আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:১৮ পূর্বাহ্ণ, আগস্ট ১৭, ২০২৩

আইনি জটিলতা
ব্যাঘাত ঘটবে ট্রাম্পের নির্বাচনী প্রচারণায়

রিপাবলিকান পার্টির নেতা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে করা চারটি মামলার কারণে যুক্তরাষ্ট্রে আগামী প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে পরিস্থিতি বেশ উত্তেজনাপূর্ণ হতে যাচ্ছে। ৭৭ বছর বয়সী ট্রাম্পকে সম্ভবত আদালতে হাজিরা দেওয়ার পাশাপাশি নির্বাচনী প্রচারণা চালাতে হবে। আইনি জটিলতায় তাঁর নির্বাচনী প্রচারণা অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে বলে মত বিশ্লেষকদের।
ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ, তিনি যাতে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করতে পারেন, সে জন্য গত কয়েক মাসে তাঁর বিরুদ্ধে এসব মামলা করা হয়েছে।এসব মামলাকে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের চক্রান্ত বলে দাবি করেন তিনি। সূত্র: কালের কণ্ঠ

চীন-ভারত সীমান্ত সমস্যা
ম্যারাথন সেনা বৈঠকেও সমাধান মিলল না

পূর্ব লাদাখে গালওয়ানে ২০২০ সালে সংঘর্ষের পর অচলাবস্থায় চীন ও ভারতের সম্পর্ক। সেই সম্পর্ক ঠিক করতে দফায় দফায় দুই দেশের সেনা কর্মকর্তা থেকে শুরু করে দেশের নীতি নির্ধারকরা বৈঠকে বসেন। কিন্তু কোনো সমাধান হয়নি। সর্বশেষ ভারত-চীন কর্পস কমান্ডার-পর্যায়ের ১৯তম রাউন্ডের বৈঠক বসে ১৩-১৪ আগস্ট। এবার সবাই আশা করেছিল ভারত-চীন সীমান্ত সমস্যা মিটে যাচ্ছে? কিন্তু শেষ পর্যন্ত তা হলো না।ডেপসাং ও ডেমচকে এতদিন ধরে ভারতীয় বাহিনী যেসব এলাকায় টহলদারির কাজ চালিয়ে এসেছে, তা বহাল করার দাবি চীন মেনে নেয়নি। ফলে আলোচনায় কোনো সমাধান হয়নি। মঙ্গলবার রাতে দিল্লি ও বেইজিং থেকে একযোগে প্রচারিত যৌথ বিবৃতিতে আলোচনা সফল বলা হয়েছে। তবে সমাধানের কোনো ইঙ্গিত দেয়নি। বরং দুই দেশই সামরিক ও কূটনৈতিক পরিসরে আলোচনার মধ্য দিয়ে সমস্যার দ্রুত সমাধানে আগ্রহ প্রকাশ করেছে। অর্থাৎ সামনে আরও আলোচনা হবে। সে পর্যন্ত দুই দেশই সীমান্তে শান্তি ও সংহতি রক্ষা করে চলবে।’ ভারত ও চীনের সেনারা পূর্ব লাদাখের সংঘর্ষ এলাকায় তিন বছরেরও বেশি সময় ধরে মুখোমুখি অবস্থান করেছে। কিছু কিছু জায়গায় উত্তেজনা করেছে। সূত্রের খবর এখনো প্যাংগন লেক এলাকায় উত্তেজনা বজায় রয়েছে। আরও বেশ কিছু পোস্টে ভারত আর চীনা সেনাদের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়নি। সূত্র; বিডি প্রতিদিন ।

সিঙ্গাপুরে মানি লন্ডারিংবিরোধী অভিযানে ১০০ কোটি ডলারের অর্থ-সম্পদ জব্দ, আটক বিদেশিরা

