সু চির ৫ অপরাধ ক্ষমা করলো মিয়ানমারের জান্তা সরকার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২৩

ছবি- সংগৃহীত

মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চির পাঁচটি অপরাধ ক্ষমা করার ঘোষণা দিয়েছে দেশটির জান্তা সরকার। সু চির ১৯ অপরাধে ৩৩ বছরের দণ্ড হয়েছিল। এতে করে তার কয়েক বছরের সাজা কমছে।

মঙ্গলবার (০১ আগস্ট) লন্ডন-ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা ‘রয়টার্স’র এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চির বিরুদ্ধে অসংখ্য অপরাধ রয়েছে এবং এর মধ্যে পাঁচটি অপরাধের জন্য তাকে ক্ষমা করা হবে বলে মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

মিয়ানমারের সামরিক বাহিনীর মুখপাত্র জাও মিন তুন ইলেভেন মিডিয়া গ্রুপকে বলেন, ক্ষমা ঘোষণার অর্থ হবে সু চির ছয় বছরের কারাদণ্ডের মেয়াদ কমানো।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানে সেনাবাহিনী ক্ষমতা দখলে নেওয়ার পর থেকে বন্দি রয়েছেন সু চি। তবে এই নেত্রীকে গত সপ্তাহে রাজধানী নেইপিদোর কারাগার থেকে মুক্ত করে তার বাড়িতে গৃহবন্দি করে রাখা হয়েছে।

রয়টার্স বলছে, উসকানি ও নির্বাচনী জালিয়াতি থেকে শুরু করে দুর্নীতি পর্যন্ত বিভিন্ন ধরনের অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়ার পর সেগুলোর বিরুদ্ধে আপিল করছেন অং সান সু চি। যদিও যেকোনো ধরনের অপরাধে যুক্ত থাকার কথা অস্বীকার করেছেন তিনি।

Nagad

সারাদিন/০১ আগস্ট/এমবি