৩৯ ওভারেই শেষ আফগানরা, দ্বিতীয় ইনিংসে আগ্রাসী টাইগাররা

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, জুন ১৫, ২০২৩

ছবি-বিসিবি

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিন ৩৬২ রান করে বাংলাদেশ। পরদিন মাত্র ২০ রান যোগ করতে পারে টাইগাররা। শেষ পর্যন্ত ৩৮২ রানে আলআউট হয়ে থামে বাংলাদেশের প্রথম ইনিংস।

বৃহস্পতিবার (১৫ জুন) রাজধানীর মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩৯ ওভারে স্কোরবোর্ডে মাত্র ১৪৬ রান তুলেছে আফগানিস্তান। বাংলাদেশ লিড পেয়েছে ২৩৬ রানের।

বাংলাদেশ চাইলে ফলোঅনে আবারও ব্যাটিংয়ে পাঠাতে পারত আফগানিস্তানকে। তবে সেটা করেনি স্বাগতিকরা। অতিথিদের দ্বিতীয়বার ব্যাটিংয়ে না পাঠিয়ে নিজেরাই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ।

দ্বিতীয় ইনিংসে আক্রমণাত্মক ব্যাটিং করছেন বাংলাদেশের ব্যাটাররা। ২ ওভারে ১৮ রান তুলে ফিরে যান মাহমুদুল হাসান জয়। পরে জাকির হাসান ও নাজমুল হোসেন শান্তও আগ্রাসী ব্যাটিং করছেন। পঞ্চম ওভারে দুটি বাউন্ডারি হাঁকান শান্ত, পরের ওভারে জাকির মারেন তিনটি।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: দ্বিতীয় ইনিংসে ৬ ওভারে ৪৩/১ (জাকির ১৫*, শান্ত ৯*; জয় ১৭)

Nagad

আফগানিস্তান: প্রথম ইনিংসে ৩৯ ওভারে ১৪৬।
(জহির ০*: করিম ২৩, নিজাত ০, ইয়ামিন ০, আমির ৬, আফসার ৩৬, জামাল ৩৫, হাশমতউল্লাহ ৯, রহমত ৯, মালিক ১৭, ইব্রাহিম ৬)

বাংলাদেশ: প্রথম ইনিংসে ৮৬ ওভারে ৩৮২।
(এবাদত ০*; শরিফুল ৬, তাসকিন ২, তাইজুল ০, মুশফিক ৪৭, মিরাজ ৪৮, লিটন ৯, শান্ত ১৪৬, মুমিনুল ১৫, জয় ৭৬, জাকির ১)।

সারাদিন/১৫ জুন/এমবি