আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৩৮ পূর্বাহ্ণ, আগস্ট ১৯, ২০২৩

ভুল বিচারে কারা ভোগ, ক্ষতিপূরণ পেয়ে কোটিপতি

নিউজিল্যান্ডের এক নাগরিক ভুল বিচারের কারণে দুই দফায় ১৮ বছর কারা ভোগ করেছেন। পরে প্রমাণিত হয়েছে তিনি প্রকৃত দোষী নন। এর বিনিময়ে তাঁকে ৩০ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ৩৩ কোটি টাকা (১ ডলারে প্রায় ১১০ টাকা হারে)। ওই ব্যক্তির নাম অ্যালান হল। ১৯৮৬ সালে অকল্যান্ডের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার দায়ে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। অথচ ঘটনাস্থলে হলের উপস্থিতির বিষয়ে কোনো ফরেনসিক প্রমাণ ছিল না। এমনকি হামলাকারীর যে উচ্চতা ও জাতিগোষ্ঠীর কথা বলা হয়েছিল, অ্যালানের সঙ্গে এরও কোনো মিল নেই। সূত্র: প্রথম আলো

তুষার কম, বাড়ছে বৃষ্টি
বিপজ্জনক হচ্ছে হিমালয় অঞ্চল

ভারতের হিমালয় পার্বত্য অঞ্চলে মুষলধারে বৃষ্টি এবং অনিয়ন্ত্রিত নির্মাণযজ্ঞ প্রায়ই বিপর্যয় ঘটাচ্ছে। তবে বৃষ্টিপাত অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার কারণে ওই অঞ্চল আরো ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। গবেষকরা হিমালয় অঞ্চলের জলবায়ুর পরিবর্তনকে এ জন্য দায়ী বলে মনে করছেন। চলতি মাসে ভূমিধস এবং আকস্মিক বন্যায় এরই মধ্যে উত্তর ভারতের হিমালয় পাদদেশের অঞ্চলগুলোতে বেশ কিছু মানুষ প্রাণ হারিয়েছে।সেখানে অনেক বাড়িঘরসহ বহু ভবন কাদার নিচে চাপা পড়েছে। নেপাল ও পাকিস্তানের কিছু অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে।গবেষকদের নতুন এক সমীক্ষায় দেখা গেছে, হিমালয়সহ বিশ্বের পর্বতগুলোতে এখন এমন উচ্চতায় অনেক বৃষ্টিপাত হচ্ছে যেখানে আগে মূলত তুষারপাত হতো। এই পরিবর্তন পাহাড়গুলোকে আরো বিপজ্জনক করে তুলছে। সূত্র; কালের কণ্ঠ

লিঙ্গ বৈষম্যমূলক শব্দ বাদ দিতে নতুন হ্যান্ডবুক প্রকাশ ভারতের সুপ্রিম কোর্টের

বিচার ব্যবস্থায় লিঙ্গ সচেতনতা গড়ে তুলতে চায় ভারতের সুপ্রিম কোর্ট। আর তাই প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ‘হ্যান্ডবুক অন কমব্যাটিং জেন্ডার স্টিরিওটাইপস’ শীর্ষক একটি বই প্রকাশ করেছেন।রায়ের কপি ও আইন সংক্রান্ত বিভিন্ন নথিতে কোন কোন শব্দ লেখা যাবে না সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে বইটিতে। সব মিলিয়ে দেওয়া হয়েছে ৪০টির বেশি শব্দের তালিকা। এক প্রতিবেদনে ইন্ডিয়া টুডে জানায়, এ তালিকায় রয়েছে ‘প্রস্টিটিউট’, ‘লেডিলাইক’, ‘কেরিয়ার ওম্যান’, ‘ইভ টিজিং’ এর মতো শব্দ। বৈষম্যমূলক এসব শব্দের বিকল্প শব্দও বলে দেওয়া হয়েছে ওই হ্যান্ডবুকে। যেমন ‘পতিতা’ শব্দটি ব্যবহার করা যাবে না। লিখতে বা বলতে হবে ‘সেক্স ওয়ার্কাস’ বা ‘যৌনকর্মী। ‘হাউজওয়াইফ’ এর বদলে ‘হোমমেকার’ ব্যবহার করতে হবে। তালিকা অনুযায়ী ‘অ্যাফেয়ার’ কথাটিও লেখা বা বলা যাবে না। পরিবর্তে ব্যবহার করতে হবে ‘রিলেশনশিপ আউটসাইড অফ ম্যারেজ’। একইভাবে ‘ইভটিজিং’ শব্দের পরিবর্তে লিখতে হবে ‘স্ট্রিট সেক্সুয়াল হ্যারাসমেন্ট’ বা ‘পথে যৌন হেনস্থা’। সূত্র: সমকাল

