আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর
যুক্তরাষ্ট্রে আবার বন্দুক হামলা, প্রাণ গেল চারজনের
যুক্তরাষ্ট্রে আবারও গুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় গতকাল সোমবার রাতে ফিলাডেলফিয়ায় গুলিতে চারজনের প্রাণ গেছে। এ ঘটনায় দুই শিশু আহত হয়েছে।
ফিলাডেলফিয়া শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কিংসেসিং এলাকায় এ ঘটনা ঘটেছে। সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।পুলিশ জানিয়েছে, আহত দুই শিশুর একটির বয়স ২ বছর, অপরটির ১৩ বছর। হতাহত ব্যক্তিদের সবাই পুরুষ।সন্দেহভাজন ব্যক্তিকে আটক করার পর তাঁর কাছ থেকে একটি রাইফেল ও একটি হ্যান্ডগান জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তিনি বুলেট–প্রতিরোধী পোশাক (ব্যালিস্টিক ভেস্ট) পরে ছিলেন। তাঁর নাম–পরিচয় প্রকাশ করা হয়নি।এই বন্দুক হামলার ঘটনার এক দিন আগে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের বাল্টিমোরে গুলিতে প্রাণ গেছে দুজনের। ওই হামলায় আহত হন ২৮ জন। আহত ব্যক্তিদের অর্ধেকই শিশু। ওই ঘটনার সন্দেহভাজন হামলাকারীদের খুঁজছে পুলিশ। সূত্র: প্রথম আলো


পশ্চিম তীরে অভিযান চালিয়ে যাবে ইসরায়েল
বিমান হামলায় ৯ ফিলিস্তিনি নিহত
দখলকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর অভিযানে ৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গতকাল সোমবার ড্রোন হামলার পাশাপাশি কয়েক শ ইসরায়েলি সেনা সাঁজোয়া যান ও বুলডোজার নিয়ে এই পশ্চিম তীরে অভিযান অব্যাহত রাখবে ইসরাইলঅভিযান চালায়। ইসরায়েলের সেনাবাহিনী এ অভিযানকে ‘সন্ত্রাস দমনের প্রচেষ্টা’ বলে দাবি করেছে। বলা হচ্ছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কট্টর ডানপন্থী সরকারের অধীনে কয়েক বছরের মধ্যে এটিই সবচেয়ে বড় অভিযান।
সূত্র জানিয়েছে, ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি শিবিরের ভেতরে এবং শহরের আশপাশে অবস্থান করছে। সেখানে বন্দুকযুদ্ধ ও বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে এবং ফিলিস্তিনিরা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ঢিল ছুঁড়েছে।ইসরায়েল এরই মধ্যে জেনিন শহরে এবং পাশের শরণার্থী শিবিরে অভিযান জোরদার করেছে। তারা মনে করে, এখানে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর শক্তিশালী ঘাঁটি রয়েছে। সূত্র: কালের কণ্ঠ
রাতভর ইসরায়েলি হামলায় পাঁচ ফিলিস্তিনি নিহত
অধিকৃত পশ্চিম তীরে রাতভর ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নিহত হয়েছেন অন্তত চারজন। অন্যদিকে ইসরায়েলি বাহিনীর অভিযানে প্রাণ গেছে আরও এক ফিলিস্তিনির। গত রবিবার দিবাগত রাতে এসব ঘটনা ঘটেছে। স্থানীয় অভিবাসী ও কর্মকর্তারা জানান, পশ্চিম তীরের উত্তরাংশে জেনিনের একটি শরণার্থী শিবিরে ড্রোন থেকে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এ হামলায় এখন পর্যন্ত চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় আরও ২৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক।