আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২৩

তালেবান শীর্ষনেতা বললেই আফগান বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থী ভর্তি

আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়গুলো নারী শিক্ষার্থীদের আবারও ভর্তি নিতে প্রস্তুত রয়েছে, তবে এক্ষেত্রে ক্ষমতাসীন তালেবানের শীর্ষনেতার সিদ্ধান্তই চূড়ান্ত। তালেবান শীর্ষনেতা যদি আবার কখনো অনুমতি দেন, তবে কেবল সেক্ষেত্রেই নারী শিক্ষার্থীদের পুনরায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হবে।দেশটির এক শিক্ষা কর্মকর্তা শনিবার এ কথা জানিয়েছেন বলে বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়েছে। বিশ্বের একমাত্র দেশ হিসেবে আফগানিস্তানেই নারী শিক্ষায় নিষেধাজ্ঞা রয়েছে। ২০২১ সালে ক্ষমতা দখলের পর আফগান বিশ্ববিদ্যালয়গুলোয় নারীদের জন্য পৃথক শ্রেণিকক্ষ ও প্রবেশপথ চালু করেছিল তালেবান। তারপর বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের শুধু নারী শিক্ষক বা বয়স্ক পুরুষ শিক্ষক পড়াতে পারতেন। গত ডিসেম্বরে আফগানিস্তানের উচ্চশিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়গুলোকে বলেছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নারী শিক্ষার্থীদের যেন পাঠদান করা না হয়। সূত্র; সমকাল

ট্রেনে লোডশেডিং, টিটিইকে বাথরুমে ঢুকিয়ে তালা দিলো যাত্রীরা

ঠিক সময়েই ছেড়েছিল ট্রেন। কিন্তু সঙ্গে সঙ্গেই শিকার হলো লোডশেডিংয়ের। দুইটি কক্ষে নিভে যায় আলো। ফ্যান বন্ধ, এমনকি চলছিল না এসিও। ক্ষোভে মেজাজ হারান যাত্রীরা। আর তাদের রাগ গিয়ে পড়ে টিকিট পরীক্ষকের (টিটিই) ওপর। ওই ব্যক্তিকে ট্রেনের বাথরুমে ঢুকিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়। সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে ভারতের দিল্লিতে। ভারতীয় সংবাদমাধ্যম জানায়, শুক্রবার উত্তরপ্রদেশের গাজিপুরের উদ্দেশ্যে আনন্দ বিহার টার্মিনাল ছেড়ে যায় সুহাইলদেব সুপারফাস্ট এক্সপ্রেস। কিন্তু দিল্লি থেকে ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই লোডশেডিংয়ের কবলে পড়ে অন্ধকার হয়ে যায় দুইটি কক্ষ।এমন সময় ঠিক ওই কক্ষেই ছিলেন টিটিই। যাত্রীদের রাগ গিয়ে পড়ে তার ওপর। অভিযোগ, টিটিইকে ঘিরে যাত্রীদের একাংশ বিক্ষোভ দেখাতে শুরু করেন। একসময় তাকে জোর করে ট্রেনের বাথরুমে ঢুকিয়ে দেওয়া হয়। সেখানেই বন্দি করা হয় তাকে। সূত্র; দেশ রুপান্তর