বিদেশ থেকে পাচার করে আনা প্রায় ১০০ কোটি ডলারের অর্থ-সম্পদ জব্দ করেছে সিঙ্গাপুর পুলিশ। গত মঙ্গলবার সিঙ্গাপুর পুলিশ ফোর্স (এসপিএফ) পরিচালিত এই অভিযানকে দেশটির ইতিহাসে মানি লন্ডারিংবিরোধী সবচেয়ে বড় অভিযানগুলোর একটি বলা হচ্ছে।
জব্দের তালিকায় নগদ অর্থ, বিলাসবহুল গাড়ি, অলংকার, হাতব্যাগ, ঘড়ি, মদ, মুঠোফোন, কম্পিউটারসহ নানা জিনিস রয়েছে। গত মঙ্গলবার পুলিশ সিঙ্গাপুরের ট্যাংগ্লিন, বুকিট টিমাহ, অরচার্ড রোড, সেনটোসা, রিভার ভ্যালিসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানের পর গতকাল বুধবার রাতে নারীসহ ১০ জনকে আটক করেছে সিঙ্গাপুর পুলিশ। তাঁদের অভিযুক্ত করা হয়েছে একই রাতে। তাঁরা সিঙ্গাপুরে বিলাসবহুল জীবন যাপন করেন। সূত্র: প্রথম আলো

Nagad

পিটিআই ভেঙে খান খান শেকড় ছাড়ছে নতুন দল
জাহাঙ্গীর তারিন ও ইমরান খানের মধ্যকার দ্বন্দ্বের ফসল আজকের আইপিপি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গ্রেফতারের পরপরই টালমাটাল অবস্থায় ছিল তার দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। একে একে দল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে একসময়ের ঘনিষ্ঠ সহযোগীরা। দুঃসময়ে উড়ে গেছে দলের সুখের পাখিরা। এভাবেই ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়েছে ইমরান খানের তুমুল জনপ্রিয় পিটিআই। ভেঙে খান খান হওয়া সেই দল থেকেই শেকড় ছাড়ছে নতুন দল। নেতৃত্বে পিটিআই’র সেই দলত্যাগী নেতারাই।ইস্তেকাম-এ-পাকিস্তান পার্টি (আইপিপি) : গত ৮ জুন আনুষ্ঠানিকভাবে দলটি গঠিত হয়। সদ্য ভূমিষ্ঠ দলটির প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর তারিন। পিটিআইয়ের বাঘা বাঘা সব সহকর্মী যোগ দেওয়ায় ইতোমধ্যেই সবার নজর কেড়েছে আইপিপি। কিন্তু দলটি এখনো পাকিস্তান নির্বাচন কমিশনে (ইসিপি) নিবন্ধিত হয়নি। সে কারণে আসন্ন পাকিস্তানের সাধারণ নির্বাচনে দলটির অংশগ্রহণ এখনো প্রশ্নবিদ্ধ।উৎপত্তি এবং গঠন : জাহাঙ্গীর তারিন ও ইমরান খানের মধ্যকার দ্বন্দ্বের ফসল আজকের আইপিপি। একটি বক্তব্যে ইমরান খান জাহাঙ্গীর তারিন এবং আলিম খানের বিরুদ্ধে ‘অবৈধ সুবিধা’ নেওয়ার অভিযোগ করেন। এমনকি তারিনের চিনিকল কেলেঙ্কারির প্রসঙ্গে ইমরান খান বলেন, ‘তারিন তাদের পাশে দাঁড়িয়েছেন যারা দেশের সবচেয়ে বড় ডাকাত। আমি তদন্তের নির্দেশ দিলে তারিনের সঙ্গে মতপার্থক্য তৈরি হয়।’ সূত্র; যুগান্তর

