গ্লোবাল টি-২০ লিগে শীর্ষে সাকিবের টাইগার্স

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৩

ছবি- সংগৃহীত

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে টরন্টো ন্যাশনালসকে ২৩ রানে হারিয়েছে মন্ট্রিয়ল টাইগার্স। দুর্দান্ত এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে মন্ট্রিয়ল।

রোববার (৩০ জুলাই) দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় মন্ট্রিয়ল টাইগার্স ও টরন্টো ন্যাশনালস। বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয় ৬ ওভারে। এই ম্যাচে মন্ট্রিয়ল টাইগার্সের একাদশে ছিলেন না সাকিব আল হাসান।

এদিন টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে আক্রমণাত্মক ব্যাটিং করেন টাইগার্সের দুই ওপেনার ক্রিস লিন ও মুহাম্মদ ওয়াসিম। ২৬ বলে ৬৩ রানের জুটি গড়েন লিন ও ওয়াসিম। ওয়াসিমকে ফিরিয়ে জুটি ভাঙেন ফাহিম আশরাফ। ৬ ওভারে ২ উইকেটে ৭৭ রান করে মন্ট্রিয়ল।

ইনিংস সর্বোচ্চ ৩৮ রান করেন টাইগার্স অধিনায়ক লিন। এরপর রান তাড়া করতে নেমে ৬ ওভারে ২ উইকেটে আটকে যায় টরন্টো। মন্ট্রিয়লের ২৩ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন লিন। অস্ট্রেলিয়ার এই ব্যাটার ১৮ বলে ২ চার এবং ৩ ছক্কায় ৩৮ রান করে অপরাজিত থাকেন।

গ্লোবাল টি-টোয়েন্টি লিগে দুর্দান্ত খেলছেন সাকিব। মন্ট্রিয়ল টাইগার্সের হয়ে ৪ ম্যাচে ২৫.৫০ গড় এবং ১৫৪.৫৪ স্ট্রাইক রেটে করেছেন ১০২ রান। সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় সাকিব ৭ নম্বরে। বোলিংয়ে ৭ ইকোনমিতে ৫ উইকেট নিয়েছেন তিনি।

২০২৩ গ্লোবাল টি-টোয়েন্টি লিগের পয়েন্ট টেবিল:
মন্ট্রিয়ল টাইগার্স: ৯ পয়েন্ট; ব্রাম্পটন উলভস: ৮ পয়েন্ট; সারে জাগুয়ার্স: ৬ পয়েন্ট; টরন্টো ন্যাশনালস: ৫ পয়েন্ট; ভ্যাঙ্কুভার নাইটস: ৫ পয়েন্ট; মিসিসাউগা প্যানথার্স: ০ পয়েন্ট।

Nagad

সারাদিন/৩১ জুলাই/এমবি