বার্সার ক্রীড়া পরিচালকের দায়িত্বে দেকো

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২৩

ছবি- সংগৃহীত

স্প্যানিশ ক্লাব বার্সেলোনার ক্রীড়া পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন দলটির সাবেক মিডফিল্ডার দেকো। তিন বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে ব্রাজিলিয়ান বংশোদ্ভূত সাবেক এই পর্তুগিজ ফুটবলারকে।

বুধবার (১৬ আগস্ট) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা।

২০০৪ সালে ফুটবল ক্লাব পোর্তো থেকে খেলোয়াড় হিসেবে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন দেকো। কাম্প নউয়ে চার বছরের অধ্যায়ে তিনি লা লিগা জেতেন দুইবার। এছাড়া ৪৫ বছর বয়সী দেকো ২০০৬ সালে জেতেন চ্যাম্পিয়ন্স লিগ।

আগামী ১ সেপ্টেম্বর গ্রীষ্মের ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার পর দায়িত্ব ছাড়বেন বার্সেলোনার ‘ডিরেক্টর অব ফুটবল’ মাতেও আলেমানি। গত মে মাসে দায়িত্ব ছাড়েন ক্লাবের ক্রীড়া পরিচালক জর্ডি ক্রুইফ।

বার্সেলোনা জানিয়েছে, দেকো তাদের ‘ক্রীড়া দর্শনের’ দায়িত্বে থাকবেন এবং কোচ শাভি এর্নান্দেস ও কোচিং স্টাফের বাকি সদস্যদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবেন।

সারাদিন/১৭ আগস্ট/এমবি 

Nagad