Nagad

মণিপুরে ফের সহিংসতায় তিনজন নিহত

নতুন করে সহিংসতার সৃষ্টি হয়েছে ভারতের মণিপুর রাজ্যে। সর্বশেষ গতকালের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। গতকাল ভোরে মণিপুরের উখরুল জেলায় এ সহিংসতার ঘটনা ঘটেছে। অস্ত্রধারী দুর্বৃত্তদের সঙ্গে গুলি বিনিময়ে ওই তিন গ্রামবাসী নিহত হয়েছে বলে রাজ্য প্রশাসন দাবি করেছে। জানা গেছে, জেলার সদর শহর উখরুল টাউন থেকে প্রায় ৪৭ কিলোমিটার দূরে থোয়াই কুকি গ্রামে ব্যাপক গোলাগুলিতে এ হতাহতের ঘটনা ঘটেছে। এ দিন ভোরে গ্রামটিতে হঠাৎ গুলির শব্দ হয়। গ্রাম প্রতিরক্ষা বাহিনীও গুলি ছুড়ে। পরে গ্রামবাসী তিনজনের লাশ পায়। সূত্র; বিডি প্রতিদিন।

রাশিয়ার ‘মাইন’ তুলতে মরিয়া সেনা-কৃষক-স্বেচ্ছাসেবক
জীবন হাতে মৃত্যুফাঁদে ইউক্রেন
প্রতি এক বর্গমিটারে ‘পাঁচটি’ মাইন। ৫০-১০০ সেনা হাসপাতালে। মাইন সরাতে ৫৪ দেশ এক জোট * ১০,০০০ কর্মী কাজ করলেও লাগবে এক দশক। মাঠে নামছে ক্রোয়েশিয়ার রোবট

হাঁটতে গেলেও হিসাব করে ফেলতে হয় পা। মাটির তলায় পরতে পরতে ঘাপটি মেরে আছে ‘মৃত্যুফাঁদ’। একটুখানি অসাবধানতা আর বেখেয়ালি হলেই ঘটে সাংঘাতিক দুর্ঘটনা। নির্ঘাত মৃত্যু নতুবা আজীবন বিকলাঙ্গের বোঝা। এক সময়ের সোনালি সূর্যমুখীর দেশ ইউক্রেন এখন ‘মাইনের কারখানা’। জীবন হাতে রাশিয়ার পুঁতে রাখা সেই মাইন তুলতে মরিয়া ইউক্রেনের সেনা-কৃষক এবং স্বেচ্ছাসেবক। দেশটির সীমান্তবর্তী অঞ্চলের প্রতি বর্গমিটারে পাঁচটি করে মাইন পাওয়া যাচ্ছে। মাটির নিচে থাকা সেসব মাইনের কারণে কৃষকরা ফসল ফলাতে পারছে না। পায়ে পায়ে ভয়। সারাক্ষণই তটস্থ-এই বুঝি প্রাণ গেল! রাশিয়ার হামলার পর থেকে পৃথিবীতে সবচেয়ে বেশি মাইন রয়েছে বর্তমানে ইউক্রেনে। মাইনগুলো পরিষ্কারে পর্যাপ্ত লোকবল এবং সরঞ্জামের অভাবে হিমশিম খাচ্ছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী। গার্ডিয়ান, এপি, এএফপি। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী অলেক্সি রেজনিকভ জানান, ‘আজকের বিশ্বে ইউক্রেনই সবচেয়ে বেশি মাইনের দেশ। শত শত কিলোমিটার মাইনফিল্ড। লাখ লাখ বিস্ফোরক ডিভাইস। রাশিয়ার পুঁতে রাখা এ মাইনগুলো আমাদের সৈন্যদের জন্য গুরুতর বাধা, তবে তা অনতিক্রম্য নয়। আমাদের কাছে দক্ষ স্যাপার (মাইন পরিষ্কারক সৈনিক) ও যন্ত্র রয়েছে। তবে ইউক্রেনের দক্ষিণ ও পূর্বে শত শত কিলোমিটার ফ্রন্টগুলোর জন্য সেগুলো অপর্যাপ্ত।’ দনেৎস্কো অঞ্চলের স্টারমাইয়রস্কের গ্রামে ১৩ জন সদস্যের শক্তিশালী ব্রিগেড মাইন পরিষ্কারের মিশনে যান। যাদের মধ্যে পাঁচজন আঘাতপ্রাপ্ত হন এবং দুজনের অঙ্গহানি ঘটে। দিনিপ্রোর মেকনিকভ হাসপাতালের চিফ মেডিকেল অফিসার সের্হি রাইজেনকো বলেন, ‘প্রতিদিনই হাসপাতালে ৫০-১০০ জন সেনা ভর্তি হন, যাদের অধিকাংশই মাইনের আঘাতে আহত হন। হাসপাতালের ২১,০০০ সৈন্যের মধ্যে ২,০০০ সৈন্যই তাদের প্রাণ হারিয়েছেন। পক্ষাঘাত একবার দেখা দিলে ৯০ শতাংশেরই কোনো না কোনো অঙ্গচ্ছেদ ঘটাতে হয়।’ ইউক্রেনর মাইন পরিষ্কারক দলগুলোকে আরও দক্ষ প্রশিক্ষণ দিতে এক জোট হয়েছে ৫৪টি দেশ। এদের মধ্যে রয়েছে লিথুয়ানিয়া, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন, জার্মানিসহ আরও অনেক দেশ। সূত্র; যুগান্তর

