সহিংসতার মধ্যেই পশ্চিমবঙ্গে ভোট চলছে

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:০৮ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২৩

ছবি- সংগৃহীত

গোলাগুলি, বোমা হামলার আবহেই ভারতের পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে ভোটগ্রহণ চলছে। শনিবার (০৮ জুলাই) সকাল ৭টায় ভোট শুরু হয়েছে, চলবে বিকেল ৫টা পর্যন্ত।

ব্যালট পেপারে ভোট নেওয়া হচ্ছে। এদিন সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে লম্বা লাইন দেখা যায়। আগামী ১১ জুলাই হবে ভোট গণনা।

পুরো রাজ্যে এক দফায় এই পঞ্চায়েতের ভোট নেওয়া হবে। রাজ্যের ২২ জেলার মধ্যে দার্জিলিং এবং কালিম্পং জেলায় দুই স্তরে ভোট (গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি) এবং বাকি জেলাগুলোতে ত্রিস্তরীয় (গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ) ভোট নেওয়া হচ্ছে।

সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ভোট শুরুর আগে থেকেই একের পর এক সহিংসতার খবর আসলো রাজ্যজুড়ে। ভোট সহিংসতায় পুরো রাজ্যে এখনও পর্যন্ত ২২ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। যদিও কোন কোন মহলের দাবি নিহতের সংখ্যা ২৫ জন ছাড়িয়েছে।

এবারের নির্বাচন ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের সহিংসতাকেও ছাড়িয়ে যাচ্ছে। শেষবার ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে ভোট সহিংসতায় ২৩ জনের মৃত্যু হয়েছিল।

সারাদিন/০৮ জুলাই/এমবি 

Nagad