শাকিবের বলিউড নায়িকা ডেঙ্গুতে আক্রান্ত

বিনোদন ডেস্কবিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২৩

ছবি- সংগৃহীত

বলিউড অভিনেত্রী জেরিন খান ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে জেরিন খান বিষয়টি নিশ্চিত করেছেন। আপাতত এই অভিনেত্রীর ঠিকানা হাসপাতাল হলেও তার অবস্থা স্থিতিশীল আছে বলেই জানান তিনি।

সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের হাতের একটি ছবি শেয়ার করেছেন জেরিন খান। সেখানে দেখা যাচ্ছে, জেরিন খানের হাতে স্যালাইনের চ্যানেল করা, তার মধ্য দিয়েই প্রয়োজনীয় ওষুধ পৌঁছে যাচ্ছে শরীরে। এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায় শেয়ার করে হ্যাশট্যাগ দিয়ে জেরিন লিখেছেন, “লাইফ আপডেট।”

২০১০ সালে ‘বীর’ সিনেমার মাধ্যমে বলিউডের অভিনেত্রী হিসাবে জেরিন খানের অভিষেক হয়। এতে বলিউড ভাইজান সালমান খানের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। শাকিব খানের নতুন সিনেমা ‘দরদ’র নায়িকা হিসেবে থাকছেন বলিউডের এই অভিনেত্রী।

সারাদিন/১৬ আগস্ট/এমবি 

Nagad