ওই শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনী রাতভর অন্তত ১০টি হামলা চালিয়েছে বলে স্থানীয় অভিবাসীরা জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকার কয়েকটি ভবন ও সড়ক। এ সময় শিবিরটি চারপাশ থেকে ঘিরে রেখেছিল ইসরায়েলি সামরিক যান। এদিকে গত রাতে পশ্চিম তীরের রামাল্লার উত্তরাংশের প্রবেশমুখে ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণ হারিয়েছেন ফিলিস্তিনি তরুণ মোহাম্মদ হাসনাইন (২১)। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। বেসামরিক স্থাপনায় হামলা চালিয়ে মানুষজনকে হত্যা করার এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল সকালে এক বিবৃতিতে এই ঘটনাকে ‘নিষ্ঠুর আগ্রাসন’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এ জন্য ইসরায়েল সরকারকে দায়ী করেছে ফিলিস্তিন। সূত্র: বিডি প্রতিদিন।
মহাবিশ্ব তৈরির রহস্য যেভাবে খুঁজছে ইউক্লিড টেলিস্কোপ
বিজ্ঞানের জগতে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি– এই মহাবিশ্ব কী দিয়ে তৈরি? উত্তর খুঁজতে ইউরোপীয় একটি টেলিস্কোপ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে। এই মিশনের নাম ইউক্লিড যা দূরবর্তী কোটি কোটি গ্যালাক্সির ছবি তুলে এই বিশ্বব্রহ্মাণ্ডের একটি নিখুঁত ত্রিমাত্রিক বা থ্রিডি ম্যাপ তৈরি করবে। বিজ্ঞানীরা এই ম্যাপের সাহায্যে কথিত ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি সম্পর্কে ধারণা পাওয়ার চেষ্টা করবেন।
ধারণা করা হয়, মহাবিশ্বে আমরা যা কিছু দেখি তার সবকিছুর আকার ও বিস্তৃতিকে এই দুটো জিনিসই নিয়ন্ত্রণ করে থাকে। তবে গবেষকরা স্বীকার করে নিয়েছেন, এই ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি সম্পর্কে তারা এখনো তেমন কিছুই জানেন না। এর কোনোটি সরাসরি চিহ্নিতও করা যায় না।এখন এই দুটো বিষয় সম্পর্কে জানতে ইউক্লিডের তৈরি থ্রিডি ম্যাপ ব্যবহার করা হবে। এর সাহায্যে বিজ্ঞানীরা বুঝতে চেষ্টা করবেন ডার্ক এনার্জি ও ডার্ক ম্যাটার মহাবিশ্বের সময় ও স্থানের ওপর কী ধরনের প্রভাব ফেলেছে।যুক্তরাজ্যে ল্যাঙ্কাস্টার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও জ্যোতির্বিজ্ঞানী অধ্যাপক ইসোবেল হুক বলেন, জ্ঞানের এই অভাবের কারণে আমরা আমাদের উৎস সম্পর্কে আসলেই কোনো ব্যাখ্যা দিতে পারি না। এই ইউক্লিড মিশন থেকে যা কিছু জানা যাবে সেগুলো এই মহাবিশ্বকে বুঝতে আমাদের সাহায্য করবে। সূত্র: সমকাল
ইউক্রেনে যে দুই স্থানে সব থেকে বেশি সেনা মোতায়েন করছে রাশিয়া
ইউক্রেনের বড় দুটি যুদ্ধক্ষেত্রে দেড় লাখেরও বেশি সেনা মোতায়েন করেছে রাশিয়া। ইউক্রেনীয় সেনাবাহিনীর কর্মকর্তা সেরহি সেরেভাতঈ জানিয়েছে এমন তথ্য। তিনি বলেছেন, রুশ বাহিনীর জড়োকৃত দলটি বেশ শক্তিশালী।সোমবার ইউক্রেনীয় সেনাবাহিনীর এ কর্মকর্তা এসব কথা বলেন। খবর সিএনএনের।পূর্ব দিকের শহর লাইমান, কুপিয়ান্সক এবং বাখমুতের দিকে এসব সেনা অবস্থান করছেন বলে জানিয়েছেন তিনি।এ ব্যাপারে সেরহি সেরেভাতঈ বলেন, ‘রাশিয়ার এক লাখ ৮০ হাজারেরও বেশি সেনাকে মোতায়েন করা হয়েছে…. লাইমান-কুপিয়ান্সক (যুদ্ধের) সম্মুখভাগটি বড়, এ কারণে শত্রুরা এখানে তাদের সেনাদের নিয়ে আসছে। এ মুহূর্তে লাইমান-কুপিয়ান্সকে এক লাখ ২০ হাজারের বেশি শত্রু সেনা অবস্থান করছে।’অপরদিকে বাখমুতের দিকে রাশিয়া প্রায় ৫০ হাজার সেনা মোতায়েন করে রেখেছে বলে জানিয়েছেন তিনি। সূত্র: যুগান্তর