হিলটন নাথ ভেবে সমাহিত লাশটি আসলে মাহে আলমের

৭ এপ্রিল ২০২৩। সুন্দরবনে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন জেলে হিলটন নাথ। গত ১০ এপ্রিল মোংলা বাজারে যাওয়ার জন্য বের হয়ে আর ফিরে আসেননি ব্যবসায়ী মাহে আলম। ১৩ এপ্রিল সুন্দরবনের করমজল বন্য প্রাণী প্রজননকেন্দ্র থেকে উদ্ধার হয় অর্ধগলিত একটি লাশ। ময়নাতদন্ত শেষে সেই লাশ হস্তান্তর করা হয় হিলটন নাথের পরিবারকে। তবে লাশটি মাহে আলমের বলে পরিবার দাবি করলে বাধে বিপত্তি। ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেয় পুলিশ।
প্রায় চার মাস পর আসা ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে জানা গেল, লাশটি ব্যবসায়ী মাহে আলমের। যাকে অপহরণের অভিযোগে মামলা করেছে পরিবার। হিলটন খ্রিষ্টান ধর্মালম্বী হওয়ায় সেই রীতি অনুযায়ী লাশটি সমাহিত করেছিল পরিবার। পরিচয় শনাক্ত হওয়ার পর মাহে আলমের পরিবার লাশটি উত্তোলন করে ইসলাম ধর্মীয় রীতি অনুযায়ী দাফনের অনুমতি চায়। হিলটনের পরিবার চাইছে তাঁর সন্ধান। ঘটনাটি ঘটেছে বাগেরহাটের মোংলা উপজেলায়। ব্যবসায়ী মাহে আলম (৫৭) মোংলা পৌর শহরের বাতেন সড়ক এলাকার মৃত মুন্সি মো. হাবিবুল্লার ছেলে। তিনি মাছের ব্যবসা করতেন। হিলটন নাথ মোংলা উপজেলার চিলা গ্রামের মিটু নাথের ছেলে। তিনি পশুর নদী ও সুন্দরবনে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। সূত্র: প্রথম আলো

Nagad

ইউক্রেনের ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী ক্রিমিয়া উপদ্বীপে ইউক্রেনের পাঠানো ২০টি ড্রোন ধ্বংস করেছে। গতকাল গভীর রাতের এ হামলা চেষ্টার ঘটনায় কেউ হতাহত বা কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে টেলিগ্রাম অ্যাপে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয়টি জানিয়েছে। রাশিয়ার বিমান প্রতিরক্ষা সিস্টেম ১৪টি ড্রোন ধ্বংস করেছে এবং ইলেকট্রনিক যুদ্ধকৌশল ব্যবহার করে অন্য ছয়টি ধ্বংস করা হয়েছে, বলেছে তারা। বার্তা সংস্থা রয়টার্স এসব খবর জানালেও মন্ত্রণালয়টির প্রতিবেদনের তথ্য তারা স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি বলে জানিয়েছে। ক্রিমিয়া ইউক্রেনের ড্রোনগুলোর লক্ষ্যস্থল কী ছিল তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির আগে রাশিয়ার নিয়োগকৃত ক্রিমিয়ার গভর্নর সের্গেই ক্রিউচকোভ জানিয়েছিলেন, বিমান প্রতিরক্ষা পদ্ধতি উপদ্বীপের বিভিন্ন অংশে আকাশপথে চালানো হামলা প্রতিরোধ করে চলেছে। ক্রিমিয়ার পরিবহন কর্তৃপক্ষ তাদের টেলিগ্রাম অ্যাপের চ্যানেলে বলেছে, রাশিয়ার মূল ভূখন্ডের সঙ্গে ক্রিমিয়া উপদ্বীপকে সংযোগকারী ক্রিমিয়া সেতু স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিট থেকে পরবর্তী প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল। মে মাসের প্রথমদিকে ক্রেমলিনের আকাশে একটি ড্রোন ধ্বংসের পর থেকে ইউক্রেনে রাশিয়ার নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে ও রাশিয়ার অনেক ভিতরে ড্রোন হামলার পরিমাণ বেড়ে গেছে। ইউক্রেন কখনো এসব হামলার দায় প্রকাশ্যে স্বীকার করে না। কিন্তু তারা বলেছে, রাশিয়ার সামরিক অবকাঠামো ধ্বংস কিয়েভের পাল্টা-আক্রমণের অন্যতম লক্ষ্য। ২০২২-এর ফেব্রুয়ারির শেষ দিকে প্রতিবেশী ইউক্রেনে পূর্ণমাত্রায় আক্রমণ শুরু করে রাশিয়া। প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন এ আক্রমণ শুরু করার নির্দেশ দেন। এর আট বছর আগে ২০১৪ সালে ক্রিমিয়া উপদ্বীপকে মস্কো নিজেদের ভূখন্ডের অংশভুক্ত করে নেয়। সূত্র: বিডি প্রতিদিন।

হাওয়াইয়ে মৃত বেড়ে ৮০
ভাঙা মনে পোড়া দ্বীপে বাসিন্দারা
স্থানীয় প্রশাসনের গাফিলতিতে ক্ষোভ দাবানল ছড়িয়ে পড়ছে, বাড়িঘর ছাড়তে হবে- কোনো সতর্কতাই দেয়নি কেউ * দিন কাটছে লুটপাটের ভয়ে। সরকার কোথায়? এখনো কোনো সাহায্য আসেনি

