পদ্মা সেতুতে হবে বিশ্বকাপ ট্রফির ফটোসেশন!

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২৩

ছবি- সংগৃহীত

বিশ্বকাপের আগেই বিশ্বভ্রমণে বেরিয়েছে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ ট্রফি। এরই ধারবাহিকতায় বাংলাদেশে আসবে বিশ্বকাপ ট্রফি। ট্রফি বরণ আর প্রদর্শনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ০৭ আগস্ট ঢাকায় পৌঁছাবে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ ট্রফি। ঢাকায় থাকবে ৩ দিন। তখন পদ্মা সেতুতে ফটোসেশন হবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী।

বিসিবির সিইও জানান, বসুন্ধরা শপিং কমপ্লেক্সে ট্রফি প্রদর্শন করতে চান তারা। সমর্থকদের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত বোর্ডের। বাংলাদেশে বিশ্বকাপ ট্রফি থাকবে আগামী ০৯ আগস্ট পর্যন্ত। আর আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী কোনো একটা বিশেষ স্থানে বা স্থাপনার সামনে বিশ্বকাপের ট্রফি নিয়ে ফটোসেশন করার রীতি আছে। গতবার যেমন জাতীয় সংসদ ভবনের সামনে এটা করা হয়েছিল। এবার পরিকল্পনা আছে পদ্মা সেতুতে ট্রফি নিয়ে ফটোসেশন করার।

সারাদিন/০১ আগস্ট/এমবি