ইরান ইস্যুতে নমনীয় যুক্তরাষ্ট্র

রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা, ইসরায়েলের সঙ্গে শত্রুতা এবং পশ্চিমাবিরোধী পন্থায় শাসন চালানোর কারণে ইরানের ওপর বরাবরই নাখোশ দেখা গেছে যুক্তরাষ্ট্রকে। বিশ্বের সবচেয়ে পরাক্রমশালী যুক্তরাষ্ট্রে সরকার বদল হলেও বদলায় না দেশটির ইরাননীতি। কিন্তু এবার যেন ইরান ইস্যুতে কিছুটা নরম যুক্তরাষ্ট্র। এই নমনীয়তা সামনে এসেছে কয়েকভাবে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি একটি নজিরবিহীন চুক্তিতে পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র। এ চুক্তি অনুযায়ী, ইরানের হাতে আটক যুক্তরাষ্ট্রের পাঁচ ব্যক্তির মুক্তির বিনিময়ে ওয়াশিংটনকে ছাড়তে হবে তেহরানের জব্দকৃত ৬০০ কোটি ডলার। একে ‘হোস্টেজ ডিপ্লোমেসি’ হিসেবে আখ্যা দিচ্ছেন অনেকে। বিশ্লেষকদের চর্চায় উঠে আসছে ঐতিহাসিক পারমাণবিক চুক্তিতে ফেরার ইস্যুটিও। এটিকে যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের নির্বাচনের আগে নতুন কূটনীতি হিসেবেও দেখছেন অনেকে। অবশ্য, বাইডেন প্রশাসন দাবি করেছে, ইরান ইস্যুতে তারা অবস্থান পাল্টাবে না। এই চুক্তিকে বিরল কিন্তু তাৎপর্যপূর্ণ হিসেবে আখ্যা দিয়েছেন কূটনীতিকরা। গত বৃহস্পতিবার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এ বন্দিবিনিময় ইস্যুতে সমঝোতা হয়। সেখানে বলা হয়, যুক্তরাষ্ট্রের পাঁচ বন্দির বিনিময়ে দক্ষিণ কোরিয়ায় আটকে থাকা তেহরানের ৬০০ কোটি ডলার ছাড় করাতে হবে, যা আসবে কাতার সেন্ট্রাল ব্যাংকে। তবে শর্ত দেওয়া হয়েছে, খাবার ও ওষুধ কেনার মতো মানবিক কাজে বিপুল অঙ্কের অর্থ খরচ করতে হবে তেহরানকে। বিশ্লেষকদের দাবি, ২০১৫ সালের পারমাণবিক চুক্তিতে ফেরার প্রথম ধাপ হলো এই কূটনীতি। আবার সৌদি-ইরান বরফ গলায় এটা যুক্তরাষ্ট্রের উদ্বেগের বহিঃপ্রকাশ বলেও মনে করছেন অনেকে। দেশ রুপান্তর

তালেবানের বিরুদ্ধে হস্তক্ষেপের আহ্বান জাতিসংঘ দূতের

আফগানিস্তানে প্রায় দুই বছর আগে তালেবান ক্ষমতা দখলের পর দেশটিতে মানবাধিকার, বিশেষ করে নারীদের অধিকার খর্বের জোরালো সমালোচনা করে এসেছে আন্তর্জাতিক বিশ্ব। তবে সেখানকার পরিস্থিতি বদলানোর ক্ষেত্রে আন্তর্জাতিক বিশ্বের কার্যত অসহায় অবস্থা সামনে এসেছে। নারীদের শিক্ষা, গতিবিধি, উপার্জন ইত্যাদি কার্যকলাপের ওপর একের পর এক নিষেধাজ্ঞা চাপিয়ে চলেছে তালেবান সরকার। এবার আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘের এক কর্মকর্তা তালেবানের ওপর আরও চাপ সৃষ্টির আহ্বান জানালেন। গত মঙ্গলবার জাতিসংঘের বিশ্ব শিক্ষা দূত গর্ডন ব্রাউন আফগানিস্তানে লিঙ্গবৈষম্যকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে ঘোষণা করার জন্য আইসিসির প্রতি আহ্বান জানিয়েছেন। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ব্রাউন বলেন, তিনি আইসিসির প্রসিকিউটর করিম খানকে সে বিষয়ে চিঠি লিখেছেন। করিম খান ২০ বছর ধরে আফগানিস্তানে যুদ্ধাপরাধের তদন্ত করছেন। সূত্র: আজকের পত্রিকা।

