নারী ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করলেন ফারজানা

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২৩

ছবি- বিসিবি

ভারতের বিপক্ষে ওপেনার ফারাজানা হকের দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশের নারী ক্রিকেটেও এসেছে প্রথম সেঞ্চুরি। ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত টিকে ছিলেন ফারাজানা।

আর বাংলাদেশ পুরুষ দলের প্রথম সেঞ্চুরিয়ান ছিলেন মেহরাব হোসেন অপি। ১৯৯৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১০১ রান করেছিলেন মেহরাব। প্রায় দুই যুগ পর বাংলাদেশের নারী ক্রিকেটেও এলো প্রথম সেঞ্চুরি। নারী ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান হিসেবে নাম লেখালেন ওপেনার ফারজানা।

শনিবার (২২ জুলাই) রাজধানীর মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ফারজানার সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৫ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

এটি ভারতে বিপক্ষে বাংলাদেশের নারীদের দলীয় সর্বোচ্চ স্কোর। ১৬০ বলে ১০৭ রানের অনবদ্য ইনিংস খেলেন ফারজানা। সিরিজ জিততে ভারতে প্রয়োজন ২২৬ রান।

ভারতের বিপক্ষে সিরিজ নির্ধারণী এই ম্যাচে ব্যাট হাতে মাঠে নেমে ইতিহাসের জন্ম দেওয়া ওপেনার ফারজানার দুর্দান্ত এক সেঞ্চুরি করেন। ম্যাচের ৪৮ তম ওভারে দিপ্তী শর্মার বলে ৪ মেরে নিজের ব্যক্তিগত শতরান পূরণ করেন তিনি।

আর এতেই বাংলাদেশ নারী ক্রিকেট দলের একদিনের আন্তর্জাতিক ম্যাচে প্রথম সেঞ্চুরিয়ান হিসেবে নিজের নাম লেখালেন ওপেনার ফারজানা।

Nagad

সারাদিন/২২ জুলাই/এমবি