আমি যেভাবে ভালোবোধ করি, তেমন পোশাক পরি: মার্কিন গলফার

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২৩

ছবি- সংগৃহীত

অধিকাংশ সময়ই খোলামেলা পোশাকে নিজেকে উপস্থাপন করতে পছন্দ করেন সাবেক মার্কিন গলফার পেইজ স্পির‍্যান্স। এ নিয়ে তীব্র সমালোচনাও শুনতে হয় তাকে।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা ৩ দশমিক ৮ মিলিয়ন। সেখানে সাবেক মার্কিন এই গলফার তার পোস্টগুলোতে বাহারি পোশাকে আবেদনময়ী ছবি পোস্ট করেন।

সম্প্রতি কে অ্যাডামসের ‘আপ এন্ড অ্যাডামস শো’তে এক সাক্ষাৎকারে ৩০ বছর বয়সী পেইজ স্পির‍্যান্স জানিয়েছেন, যখন তিনি বেশি আত্মবিশ্বাসী হন তখনই নিজেকে আবেদনময়ী পোশাকে মেলে ধরেন।

পেইজ বলেন, “আমি যেভাবে ভালোবোধ করি, আমি সবসময় তেমন পোশাক পরি। আমি আবেদনময়ী হতে পছন্দ করি, যখন নিজেকে অনেক বেশি আত্মবিশ্বাসী মনে হয়। এটা আমার শরীর, আমার পছন্দ এবং আমি কোন পোশাক পরবো, আমিই নির্ধারণ করি।”

সাবেক মার্কিন এই গলফার আরও বলেন, “আপনি এখনও খেলার ঐতিহ্যকে সম্মান করতে এবং বজায় রাখতে পারেন। তবে এটি আপনার পোশাকের জন্যই হবে না। আমি শুধু আমার ব্যক্তিগত গল্প শেয়ার করার চেষ্টা করছি এবং নিজের কাছে খাঁটি হতে চাই।”

সারাদিন/১৪ আগস্ট/এমবি 

Nagad