আবারও বৃষ্টিতে বন্ধ প্রথম ওয়ানডে

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৩

ছবি- সংগৃহীত

তামিম-সাকিবদের নতুন চ্যালেঞ্জের নাম আফগানিস্তান। সাগরিকায় তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাটারদের ব্যর্থতায় চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। তবে দ্বিতীয় বারের মতো বৃষ্টি শুরু হওয়ায় আবারও খেলা বন্ধ রয়েছে।

বুধবার (০৫ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথমে ভালো শুরুর ইঙ্গিত দেয় দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস।

তবে দলীয় ৩০ রানের মাথায় উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন তামিম। ফজল হক ফারুকীর বলে রহমতউল্লাহ গুরবাজের তালুবন্দি হওয়ার আগে ২১ বলে ১৩ রান করেন তিনি।

এরপর দলীয় ৬৫ রানে মুজিবুর রহমানের বলে ক্যাচ দিয়ে ফিরেছেন লিটন। আউটের আগে তার ব্যাট থেকে আসে ৩৫ বলে ২৬ রান। এরপর দলীয় ৭২ রানে ফিরে যান নাজমুল হোসেন শান্তও। ১৬ বলে ১২ রান করেন তিনি।

সবমিলিয়ে শুরুতে তিন ব্যাটারকে হারিয়ে চাপ বাড়ে বাংলাদেশ। তারপর বৃষ্টিতে ৩০ মিনিট বন্ধ থাকার পর খেলা আবারও শুরু হলে হৃদয়কে নিয়ে জুটি গড়েন সাকিব আল হাসান। তবে দলীয় ১০৯ রানে সাকিবের বিদায়ে আবারও বিপাকে পড়ে বাংলাদেশ। ৩৮ বলে ১৫ রান করে সাজঘরে ফেরেন তিনি। এরপর আউট হয়ে যান মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। ৩ বলে ১ রান করে রশিদের বলে বোল্ড হন তিনি।

এরপর ক্রিজে মিরাজ-আফিফরাও। সবমিলিয়ে ১৩৯ রানে ৭ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ। ৩৫ তম ওভারে দ্বিতীয় বারের মতো বৃষ্টি শুরু হলে খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেন আম্পায়াররা।

Nagad

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহীম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই ও সেলিম সাফি।

সারাদিন/০৫ জুলাই/এমবি