আলজেরিয়াজুড়ে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল, নিহত ৩৪ জন
আফ্রিকার দেশ আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দেশটির ১০ সেনা সদস্যও রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। এছাড়া দাবানলের কারণে হাজারও মানুষ বাড়ি ছেড়েছেন। খবর আল-জাজিরার
প্রতিবেদনে বলা হয়েছে, আগুন নেভানোর চেষ্টার সময় প্রাণ হারান নিহতদের মধ্যে থাকা দেশটির ১০ সেনা সদস্য।


দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির বিভিন্ন অংশেই তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াস। ১৬টি প্রদেশে ৯৭টি দাবানলের ঘটনা ঘটেছে।
গতকাল সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এখন পর্যন্ত ৩৪ জন নিহত হয়েছেন, এদের মধ্যে ১০ জন সেনা রয়েছে। এর আগে নিহতের সংখ্যা ১৫ জন জানানো হয়েছিল।
এ ছাড়া দাবানলে অন্তত ২৬ জন আহত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীর পূর্বে জিজেল, বৌড়া এবং বেজাইজা প্রদেশ থেকে ১৫০০ লোককে সরিয়ে নেওয়া হয়েছে। এ তিন প্রদেশেই সবচেয়ে ভয়াবহ দাবানল দেখা গেছে।
বিবিসি বলছে, সাম্প্রতিক দিনগুলোতে আলজেরিয়ার উত্তরাঞ্চলে তাপমাত্রা রেকর্ড পরিমাণ বেড়েছে। অনেক স্থানের তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।