ইরানি সাংবাদিক গোলরোখের ৫ বছরের জেল
ইরানি সাংবাদিক ও বিশিষ্ট মানবাধিকারকর্মী গোলরোখ ইরায়েকে বিক্ষোভ-সমাবেশে অংশ নেওয়া এবং জাতীয় নিরাপত্তা লঙ্ঘনের দায়ে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দেশটির একটি আপিল আদালত তাকে এ সাজা দেন। খবর আরব নিউজের। গত বছর পুলিশ হেফাজতে কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যু কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ইরান। সেই বিক্ষোভে অংশ নেওয়াদের একজন এই গোলরোখ। গত সেপ্টেম্বরে বিক্ষোভের শুরুর দিকেই গ্রেপ্তার করা হয় তাকে। এরপর থেকে জেলে আছেন তিনি।মানবাধিকার সংগঠনগুলো বলছে, সাজা নিয়ে আপিল আদালতের শুনানিতে অংশ নিতে চাননি ইরায়ে। তার ভাষ্য, এ আদালত অবৈধ। গোলরোখের নামে সমর্থকদের দ্বারা পরিচালিত একটি টুইটার অ্যাকাউন্ট জানায়, এ সাংবাদিক ২৮০ দিন এভিন কারাগারে ছিলেন। তেহরান আদালত তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়। এপ্রিলে একটি আদালত তাকে সাত বছরের কারাদণ্ড দেন। সূত্র: কালবেলা
ফ্রান্সে এবার সহিংসতাবিরোধী সমাবেশের ডাক মেয়রদের
ফ্রান্সে পাঁচ দিন ধরে দাঙ্গা-হাঙ্গামা চলার পর পরিস্থিতি অনেকটাই শান্ত হয়ে এসেছে। বিভিন্ন শহরের মেয়ররা দেশজুড়ে সহিংসতা ও লুটপাটের প্রতিবাদে সোমবার মিছিল-সমাবেশের ডাক দেন। গত ২৭ জুন প্যারিসের নঁতেয়ার একটি ট্রাফিক সিগন্যালে পুলিশের গুলিতে নিহত হন ১৭ বছর বয়সী কিশোর নাহেল এম। তার মৃত্যু ফ্রান্সে বর্ণবাদ এবং সংখ্যালঘু জাতি-গোষ্ঠীর মানুষের প্রতি পুলিশের বৈষম্যমূলক আচরণের ব্যাপারে ক্ষোভ উসকে দেয়। নাহেলের হত্যাকাণ্ডের প্রতিবাদে ফ্রান্সজুড়ে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে। অসংখ্য দোকানপাট লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।এদিকে নাহেলের দাদি ফ্রান্সজুড়ে চলা দাঙ্গা বন্ধ করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি চান, তার নাতির হত্যাকাণ্ডকে ঘিরে ফ্রান্সজুড়ে চলা দাঙ্গা বন্ধ হোক। সূত্র: দৈনিক বাংলা।
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বন্দুক হামলায় ৪ জন নিহত
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিম ফিলাডেলফিয়া অঞ্চলে একটি আকস্মিক গোলাগুলির ঘটনায় চারজন নিহত এবং দুইজন শিশু আহত হয়েছে। সিএনএন জানিয়েছে, গতকাল সোমবার সন্ধ্যায় এই অতর্কিত হামলার ঘটনা ঘটে। নিহত চারজনের মধ্যে তিনজনের বয়স ২০ থেকে ৫৯ বছর। আহত দুই শিশুর একজনের বয়স দুই বছর এবং অপর জন ১৩ বছর বয়সী। তারা এখন বিপদমুক্ত আছে।ফিলাডেলফিয়ার পুলিশ জানায়, আশেপাশের বেশ কয়েকটি ব্লকে গুলি চালানোর পর একটি এআর-স্টাইলের রাইফেল, একটি হ্যান্ডগান, একাধিক গোলাবারুদ এবং স্ক্যানারসহ একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তবে কী কারণে গুলি চালানো হয়েছে সে ব্যাপারে এখনও নিশ্চিত নয় পুলিশ।