ঢাবিতে চান্স পাওয়া শিক্ষার্থীদের ভর্তিযোগ্য বিষয়ের তালিকা প্রকাশ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, জুন ১৭, ২০২৩

ছবি- সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তির সকল ইউনিটে চান্স পাওয়া শিক্ষার্থীদের ভর্তিযোগ্য বিষয় সমূহের তালিকা ও সমন্বিত অবস্থা প্রকাশ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এই তালিকা পাওয়া যাবে। শিক্ষার্থীদের লগইন করে এই তালিকা দেখতে হবে।

ওয়েবসাইটে প্রাকাশিত নোটিশে বলা হয়েছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীর সমন্বিত অবস্থা এবং ভর্তিযোগ্য বিষয়সমূহ জানতে লগইন করে ‘ভর্তিযোগ্য বিষয়সমূহ’ মেনুতে ক্লিক করতে হবে।

এর আগে প্রকাশিত নির্দেশনায় বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ইউনিটে ভর্তিযোগ্য (উত্তীর্ণ ও মেধাক্রমপ্রাপ্ত) শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি মনোনয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থী তথ্যের বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম দিতে পারবে। আগামী ১৮ জুন বিকেল সাড়ে ৩টা থেকে ০৬ জুলাই রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত দেওয়া যাবে।

সারাদিন/১৭ জুন/এমবি 

Nagad