অসন্তোষের মুখে মাউয়ি দ্বীপে যাবেন বাইডেন

যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে মাউয়ি দ্বীপে ভয়াবহ দাবানল মোকাবিলায় প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের কাজের গতিতে অসন্তোষ প্রকাশ করেছেন দ্বীপবাসী। এ পরিস্থিতিতে ‘যত শিগগির সম্ভব’ দাবানল বিধ্বস্ত দ্বীপটি পরিদর্শনে যাবেন বলে বাইডেন জানিয়েছেন। বিবিসি জানায়, মাউয়ি দ্বীপে দাবানলে মৃতের সংখ্যা ১০৬ জনে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ভয়াবহ দাবানলে পুড়ে অঙ্গার হয়ে গেছে দ্বীপটি। গত মঙ্গলবার বাইডেন জানিয়েছেন, তিনি এখনো মাউয়ি দ্বীপ পরিদর্শনের যাননি। তবে তিনি শিগগিরই সেখানে যাবেন। সূত্র: দৈনিক বাংলা।

মার্কিন সেনাবাহিনীতে ‘বর্ণবৈষম্যের কারণে’ ট্র্যাভিস কিং উত্তর কোরিয়ায় পালিয়ে গেছেন?

উত্তর কোরিয়া বলছে, মার্কিন সৈন্য ট্র্যাভিস কিং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে “অমানবিক আচরণ এবং বর্ণবৈষম্যের” কারণে গতমাসে সীমান্ত পাড়ি দিয়ে উত্তর কোরিয়ায় পালিয়ে গেছেন। গত ১৮ই জুলাই ২৩ বছর বয়সী এই সৈন্য গাইডেড ট্যুরে থাকার সময় দক্ষিণ কোরিয়া থেকে উত্তর কোরিয়ায় চলে যান।উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ বলছে, মার্কিন সৈন্য ট্র্যাভিস কিং অবৈধভাবে সীমান্ত পার হওয়ার কথা স্বীকার করেছেন এবং তিনি সেদেশে আশ্রয় চেয়েছেন।মার্কিন এই সৈন্যের উত্তর কোরিয়ায় চলে যাওয়ার পর পিয়ংইয়ং-এর পক্ষ থেকে এই প্রথম তার ব্যাপারে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হলো। সূত্র: বিবিসি বাংলা।

রাশিয়ায় ড্রোন বিক্রি বন্ধ করতে ইরানকে যুক্তরাষ্ট্রের তাগাদা

রাশিয়ায় সশস্ত্র ড্রোন বিক্রি বন্ধ করতে ইরানকে তাগাদা দিচ্ছে যুক্তরাষ্ট্র।দুই দেশ উত্তেজনা কমানো এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বৃহত্তর আলোচনা পুনরুজ্জীবিত করার চেষ্টার মধ্যেই এ খবর এল। এ বিষয়ে ব্রিফিং দেওয়া কয়েকজনের বরাত দিয়ে বুধবার এ খবর দিয়েছে ‘দ্য ফিন্যান্সিয়াল টাইমস’ পত্রিকা।হোয়াইট হাউজ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন মঙ্গলবার বলেছেন, তিনি বাড়তে থাকা পারমাণবিক হুমকি কমানোর ইরানের পদক্ষেপকে স্বাগত জানাবেন। সূত্র: বিডি নিউজ

ধর্ম অবমাননার অভিযোগ
পাকিস্তানে ৫ গির্জায় ভাঙচুর, অগ্নিসংযোগ

পাকিস্তানের ফয়সালাবাদে অন্তত ৫টি গির্জায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ধর্ম অবমাননার অভিযোগ তুলে বুধবার জারানওয়ালা এলাকায় এ তাণ্ডব চালানো হয়।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এবং বার্তা সংস্থা এফএফপি এ তথ্য জানিয়েছে।
পুলিশ জানায়, কোরআন অসম্মানের অভিযোগে স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের ওপর এ হামলা চালানো হয়। যে দু’জনের বিরুদ্ধে কোরআনকে অসম্মান করার অভিযোগ উঠেছে তারা এবং তাদের পরিবারের সদস্যরা হামলার ভয়ে বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে।খ্রিষ্টধর্মীয় নেতা আকমল ভাট্টি জানিয়েছেন, একদল লোক অন্তত ৫টি গির্জায় আগুন দিয়েছেন। আতঙ্কিত লোকজন বাড়িঘর ছেড়ে যাওয়ার পর লুটপাট চালানো হয়েছে। সূত্র: সমকাল