রুশ নৌবহরে আরও ৩০ যুদ্ধজাহাজ দিচ্ছেন পুতিন
পশ্চিমা শক্তির সাথে তাল মিলিয়ে ক্রমাগত নিজেদের যুদ্ধজাহাজ বাড়াচ্ছে রাশিয়া। চলতি বছরেই রুশ নৌবাহিনীকে আরও ৩০ যুদ্ধজাহাজ দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রোববার (৩০ জুলাই) রাশিয়ার নৌ-দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজের এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস নিউজ’র এক প্রতিবেদনে এই খরব জানানো হয়েছে।


প্রেসিডেন্ট পুতিন বলেন, আজ রাশিয়া আত্মবিশ্বাসের সাথে ক্রমাগতভাবে তার নৌবাহিনীর শক্তি বাড়াচ্ছে। চলতি বছরই কয়েক ধরনের ৩০টি যুদ্ধজাহাজ রুশ নৌবহরে যুক্ত হচ্ছে।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি পুতিনের নির্দেশে ইউক্রেনে সর্বাত্মক হামলা শুরুর পর কৃষ্ণসাগর ও আজভ সাগরে একাধিক রুশ জাহাজ ধ্বংসের খবর পাওয়া যায়। এর মধ্যে অন্যতম রুশ নৌবাহিনীর ফ্ল্যাগশিপ জাহাজ মস্কোভা।
সারাদিন/৩১ জুলাই/এমবি