মাদক মামলা: পরীমনির আবেদনের শুনানি পেছালো
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগ গঠনের আদেশ ও মামলা বাতিল চেয়ে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনির আবেদনের শুনানি হয়নি। তার আইনজীবী জেড আই খান পান্না অসুস্থ হওয়ায় শুনানির দিন আগামী সপ্তাহে ধার্য করেছেন হাইকোর্ট।
বুধবার (০৯ আগস্ট) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো: আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
পরীমনির আইনজীবী মো: শাহীনুজ্জামান গণমাধ্যমকে জানান, তাদের জ্যেষ্ঠ আইনজীবী জহিরুল ইসলাম (জেড আই) খান পান্না অসুস্থ হওয়ায় শুনানি পেছানোর আবেদন করেন তিনি।
আদালত আগামী সপ্তাহের বুধবার শুনানির আদেশ দেয়।
এর আগে গত ৩০ জানুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগ গঠনের আদেশ ও মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন নায়িকা পরীমনি। ফৌজদারি কার্যবিধির ৫৬১ ধারা অনুযায়ী এই আবেদন করা হয়।
গত ৫ জানুয়ারি চিত্রনায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম অভিযোগ গঠন করেন। একই সাথে আদালত পরীমনিসহ তিনজনকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন নামঞ্জুর করেন। মাদক মামলার অপর আসামিরা হলেন- আশরাফুল ইসলাম দীপু ও কবির হোসেন।
সারাদিন/০৯ আগস্ট/এমবি