মনোবিদ নিয়োগ দিয়েছে বিসিবি

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২৩

ছবি- সংগৃহীত

অবশেষে ক্রিকেটারদের মানসিক শক্তি বৃদ্ধিতে মনোবিদ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপকে সামনে রেখে টাইগারদের জন্য এই মনোবিদ নিয়োগ দিয়েছে বিসিবি।

অস্ট্রেলিয়ান সাইকোলজিস্ট ফিল জন্সিকে মনোবিদ হিসেবে আবারও নিয়ে আসা হয়েছে। এর আগে ২০১৫ বিশ্বকাপে দলের সাথে ছিলেন তিনি। খরব আরটিভি’র।

শনিবার (১২ আগস্ট) এশিয়া কাপে ডাক পাওয়া ১৭ ক্রিকেটার অনুশীলন শুরু করেছেন। প্রথম দিন থেকেই ক্রিকেটারদের সাথে জন্সিকে অনুশীলনে দেখা গেছে।

হেড কোচ হাথুরুসিংহের চাওয়াতেই টাইগারদের সাথে কাজ করতে ফের ডাক পড়েছে তার। ধারণা করা হচ্ছে, বিশ্বকাপ পর্যন্ত দলের সাথে থাকবেন তিনি।

এ নিয়ে তৃতীয়বারের মতো টাইগারদের সাথে কাজ করতে আসলেন অস্ট্রেলিয়ান সাইকোলজিস্ট ফিল জন্সি। ২০১৪ সালে বাংলাদেশ দলে দিন দুয়েকের একটি সেশন পরিচালনা করেছিলেন। এরপর ২০১৫ বিশ্বকাপে জাতীয় দলের ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেছেন ৯ দিনের মতো।

সারাদিন/১৩ আগস্ট/এমবি 

Nagad