বঙ্গবন্ধু রেলসেতুর নির্মাণ সামগ্রী নিয়ে মোংলা বন্দরে জাহাজ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:
প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২৩

যমুনা নদীর ওপর নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর নির্মাণ সামগ্রী নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে কোরিয়ার পতাকাবাহী জাহাজ ‘এম ভি উহুইউন এইচপোই’।

সোমবার (১৪ আগস্ট) বেলা ১১টায় বন্দরের ৫ নম্বর জেটিতে ভিড়েছে এ জাহাজটি। এরপর জাহাজটি থেকে দুপুর থেকেই পণ্য খালাসের কাজ শুরু হয়। পণ্য খালাসের সঙ্গে সঙ্গেই এ সকল নির্মাণ সামগ্রী নৌযানে (বার্জ) করে নদীপথে সিরাজগঞ্জের যমুনা নদীর পাড়ের বঙ্গবন্ধু রেলসেতুর ডিপোতে নেওয়া হচ্ছে।

জাহাজটির স্থানীয় শিপিংএ এজেন্ট ‘হক এন্ড সন্স লিমিটেড’র খুলনার অপারেশন ম্যানেজার মো. শওকত আলী জানান, বঙ্গবন্ধু রেলসেতুর মালামাল নিয়ে গত ২ আগস্ট ভিয়েতনামের হাইফং বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে কোরিয়ান পতাকাবাহী জাহাজ এম,ভি উহুইউন এইচপোই। জাহাজে করে এক হাজার ৭ শ’ ১৭ দশমিক ৫৫ মেট্রিক টন ওজনের ১৯৪ প্যাকেজ মালামাল এসেছে।

উল্লেখ্য, এর আগে গত ১৭মে এম,ভি সান ইউনিটি, ৫মার্চ এম,ভি হাইডং-৯ ও ২১ফেব্রুয়ারি এম,ভি জুপিটার ও ৪জুলাই এভার ভেনটেজ জাহাজ ভিয়েতনাম থেকে বঙ্গবন্ধু রেলসেতুর মালামাল নিয়ে মোংলা বন্দরে আসে।