ইতালিতে নৌকাডুবিতে ৪১ অভিবাসীর মৃত্যু

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৩

ছবি- সংগৃহীত

ইতালীয় দ্বীপ ল্যাম্পেডুসার কাছে একটি নৌকাডুবিতে ৪১ অভিবাসীর মৃত্যু হয়েছে। এ সময় একটি কার্গো জাহাজ চারজনকে উদ্ধার করে।

বুধবার (০৯ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি ও রয়টার্স’র এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

বেঁচে ফেরা মানুষ স্থানীয় গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছে। উদ্ধার হওয়া চারজনের একটি দল উদ্ধারকারীদের জানায়, তারা একটি নৌকায় ছিল, যেটি তিউনিসিয়ার স্ফ্যাক্স থেকে যাত্রা করেছিল। নৌকাটি ইতালি যাওয়ার পথে ডুবে যায়।

যাত্রীরা আরও জানায়, ওই নৌকায় তিনটি শিশুও ছিল। গত বৃহস্পতিবার ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই নৌকাটি ডুবে যায়। একটি কার্গো জাহাজ জীবিতদের উদ্ধার করে ইতালীয় উপকূলরক্ষী জাহাজে নিয়ে আসে। ইতালীয় উপকূলরক্ষীরা গত রোববার ওই এলাকায় দুটি নৌকাডুবির কথা জানান।

তবে এই নৌকাটি সেগুলোর মধ্যে একটি কি-না, তা স্পষ্ট নয়। তিউনিসিয়ার কর্তৃপক্ষ বলছে, ল্যাম্পেডুসা থেকে প্রায় ৮০ মাইল (১৩০ কিমি) দূরে অবস্থিত একটি বন্দর শহর স্ফ্যাক্স।

সারাদিন/০৯ আগস্ট/এমবি 

Nagad