আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর
সড়কে মোটরসাইকেল-গাড়ির ওপর আছড়ে পড়ল উড়োজাহাজ, নিহত ১০
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের উপকণ্ঠে মহাসড়কে একটি ছোট আকারের ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিদের মধ্যে আটজন ওই উড়োজাহাজের আরোহী ছিলেন। অন্য দুজন ওই মহাসড়কে প্রাইভেট কার ও মোটরসাইকেলের আরোহী ছিলেন।ওই সময় উড়োজাহাজটি অবতরণ করতে গিয়ে মহাসড়কে প্রাইভেট কার ও মোটরসাইকেলের ওপর আছড়ে পড়ে।বেচক্র্যাফ্ট মডেল ৩৯০ (প্রিমিয়ার ১) একটি হালকা ব্যক্তিগত চার্টার্ড উড়োজাহাজ। দুর্ঘটনার সময় উড়োজাহাজটিতে ছয়জন আরোহী ও দুজন ক্রু ছিলেন। সেলাঙ্গরের পুলিশের প্রধান হুসেইন ওমর খান বলেন, অবতরণ করার ঠিক আগে আগে উড়োজাহাজটি এলমিনা টাউনশিপের কাছে মহাসড়কে বিধ্বস্ত হয়। ওমর খান আরও জানান, নিয়ন্ত্রণকক্ষ থেকে উড়োজাহাজটিকে অবতরণের সংকেত দেওয়া হয়েছিল। এমনকি সেটি থেকে কোনো ধরনের বিপৎসংকেত পাঠানো হয়েছিল, এমন তথ্য জানা যায়নি।মালয়েশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সিএএএম জানিয়েছে, উড়োজাহাজটি দেশের উত্তরাঞ্চলীয় দ্বীপ ল্যাংকাউই থেকে কুয়ালালামপুরের কাছে সুলতান আবদুল আজিজ শাহ বিমানবন্দরে যাচ্ছিল। সূত্র: প্রথম আলো
সর্বজনীন পেনশনের যুগে বাংলাদেশ
বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা শেষে তরুণ চাকরিপ্রত্যাশীদের বড় অংশের প্রথম পছন্দ সরকারি চাকরি। চাকরি শেষে সারা জীবন পেনশন নিরাপত্তার মতো সুবিধা এত দিন শুধু সরকারি চাকরিতেই ছিল। তবে মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল বেসরকারি খাতেও পেনশনব্যবস্থা চালুর। অবশেষে সরকারি সুবিধার মতো না হলেও নিজের জমানো টাকায় বহুল প্রত্যাশিত বেসরকারি খাতের সর্বজনীন পেনশন কর্মসূচি (স্কিম) চালু করেছে সরকার।গতকাল বৃহস্পতিবার এই কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ফলে সবার জন্য সর্বজনীন পেনশন কর্মসূচি উন্মুক্ত হয়েছে, যা ছিল আওয়ামী লীগ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি। সূত্র: কালের কণ্ঠ
নেদারল্যান্ডস-ডেনমার্ক থেকে ইউক্রেনে এফ-১৬ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
ডেনমার্ক ও নেদারল্যান্ডস থেকে ইউক্রেনে এফ-১৬ যুদ্ধবিমান পাঠানোর অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, পাইলট প্রশিক্ষণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই যুদ্ধবিমান পাঠানো হবে।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ডেনমার্ক ও নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রীদের চিঠি দিয়ে বলেছেন, পাইলটদের প্রশিক্ষণ দেওয়ার পর যুদ্ধবিধ্বস্ত দেশটিতে এফ-১৬ হস্তান্তরের অনুরোধ দ্রুত নিষ্পত্তি করবে যুক্তরাষ্ট্র। চিঠিতে ব্লিনকেন কর্মকর্তাদের বলেন, ইউক্রেনে এফ-১৬ যুদ্ধবিমান হস্তান্তর এবং যোগ্য এফ-১৬ প্রশিক্ষকদের মাধ্যমে ইউক্রেনের পাইলটদের প্রশিক্ষণের জন্য যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন করেছে। সূত্র; সমকাল
