আবারও আন্দোলনে ৭ কলেজের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদকনিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২৩

ছবি- সংগৃহীত

এক দফা দাবি নিয়ে আবারও রাস্তায় নেমেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবিটি হলো- সিজিপিএ সিস্টেম শিথিল করে, অকৃতকার্য বিষয়ে মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে প্রমোশন দিতে হবে।

বুধবার (১৬ আগস্ট) সকাল ১০টা থেকে রাজধানীর মিরপুর রোডের রাফিন প্লাজার সামনের ফুটওভার ব্রিজের ওপর জড়ো হতে থাকেন সাত কলেজের শিক্ষার্থীরা। পরে বৃষ্টি উপেক্ষা করে নীলক্ষেত মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা।

দুপুর ১২টায় বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীরা মিছিল নিয়ে তাদের এক দফা দাবি তুলে ধরেন। এ সময় পুলিশ তাদের সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানালে শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন, “পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না।”

অপরদিকে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নীলক্ষেতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেখানে উপস্থিত আছেন ডিএমপির নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার, নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য সদস্যরা।

সারাদিন/১৬ আগস্ট/এমবি

Nagad