ শতাংশ।
২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ১০২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ৭ হাজার ৮৫ জন।
সারাদিন/১৪ জুন/এমবি