পাকিস্তানে গির্জা পোড়ানো ও নাশকতার ঘটনায় গ্রেফতার ১৪৬
পাকিস্তানের সবচেয়ে জনবহুল প্রদেশে পাঞ্জাবের জারানওয়ালা শহরে গির্জা পোড়ানো ও নাশকতার ঘটনায় ১৪৬ জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। বুধবার জারানওয়ালা শহরে পাঁচটি চার্চ ও নিকটবর্তী কয়েক ডজন বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরই মধ্যে এসব ঘটনায় তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। পাঞ্জাবের প্রাদেশিক পুলিশের মহাপরিদর্শক ওসমান আনোয়ার গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, “অপরাধী ও ইন্ধনদাতাদের ধরতে আমাদের অভিযান শুরু হয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট সবাইকে আমরা আইনের আওতায় আনার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।”কোরআন অবমাননার অভিযোগ তুলে বুধবার জারানওয়ালার খ্রিস্টান অধ্যুষিত ইসা নগরিতে হামলা চালায় একদল উন্মত্ত জনতা। এ সময় শহরের বৃহত্তম গির্জা হিসেবে পরিচিত স্যালভেশন আর্মি চার্চসহ ওই এলাকার পাঁচটি গির্জা এবং খ্রিস্টানদের বাড়িঘর, দোকানপাটে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ চালায়। সূত্র: বিডি প্রতিদিন
থাইল্যান্ডে প্রধানমন্ত্রী নির্বাচন ২২ আগস্ট
ক্ষমতার লোভে সিনাওয়াত্রা দলের ডিগবাজি
থাইল্যান্ডে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচনে ভোটাভুটির তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২২ আগস্ট দেশটিতে প্রধানমন্ত্রী নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এই প্রধানমন্ত্রী নির্বাচনে অংশ নিতে পারবেন না মুভ ফরোয়ার্ড পার্টি (এমএফপি) নেতা পিটা লিমজারোয়েনরাত। ‘পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচনে পিটাকে মনোনয়ন দেওয়া যাবে না’-আদালতের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে একটি পিটিশন দায়ের করা হয়েছিল। সেই পিটিশন প্রত্যাখ্যান করে থাইল্যান্ডের সাংবিধানিক আদালত বুধবার এ সিদ্ধান্ত নেন। অন্যদিকে ক্ষমতার লোভে মরিয়া হয়ে উঠেছে সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার ফিউ থাই পার্টি। সরকার গঠনের আশায় পুরাতন বন্ধু ছেড়ে সামরিক দলের জোটে ডিগবাজি দিয়েছে দলটি।প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য শ্রেথা থাভিসিনকে মনোনয়ন দিয়েছে ফিউ থাই পার্টি। নির্বাচনে জিততে শ্রেথাকে যৌথ নিম্ন ও উচ্চকক্ষের অর্ধেকেরও বেশি সমর্থনের প্রয়োজন হবে। থাইল্যান্ডে প্রধানমন্ত্রী নির্বাচিত হতে হলে মোট ভোটের প্রয়োজন হয় ৩৭৬টি । চলতি বছরের গত ১৪ মে নির্বাচনে ফিউ থাই পার্টি মোট ৩৩৯টি আসন জিতেছিল। তাই সরকার গঠনে তাদের আরও সিনেটর ভোটের প্রয়োজন হবে ৩৭টি। তবে সরকার গঠনে ফিউ থাই পার্টিকে সমর্থন দেবে না মুভ ফরওয়ার্ড পার্টি (এমএফপি)। