আফগানদের বিপক্ষে ব্যাট করছেন তামিম-সাকিবরা

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৩

ছবি- সংগৃহীত

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। বুধবার (০৫ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে আফগানরা।

পুরোপুরি ফিট না হলেও খেলছেন বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল। চোট কাটিয়ে একাদশে ফিরেছেন সাকিব আল হাসানও। তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে টাইগাররা।

তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমানের সাথে রয়েছেন তরুণ পেসার হাসান মাহমুদ। স্পিন বিভাগে সাকিবের সঙ্গী হয়েছেন মেহেদী হাসান মিরাজ। এছাড়া দলে ফিরেছেন ঘরের মাঠে গত আয়ারল্যান্ড সিরিজ থেকে বাইরে থাকা আফিফ হোসেন।

অন্যদিকে শক্তিশালী দল নিয়ে নামছে আফগানিস্তানও। টেস্ট সিরিজে বিশ্রামে থাকা রশিদ খান একাদশে ফিরেছেন। অভিষেক হচ্ছেন পেসার সেলিম সাফির।

এদিন বেশ সতর্কতার সাথেই শুরু করেছেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। চোট নিয়েও খেলতে নামা তামিম আফগান পেসারদের সামনে শুরু থেকেই ভুগছিলেন। লিটনও বেশ সাবধানেই শুরু করেন। বিশেষ করে ফজল হক ফারুকীর বলে বাংলাদেশকে বেশ অসহায় দেখাচ্ছে।

৬.৫ ওভারে দলীয় ৩০ রানের মাথায় উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন তামিম। ফারুকীর বলে রহমতউল্লাহ গুরবাজের তালুবন্দি হওয়ার আগে ২১ বলে ১৩ রান করেন তিনি।

Nagad

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৬ রান। ক্রিজে রয়েছেন নাজমুল হোসেন শান্ত এবং লিটন দাস।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহীম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই ও সেলিম সাফি।

সারাদিন/০৫ জুলাই/এমবি