ভূরুঙ্গামারীতে দুইদিনব্যাপি যুব সংগঠন ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চাইল্ড নট ব্রাইড প্রকল্পের আয়োজনে বাল্যবিবাহ ও জোরপূর্বক বিবাহের হার কমিয়ে আনতে ও যুবদের নেতৃত্বের উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে ২ দিন ব্যাপি যুব সংগঠন ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হযেছে।

বুধবার (১৬ আগস্ট ) উপজেলা অডিটোরিয়াম হলরুমে এই কর্মশালার শুভ উদ্বোধন হয়। এসময় উপস্তিত ছিলেন জনাব দীপক কুমার দেব শর্মা, উপজেলা নির্বাহী অফিসার, ভূরুঙ্গামারী, মোঃ ময়দান আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, মোঃ ইলিয়াস আলী, টেকনিক্যাল অফিসার ইয়ুথ লিডারশীপ, সিএনবি প্রকল্প,এমজেএসকেএস, মোঃ রেজাউল ইসলাম, মনিটরিং অফিসার, সিএনবি প্রকল্প। আরো উপস্তিত ছিলেন জেলা ও উপজেলা ইয়ুথ প্লাটফর্মের লীডার সহ মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির কর্মকর্তা বৃন্দ।

উক্ত কর্মশালায় উপজেলার ১১ টি যুব সংগঠন থেকে মোট ৩৩ জন যুব লীডার অংশগ্রহণ করেন। দুদিন ব্যাপি কর্মশালায় যুব সংগঠনের গুরুত্ব ও গঠন প্রক্রিয়া, যুব সংগঠনের নেতৃত্বের বিকাশ, স্থানীয় যুব সংগঠন সংক্রান্ত সমস্যা ও সমাধানের উপায়, যুব সংগঠন টেঁকসই করণের প্রক্রিয়া, যুব সংগঠনের নীতিমালা তৈরী ইত্যাদি বিষয়ে ধারণা প্রদান করা হয়।

এছাড়া কর্মশালাটির মাধ্যমে প্রকল্পটির সাথে যুক্ত কিশোর কিশোরী, যুবরা নিজেদেরকে সক্রিয় নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবে এবং সামাজিক আন্দোলনকে শক্তিশালী করতে সক্রিয় ভূমিকা পালন করবে।

উল্লেখ, কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলায় বাল্যবিবাহ ও জোরপূর্বক বিবাহের হার কমিয়ে আনতে এনআরকে-টেলিথন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আর্থিক ও কারিগরি সহযোগিতায় যুবদের নিয়ে কাজ করছে আরডিআরএস বাংলাদেশ এর সিএনবি প্রকল্প।

Nagad