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ কথা নিশ্চিত করেছেন এমএফপি দলের সেক্রেটারি জেনারেল চৈথাওয়াত তুলথন। বলেন, ‘এই সরকার গঠন হলে তাতে জনগণের ইচ্ছাকে প্রাধান্য দেওয়া হবে না। এই সরকার গঠনের চেষ্টা জনগণের চাওয়ার প্রতিফলন নয়।’ আরও বলেন, ‘আমরা এই পরিস্থিতিতে সরকার গঠনে কোনো অংশ নিতে চাই না।’ সূত্র; যুগান্তর
রাশিয়ার দাবি
মস্কোর কেন্দ্রস্থলে আবারো ইউক্রেনের ড্রোন হামলা
মস্কোয় আবারো ড্রোন হামলা চালানো হয়েছে। এতে শহরজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আজ শুক্রবার (১৮ আগস্ট) ভোরের এ হামলায় একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে রুশ কর্মকর্তারা। তাদের দাবি, ইউক্রেন এ হামলা চালিয়েছে। খবর বিবিসি ও আল জাজিরা।
অঞ্চলটির মেয়র সের্গেই সোবিয়ানিন বলেন, ড্রোনটিকে গুলি করে প্রতিহত করা হয়েছে। তবে শহরের এক্সপো সেন্টারে ধ্বংসস্তূপ পড়েছে।রাশিয়ার রাজধানীতে এই ধরনের হামলার সিরিজের মধ্যে এটি সর্বশেষ ঘটনা।এক্সপো সেন্টারটি বড় ধরনের প্রদর্শনীর জন্য ব্যবহৃত হয়। স্থাপনাটির অবস্থান ক্রেমলিন থেকে পাঁচ কিলোমিটার দূরে।সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ফুটেজে দেখা যাচ্ছে, মস্কোর রাতে আকাশে ঘন ধূসর ধোঁয়া উঠছে। সূত্র: বণিক বার্তা।
ট্রাম্পের নির্বাচনী মামলার শুনানি ৩ বছর পেছানোর অনুরোধ আইনজীবীর
নির্বাচনী ফল পাল্টে দেওয়ার প্রচেষ্টার অভিযোগ এনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সেই মামলার শুনানি অন্তত তিন বছর পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছেন ট্রাম্পের আইনজীবীরা। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটনের ফেডারেল আদালতে এই অনুরোধ জানান তাঁরা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
চলতি মাসের শুরুর দিকে দায়ের করা ওই মামলায় ট্রাম্পের বিরুদ্ধে ৪৫ পৃষ্ঠার অভিযোগনামায় মোট ৪টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—মিথ্যা তথ্য দিয়ে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে জয়ী ঘোষণা করা থেকে কংগ্রেসকে বাধা দেওয়া এবং ভোটার দেওয়া রায় থেকে তাঁদের বঞ্চিত করা। সূত্র: আজকের পত্রিকা।
মার্কিন সমালোচনা বাড়ায় দুশ্চিন্তা