এই নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে কমপক্ষে ৩৩৯টি গণ শুটিং এর ঘটনা ঘটেছে। সিএনএন এর মতে, একটি গণ শুটিংকে এমন একটি বন্দুক হামলা যেখানে চার বা ততোধিক লোককে গুলি করা হয়। মহাবিশ্ব তৈরির রহস্য যেভাবে সন্ধান করছে ইউক্লিড টেলিস্কোপ-বিজ্ঞানের জগতে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি – এই মহাবিশ্ব কী দিয়ে তৈরি? এর উত্তর খুঁজতে ইউরোপীয় একটি টেলিস্কোপ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে।এই মিশনের নাম ইউক্লিড যা দূরবর্তী কোটি কোটি গ্যালাক্সির ছবি তুলে এই বিশ্বব্রহ্মাণ্ডের একটি নিখুঁত ত্রিমাত্রিক বা থ্রিডি ম্যাপ তৈরি করবে। বিজ্ঞানীরা এই ম্যাপের সাহায্যে কথিত ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি সম্পর্কে ধারণা পাওয়ার চেষ্টা করবেন। সূত্র: চ্যানেল আই অনলাইন।
অনুমতি ছাড়া হজ করতে গিয়ে আটক সাড়ে ১৭ হাজার
বিনা অনুমতিতে হজ পালনের চেষ্টা করায় চলতি বছর ১৭ হাজার ৬১৫ জনকে আটক করেছে সৌদি প্রশাসন। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সৌদি জননিরাপত্তা ও হজ বিষয়ক নিরাপত্তা কমিটির প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মাদ আল বাসামিকে উদ্ধৃত করে খবরে বলা হয়, আটককৃতদের মধ্যে আবাসন ও কর্মসংস্থান নীতি এবং নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে ৯ হাজার ৫০৯ জনের বিরুদ্ধে। এ তালিকায় রয়েছেন হজ ক্যাম্পেইন চালানো ১০৫টি ভুয়া প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরাও।অনুমোদন ছাড়া মক্কায় প্রবেশের সময় ফিরিয়ে দেয়া হয় ২ লাখ ২ হাজার ৬৯৫ জনকে। আটকে দেয়া হয় ১ লাখ ২৮ হাজার ৯৯৯টি যানবাহন। ওই সময় অবৈধভাবে পবিত্র নগরীতে প্রবেশের অভিযোগে আটক হয়েছেন অন্তত ৩৩ জন। সূত্র: বণিক বার্তা ।
রাশিয়ার মিসাইলভান্ডার শেষ হয়ে যাবে, এমন প্রত্যাশা অবাস্তব: মার্কিন থিংক ট্যাংক
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পরে এক পর্যায়ে অনেকে রাশিয়ার অস্ত্রভান্ডার নিয়ে নানা সন্দেহ পোষণ করেছিলেন। রাশিয়া আর কতদিন যুদ্ধ করতে পারবে, ক্রেমলিনের মিসাইলের মজুত কি শীঘ্রই শেষ হয়ে যাবে — এ ধরনের অনেক প্রশ্নই তৈরি হয়েছিল। এসব নিয়ে বিভিন্ন গণমাধ্যমে নানা প্রতিবেদন, বিশ্লেষণও প্রকাশিত হয়। কিন্তু সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক একটি থিংক ট্যাংক জানিয়েছে, ইউক্রেনে ‘সামরিক অভিযানের জন্য’ রাশিয়ার মিসাইলের মজুত শেষ হওয়ার কোনো সম্ভাবনা নেই।সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস)-এর সাম্প্রতিক একটি প্রতিবেদনে বলা হয়েছে, ‘রাশিয়ার মিসাইল শেষ হয়ে যাবে এমন প্রত্যাশা করাটাই পুরোপুরি অবাস্তব হবে’। থিংক ট্যাংকটির ইন্টারন্যাশনাল সিকিউরটি প্রোগ্রাম-এর ফেলো এবং মিসাইল ডিফেন্স প্রজেক্ট-এর উপ-পরিচালক ইয়ান উইলিয়ামস ওই প্রতিবেদনটি তৈরি করেছেন। ওই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ‘নিষেধাজ্ঞা ও রপ্তানি নিয়ন্ত্রণ’ সত্ত্বেও ভবিষ্যতে ইউক্রেনের জনগণ, অর্থনীতি, ও সামরিক সক্ষমতার বড় ধরনের ক্ষতি করার জন্য প্রয়োজনীয় দীর্ঘপাল্লার মিসাইল তৈরি বা কেনার সক্ষমতা মস্কোর রয়েছে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।