৮ জুলাই রাত পর্যন্ত বন্ধ এনআইডি সেবা
সার্ভার স্থানান্তর সংক্রান্ত কাজের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা আগামী ৮ জুলাই শনিবার রাত পর্যন্ত বন্ধ থাকবে। আগামী রোববার (৯জুলাই) থেকে এই সেবা যথারীতি চালু থাকবে। আজ বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে সেবাটি বন্ধ থাকবে।
ইসির এনআইডি শাখার প্রোগ্রামার মো. আবুল খায়ের রনি এই সংক্রান্ত নোটিশ পাঠিয়েছেন নোটিশে উল্লেখ করা হয়, ইসি সচিবালয়ের আইসিটি অনুবিভাগের আওতায় ১০ম তলায় অবস্থিত সার্ভার কক্ষ আদর্শমানকরণের কাজ চলমান রয়েছে। সার্ভার কক্ষ আদর্শমানকরণের সময়কালে সার্ভার কক্ষের চলমান নেটওয়ার্ক ও সার্ভারভিত্তিক সেবাসমূহ মাঠপর্যায় পর্যন্ত নিরবচ্ছিন্ন রাখতে বর্তমানে সার্ভার, নেটওয়ার্ক ও বৈদ্যুতিক সংযোগসমূহ অস্থায়ী সার্ভার কক্ষে স্থানান্তর করা হচ্ছে।


সার্ভার কক্ষ অস্থায়ীভাবে স্থানান্তরের সময় বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেল ৫টা থেকে শনিবার (৮ জুলাই) রাত অবধি এ সার্ভার কক্ষের মাধ্যমে পরিচালিত মাঠপর্যায় ও সচিবালয়ের ইন্টারনেট ও ইন্টারনেটভিত্তিক সকল সেবা যেমন-ইন্টারনাল ওয়েবসাইট, ভিপিএন সেবা বন্ধ থাকবে।
আগামী রোববার (৯ জুলাই) যথারীতি সার্ভিস চালু থাকবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।