স্পেনে যাওয়ার পথে তিন শতাধিক অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:১৪ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৩

ছবি- সংগৃহীত

তিন শতাধিক অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার পথে তিনটি নৌকা নিখোঁজ হয়েছে। নিখোঁজ অভিবাসনপ্রত্যাশীদের সন্ধানে অভিযান চালাচ্ছে স্পেনের উদ্ধারকর্মীরা।

স্প্যানিশ সংস্থা ওয়াকিং বর্ডারস-এর বরাতে বার্তা সংস্থা ‘রয়টার্স’র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নিখোঁজ অভিবাসনপ্রত্যাশীরা তিনটি নৌকায় সেনেগালের দক্ষিণাঞ্চলীয় কাফাউন্টাইন থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে যাচ্ছিলেন। কাফাউন্টাইন থেকে ক্যানারি দ্বীপপুঞ্জের টেনেরিফ দ্বীপের দূরত্ব প্রায় ১ হাজার ৭০০ কিলোমিটার। পরে নৌকা তিনটি নিখোঁজ হয়।

ওয়াকিং বর্ডারসের হেলেনা ম্যালেনো জানান, এই তিনটি নৌকার মধ্যে দুইটি নৌকা স্পেনে পৌঁছানোর চেষ্টায় সেনেগাল ছেড়ে যাওয়ার পর থেকে ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। এই দুইটি নৌকার একটিতে প্রায় ৬৫ জন এবং অন্যটিতে ৫০ থেকে ৬০ জন আরোহী ছিলেন। আর তৃতীয় নৌকাটি গত ২৭ জুন সেনেগাল ছেড়ে যায় এবং এতে প্রায় ২০০ জন আরোহী ছিলেন।

তিনি বলেন, নিখোঁজ অভিবাসনপ্রত্যাশীরা সবাই সেনেগালের একই এলাকার বাসিন্দা। অস্থিতিশীল পরিস্থিতির কারণে তারা দেশ ছেড়ে চলে যাচ্ছিলেন।

সারাদিন/১০ জুলাই/এমবি 

Nagad