নারী বিশ্বকাপ শুরু, এবার কি পারবে আর্জেন্টিনা-ব্রাজিল?

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৩

ছবি- সংগৃহীত

ব্রাজিলের কিংবদন্তি পেলে, গারিঞ্চা, জিকো, রোনালদো, রিভালদোর নৈপুণ্যে পাঁচটি বিশ্বকাপও জিতেছে সেলেসাওরা। ম্যারাডোনা, মেসির আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে তিনটি। ছেলেদের সাফল্যের এই ঢেউ লাগেনি নারীদের ফুটবলে।

২০০৭ বিশ্বকাপে রানার্স আপ হলেও ব্রাজিল এখনও জেতেনি নারী বিশ্বকাপের শিরোপা। আর আর্জেন্টিনার দশা আরও করুণ। নারীদের বিশ্বকাপে তিনবার খেলে এখনও জয়ের দেখাই পায়নি তারা।

বৃহস্পতিবার (২০ জুলাই) থেকে শুরু হতে যাওয়া নারী ফুটবল বিশ্বকাপে লাতিন ঐতিহ্যবাহী দল দুটির অপেক্ষা ফুরাবে কি?

নারী বিশ্বকাপের নবম আসর এটি। এবারই প্রথম টুর্নামেন্টটি যৌথ আয়োজনে হচ্ছে। স্বাগতিক দেশ দুটি হলো নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া।

বিশ্বকাপের উদ্বোধনী দিনে মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড ও নরওয়ে। এদিনের অন্য ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও রিপাবলিক অব আয়ারল্যান্ড। নিউজিল্যান্ড-নরওয়ে, বেলা ১টা, ‘টি স্পোর্টস’ ও ‘গাজী টিভি’তে দেখা যাবে। আর অস্ট্রেলিয়া-আয়ারল্যান্ড, বিকেল ৪টা, ‘টি স্পোর্টস’ ও ‘গাজী টিভি’তে দেখা যাবে।

নারী ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলো হলো-

Nagad

গ্রুপ এ: নিউজিল্যান্ড, নরওয়ে, ফিলিপাইন, সুইজারল্যান্ড;

গ্রুপ বি: অস্ট্রেলিয়া, আয়ালল্যান্ড, নাইজেরিয়া, কানাডা;

গ্রুপ সি: স্পেন, কোস্টা রিকা, জাম্বিয়া, জাপান;

গ্রুপ ডি: ডেনমার্ক, ইংল্যান্ড, চায়না, হাইতি;

গ্রুপ ই: যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, নেদারল্যান্ড, পর্তুগাল;

গ্রুপ এফ: ফ্রান্স, জ্যামাইকা, ব্রাজিল, পানামা;

গ্রুপ জি: সুইডেন, দক্ষিণ আফ্রিকা, ইতালি, আর্জেন্টিনা;

গ্রুপ এইচ: জার্মানি, মরক্কো, কলম্বিয়া, দক্ষিণ কোরিয়া।

মাসব্যাপী এই বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২০ আগস্ট সিডনিতে। এই টুর্নামেন্টের টিকিট বিক্রি হয়েছে ১.৩৭৫ মিলিয়ন, যা নারী ফুটবল বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ।

সারাদিন/২০ জুলাই/এমবি