ভারতকে বিধ্বস্তের লজ্জা দিলো ওয়েস্ট ইন্ডিজ
আগেই প্রথম দুই টি-টোয়েন্টি জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। পরের দুই ম্যাচ জিতে সফরকারীরা। ২-২ ম্যাচে যখন সিরিজে সমতা, তখন শেষ ম্যাচে বিশাল ব্যবধানে ভারতকে বিধ্বস্ত করে সিরিজ হারের লজ্জা দিলো ওয়েস্ট ইন্ডিজ।
রোববার (১৩ আগস্ট) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার লডারহিলে সিরিজের শেষ ম্যাচে ভারতকে ১২ বল হাতে রেখে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ৩-২ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ক্যারিবীয়রা।
এদিন টস জিতে প্রথমে ব্যাট করে নেমে ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৬৫ রান তুলেছিল ভারত। জবাবে ১৮ ওভারে ২ উইকেট হারিয়ে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ।
মূলত ব্রেন্ডন কিংয়ের হাতেই বিধ্বস্ত হতে হয়েছে হার্দিক পান্ডিয়ার ভারতকে। তার ৫৫ রানে অপরাজিত ৮৫ রানের ঝোড়ো ইনিংসের ওপর ভর করেই অসাধারণ জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ২০ ওভারে ১৬৫/৯।
(জয়সওয়াল ৫, গিল ৯, সুরিয়াকুমার ৬১, তিলাক ২৭, স্যামসন ১৩, পান্ডিয়া ১৪, আকসার ১৩, আর্শদিপ ৮, কুলদিপ ০, চেহেল ০*, মুকেশ ৪*; আকিল ৪-০-২৪-২, মেয়ার্স ১-০-৪-০, হোল্ডার ৪-০-৩৬-২, জোসেফ ৩-০-৪১-০, চেইস ৪-০-২৫-১, শেফার্ড ৪-০-৩১-৪)।
ওয়েস্ট ইন্ডিজ: ১৮ ওভারে ১৭১/২।
(কিং ৮৫*, মেয়ার্স ১০, পুরান ৪৭, হোপ ২২*; পান্ডিয়া ৩-০-৩২-০, আর্শদিপ ২-০-২০-১, কুলদিপ ৪-০-১৮-০, চেহেল ৪-০-৫১-০, মুকেশ ১-০-১০-০, তিলাক ২-০-১৭-১, আকসার ১-০-৮-০, জয়সওয়াল ১-০-১১-০)।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে জয়ী।
সিরিজ: ৫ ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ৩-২ ব্যবধানে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: রোমারিও শেফার্ড।
ম্যান অব দা সিরিজ: নিকোলাস পুরান।
সারাদিন/১৪ আগস্ট/এমবি