সরকার কি নির্বাচন করতে পারবে? আবার কি ক্ষমতায় আসতে পারবে আওয়ামী লীগ? যুক্তরাষ্ট্রের অবস্থানের পরিবর্তন হবে, কখন হবে? দেশটিকে ‘ম্যানেজ’ করতে না পারলে, নির্বাচন কি ঠেকিয়ে দেবে তারা? আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীর মধ্যে ঘুরপাক খাচ্ছে এসব প্রশ্ন। দলের কেন্দ্রীয় ও নীতিনির্ধারণী পর্যায়ের নেতাদের কারও সঙ্গে দেখা হলেই এসব প্রশ্নের উত্তর জানতে চান কর্মীরা। কোনো সাংবাদিকের সঙ্গে দেখা হলেও এমন প্রশ্ন করেন মাঠপর্যায়ের নেতাকর্মীরা। তাদের এভাবে জানতে চাওয়ার কারণ সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রীর বক্তব্য। প্রধানমন্ত্রী ছাড়াও নানা সময় আরও কয়েকজন মন্ত্রীকেও একইভাবে দেশটির সমালোচনা করতে দেখা গেছে। ফলে নেতাকর্মীরা যখন নির্বাচন, দলের ক্ষমতায় আসার সম্ভাবনা এসব বিষয়ে প্রশ্ন করেন, তখন তাদের চোখে-মুখে দুশ্চিন্তার ছাপ দেখা যায়। এ অবস্থার জন্য সুবিধাবাদীদের দায়ী করে ক্ষোভও প্রকাশ করেন কেউ কেউ। গত রবিবার আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্যের সঙ্গে দেখা করে তার বাসা থেকে বেরিয়ে আসার সময় ছাত্রলীগের সাবেক এক শীর্ষ নেতার সঙ্গে দেখা হয় এই প্রতিবেদকের। হন্তদন্ত হয়ে এগিয়ে এসে তিনি জানতে চান, কি মনে হয় নির্বাচন হবে? আপনাদের কাছে কি তথ্য আছে? আওয়ামী লীগ কি আবার ক্ষমতায় আসতে পারবে? এসব বিষয়ে নেতা কী বললেন? এক নাগাড়ে এসব প্রশ্ন করে কৌতূহলভরা চোখে তাকিয়ে থাকেন ক্ষমতাসীন দলের ভ্রাতৃপ্রতিম সংগঠনের সাবেক ওই নেতা। সূত্র: দেশ রুপান্তর
কানাডায় ভয়াবহ দাবানল, শহর ছাড়তে মরিয়া শত শত মানুষ
দাবানল দ্রুত কানাডার উত্তরাঞ্চলীয় শহরের দিকে আসতে থাকায় কানাডার ইয়েলোনাইফ শহরের ক্ষুব্ধ অধিবাসীরা উদ্ধারকারী উড়োজাহাজে আরোহণ করতে পারেনি। বৃহস্পতিবার যারা দীর্ঘ সময় ধরে বিমানে ওঠার জন্য অপেক্ষা করছিলেন তাদের কর্মকর্তারা আবারো শুক্র বা শনিবার চেষ্টা করতে বলেছেন।একই সাথে দেশটির বড় দুটি এয়ারলাইন্সও তীব্র সমালোচনার মুখে পড়েছে ভাড়া ও টিকেট পরিবর্তন ফি বাড়িয়ে দেয়ার কারণে।বৃহস্পতিবার নাগাদ দাবানলের অবস্থান ছিলো ইয়েলোনাইফের পনের কিলোমিটার উত্তর পশ্চিমে। শনিবার নাগাদ এই আগুন শহরের কাছাকাছি চলে আসতে পারে। সূত্র: বিবিসি বাংলা।
যুক্তরাষ্ট্রে নিজেদের দেউলিয়া ঘোষণা করল চীনের আবাসন কোম্পানি এভারগ্র্যান্ড
চীনে আবাসন ব্যবসায় সঙ্কটের মধ্যে দেশটির দ্বিতীয় বৃহত্তম রিয়েল এস্টেট কোম্পানি এভারগ্র্যান্ড যুক্তরাষ্ট্রে নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে।বিবিসি জানিয়েছে, এ সঙ্কট থেকে উত্তরণে বৃহস্পতিবার নিউ ইয়র্কের একটি আদালতে সুরক্ষার আবেদন করেছে এই চীনা কোম্পানি। মার্কিন আইনে দেউলিয়া হওয়া থেকে সুরক্ষা পেলে ঋণে জর্জরিত এভারগ্র্যান্ড যুক্তরাষ্ট্রে তাদের সম্পদ রক্ষা করতে পারবে।দুর্দশা থেকে উদ্ধার পেতে আরও কয়েক বিলিয়ন ডলার ঋণের জন্য ঋণদাতাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এভারগ্র্যান্ড। চীনা এই রিয়েল এস্টেট কোম্পানি ২০২১ সালে ঋণ খেলাপি হলে বিশ্বজুড়ে আর্থিক বাজারে তার ধাক্কা লাগে। তখন থেকেই ঋণ পুনর্গঠনের জন্য আলোচনা চালিয়ে আসছে এভারগ্র্যান্ড। সূত্র: বিডি নিউজ