ভারতকে উড়িয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৩

ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে শুরুতেই দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। সেই সাথে প্রথমবারের মত ওয়ানডে ফরম্যাটে ভারতের বিপক্ষে জয় পেলো টাইগ্রেসরা। এই ম্যাচে বাংলাদেশের কাছে রীতিমতো অসহায় আত্মসমর্পণ করেছেন স্মৃতি-হারমানপ্রীতরা।

রোববার (১৬ জুলাই) রাজধানীর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ৩৯ রানের পাশাপাশি ফারজানার ২৭ রানের সুবাদে দেড়শ পার করে বাংলাদেশ।

বৃষ্টির কবলে পড়ায় ৪৪ ওভারে নেমে আসা ম্যাচটিতে ৯ উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করে স্বাগতিক ব্যাটাররা। ১৫৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৫.৫ ওভারে মাত্র ১১৩ রানে অলআউট হয়ে যায় ভারতীয় মেয়েরা। ফলে ৪০ রানের জয়ে মিরপুরে ইতিহাস গড়লো বাংলাদেশ।

টাইগ্রেসদের পক্ষে পেসার মারুফা আক্তার ৪টি এবং রাবেয়া খান নেন ৩টি উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৪৩ ওভারে ১৫২।
(মুর্শিদা ১৩, শারমিন ০, ফারজানা ২৭, নিগার ৩৯, রিতু ৮, রাবেয়া ১০, নাহিদা ২, ফাহিমা ১২*, সুলতানা ১৬, মারুফা ৬; পুজা ৯-০-৩৭-০, দীপ্তি ৯-৩-২৬-১, আমানজত ৯-২-৩১-৪, রানা ৮-৩-১১-০, বারেড্ডি ১-০-১১-০, বিদ্যা ৭-০-৩৬-২)।

ভারত: (লক্ষ্য ৪৪ ওভারে ১৫৪) ৩৫.৫ ওভারে ১১৩।
(প্রিতা ১০, স্মৃতি ১১, ইয়াস্তিকা ১৫, হারমানপ্রিত ৫, জেমিমা ১০, দীপ্তি ২০, আমানজত ১৫, রানা ০, বিদ্যা ১০*, পুজা ৭, বারেড্ডি ২; মারুফা ৭-০-২৯-৪, নাহিদা ৭-০-১৬-১, সুলতানা ৮-০-২০-১, রিতু ১-০-৪-০, রাবেয়া ৭.৫-০-১৩০-৩, ফাহিমা ৫-১-১৪-০)।

Nagad

ফল: ডাকওয়ার্থ লুইস-স্টার্ন পদ্ধতিতে (বৃষ্টি আইন) ৪০ রানে জয়ী বাংলাদেশ।

সিরিজ: ৩ ম্যাচের সিরিজে বাংলাদেশ ১-০তে এগিয়ে।

প্লেয়ার অব দা ম্যাচ: মারুফা আক্তার।

সারাদিন/১৬ জুলাই/এমবি