যুক্তরাষ্ট্রের স্বর্গদ্বীপ হাওয়াই অঙ্গরাজ্যের মাউইর লাহাইনা শহরের প্রায় ৮০ শতাংশই জ্বালিয়ে দিয়ে গেছে দাবানল। টানা তিন দিনের আগুনে হাওয়াই দ্বীপের আনন্দভুবন এখন পোড়া জনপদ। গত মঙ্গলবার থেকে শুরু হওয়া এই দাবানলে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০তে। শুক্রবার থেকে ভাঙা মনে পোড়া দ্বীপে ফিরতে শুরু করেছে বাসিন্দারা। ফেলে যাওয়া কোনো কিছু ফিরে পাওয়া যায় কিনা সে আশায় ছাইয়ের স্তূপ হাতড়ে বেড়াচ্ছেন। আবার প্রতিবেশীদের দেখা পেয়ে আবেগঘন হয়ে পড়ছেন অনেকেই।লাহাইনায় ফিরে এসে পুড়ে যাওয়া ধ্বংস্তূপের মধ্যে স্তব্ধ নীরবতায় ঘুরে বেড়াচ্ছিলেন স্থানীয়রা। একজন স্থানীয় অ্যান্টনি লা পুয়েন্তে (৪৪) বলেন, ফিরে এসে পুড়ে যাওয়া বাড়ি দেখতে পাওয়া ছিল তার জন্য বড় ধরনের ধাক্কা। ১৬ বছর ধরে এখানে তিনি বসবাস করছিলেন বলে জানান।এএফপিকে পুয়েন্তে বলেন, ‘আপনি যে জিনিসগুলোর সঙ্গে বেড়ে উঠেছেন অথবা আপনার স্মৃতিতে যা যা আছে তা আর দেখতে না পাওয়াটা দুঃখজনক। শুধু আমিই এই কষ্ট অনুভব করতে পারছি।’ দাবানলে নিজের বাবার স্মৃতিও হারিয়ে ফেলেছেন বলে জানান পুয়েন্তে। বলেন, ‘আমি আমার বাবার জিনিসপত্র গুছিয়ে রেখেছিলাম কোনো একসময় সেগুলো গুছানোর আশায়। কিন্তু তা আর হবে না।’ নিজ আবাসস্থলের কাছে ফিরে এসে প্রতিবেশীকে দেখতে পেয়ে আবেগঘন সুরে এক নারী বলেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না আপনি ফিরে এসেছেন।’ সূত্র: যুগান্তর

আইফেল টাওয়ারে বোমাতঙ্ক

হঠাৎ করে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে ফ্রান্সের প্যারিসে অবস্থিত বিখ্যাত পর্যটন কেন্দ্র আইফেল টাওয়ার এলাকায়। দ্রুত সরিয়ে নেয়া হয় দর্শনার্থী ও অন্যান্যদের। তবে কয়েক ঘণ্টা পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। খবর রয়টার্স ও সিএনএনের।প্রতিবেদনে জানানো হয়, শনিবার এমন ঘটনা ঘটে। বোমা হামলার আশঙ্কায় ফাঁকা করা হয় গোটা আইফেল টাওয়ার এবং এর আশপাশের এলাকা। জারি করা হয় নিরাপত্তা সতর্কতা।খবর পেয়ে অতিরিক্ত নিরাপত্তা বাহিনীসহ বিভিন্ন সংস্থার সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। তবে পরিস্থিতি যাচাইয়ের পর কয়েক ঘণ্টার মধ্যে আবার দর্শনার্থীদের প্রবেশের অনুমতি দেয়া হয়।ইউরোপের অন্যতম বিখ্যাত পর্যটন কেন্দ্র আইফেল টাওয়ার। বছরে প্রায় সাত মিলিয়ন পর্যটক আইফেল টাওয়ার দেখতে যান।১৮৮৭ সালের ২৮ জানুয়ারি আইফেল টাওয়ারের নির্মাণ কাজ শুরু হয়। খুলে দেয়া হয় ১৮৮৯ সালের ৩১ মার্চে। টাওয়ারটির উচ্চতা এক হাজার ফুটের বেশি। সূত্র: দৈনিক বাংলা।

আসামে বিজেপি নেতার সঙ্গে অন্তরঙ্গ ছবি ভাইরাল, নেত্রীর আত্মহত্যা

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ক্ষমতাসীন বিজেপির এক নেতার সঙ্গে ঘনিষ্ঠ ছবি ভাইরাল হয় দলেরই এক নেত্রীর। সেই ঘটনার জেরে আত্মহত্যা করেন ওই নেত্রী। পরে ঘটনায় জড়িত থাকার অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে ওই নেতাকেও। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এনডিটিভির খবরে বলা হয়েছে, আসামের রাজধানী গুয়াহাটির নিজ বাড়িতে গত শুক্রবার আত্মহত্যা করেন বিজেপির সহযোগী সংগঠন বিজেপি কিষান মোর্চার ওই নেত্রী। তাঁর আত্মহত্যার ঘটনা জড়িত থাকার অভিযোগ এনে দল থেকে বহিষ্কার করা হয়েছে বিজেপির ওই নেতাকে। সূত্র: আজকের পত্রিকা।

হাওয়াইয়ের দাবানলে নিহতের সংখ্যা ৮০তে উঠেছে

যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের মাউই দ্বীপে ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা ৮০তে উঠেছে বলে কর্মকর্তারা বলছেন। তবে এখনো শত শত লোক নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরো বাড়বে বলে আশংকা করা হচ্ছে। দাবানলে মাউইয়ের ঐতিহাসিক শহর লাহাইনার এক বড় অংশই পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এ শহরটি সহ বেশ কিছু এলাকায় এখনো আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যাচ্ছেন অগ্নিনির্বাপন কর্মীরা। লাহাইনা থেকে সরিয়ে নেয়া বাসিন্দারা বলেছেন, তাদের কারো কারো বাড়িতে লুটপাট হয়েছে, তবে পুলিশ এ খবর নিশ্চিত করেনি।মাউই দ্বীপের পশ্চিমাংশে এখনো কোন বিদ্যুৎ ও পানির সরবরাহ নেই। সেখানে অনুসন্ধানী দলগুলো এখনো দাবানলের শিকারদের খুঁজছে। সূত্র; বিবিসি বাংলা।

সৌদি আরবের প্রথম রাষ্ট্রদূতকে স্বাগত জানাল ফিলিস্তিন

প্রথমবারের মত ফিলিস্তিনের জন্য একজন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে সৌদি আরব। যাকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তারা। শনিবার ফিলিস্তিনি কর্মকর্তারা বলেন, তারা এটিকে তাদের প্রতি সৌদি আরবের অটুট সমর্থন হিসেবেই দেখছেন।যদিও সৌদি আরব একে ইসরায়েলের সাথে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সম্ভাবনা হিসেবে বিবেচনা করছে।ফিলিস্তিনিদের কারণে ইসরায়েলকে দেশ হিসেবে স্বীকৃতি দেয়নি সৌদি আরব।তবে যুক্তরাষ্ট্রের উদ্যোগে সম্প্রতি একটি ঐতিহাসিক ‘মিডল ইস্ট’ চুক্তি সই হয়েছে। যে চুক্তিতে ইসরায়েল-সৌদি আরব সম্পর্ক স্বাভাবিক করার কথাও উল্লেখ আছে। সূত্র: বিডি নিউজ

হাওয়াইয়ে দাবানলে মৃত বেড়ে ৮৯, বাড়ছে ক্ষোভ

যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ৮৯ জনে দাঁড়িয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভয়াবহ দাবানলে এরই মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে দুই হাজারের বেশি ঘরবাড়ি। এতে কয়েকশ কোটি ডলারের ক্ষতি হয়েছে বলে ধারণা কর্তৃপক্ষের।
রাজ্যের গভর্নর জশ গ্রিন সাংবাদিকদের বলেছেন, এ পর্যন্ত ৮৯ জনের প্রাণহানি রেকর্ড করা হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে। আমরা জনগণকে তার জন্য প্রস্তত হতে বলছি।
ফেডারেল ইমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এফইএমএ) জানিয়েছে, দাবানলে ২ হাজার ২০০টিরও বেশি অবকাঠামো ধ্বংস হয়ে গেছে নাহয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো পুনর্নির্মাণে অন্তত ৫৫০ কোটি মার্কিন ডলার দরকার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: জাগো নিউজ