ইউক্রেনকে ১৬ হাজার কোটি ডলারের সহায়তা দিয়েছে পশ্চিমা বিশ্ব

রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর পেরিয়ে গেছে প্রায় দেড় বছর। এই সময়ের মধ্যে পশ্চিমা বিশ্ব ইউক্রেনকে ১৬ হাজার কোটি ডলারেরও বেশি সামরিক ও বেসামরিক সহায়তা দিয়েছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক ম্যাগাজিন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। রুশ সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, লাভরভ বলেছেন, ‘অর্থের বিবেচনায় পশ্চিমা বিশ্ব জেলেনস্কি প্রশাসনকে বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে ১৬ হাজার কোটি ডলারেরও বেশি সহায়তা দিয়েছে। এর মধ্যে এককভাবে যুক্তরাষ্ট্রই ৭ হাজার ৫০০ কোটি ডলারের সামরিক সহায়তা দিয়েছে।’ সূত্র; আজকের পত্রিকা।

নিজের বিরুদ্ধেই লড়ছে কিয়েভ!

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেনে দুর্নীতিবিরোধী অভিযানে ঘুষ গ্রহণ এবং সেনাবাহিনীতে যোগ দিতে সক্ষম এমন প্রাপ্ত বয়স্কদের দেশ থেকে পাচারের অভিযোগে সব আঞ্চলিক সামরিক নিয়োগ কর্মকর্তাদের বরখাস্ত করা হয়েছে। গত সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যখন ৩০ জনের বেশি কর্মকর্তাকে বরখাস্ত করার ও তাদের ফৌজদারি অভিযোগের অভিযুক্ত করার ঘোষণা দেন তখনই আরেকটি অভিযোগ সামনে আসে। ইউক্রেনের উপ প্রতিরক্ষা মন্ত্রী ব্রিটিশ সংবাদমাধ্যমের কাছে স্বীকার করেন যে, নারী সৈনিকের সঙ্গে ‘অগ্রহণযোগ্য’ আচরণ করেন সেনা কর্মকর্তারা। জার্মান সংবাদমাধ্যম বলছে, কিয়েভ এমন পরিস্থিতির মধ্যে পড়েছে যে, নিজের সেনাদের মধ্যে শৃঙ্খলা ফেরাতে লড়তে হচ্ছে এখন। এর আগেও সেনাবাহিনীর নিয়োগে দুর্নীতি নিয়ে আলোড়ন হয়েছিল ইউক্রেনে। সেনা পরিচালনায় দুর্নীতির অভিযোগও উঠেছিল। গুরুত্বপূর্ণ সেনা অফিসারকে বরখাস্ত করেছিলেন জেলেনস্কি। কিন্তু এবার যে দুর্নীতির কথা সামনে এসেছে, তা আকার ও আয়তনে আগের সমস্ত অভিযোগের চেয়ে অনেক বড়। সূত্র; দেশ রুপান্তর

রুশ যুদ্ধজাহাজে হামলাচেষ্টা নস্যাৎ

কৃষ্ণ সাগরে দুটি রুশ যুদ্ধজাহাজে ইউক্রেনের নৌ-ড্রোন হামলা নস্যাৎ করার দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার রাতে ইউক্রেনের সশস্ত্র বাহিনী সামুদ্রিক ড্রোন দিয়ে রুশ যুদ্ধজাহাজে আক্রমণ চালানোর চেষ্টা চালায়। মন্ত্রণালয় বলছে, ড্রোনটি তার লক্ষ্যে পৌঁছানোর আগেই পাইটলিভি ও ভ্যাসিলি বাইকভ টহল জাহাজ এটিকে ধ্বংস করে দেয়।বার্তা সংস্থা রয়টার্স জানায়, রুশ যুদ্ধজাহাজগুলো ক্রিমিয়ার সেভাস্তোপলের ২৩৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে কৃষ্ণ সাগরের দক্ষিণ-পশ্চিম অংশে নৌ-চলাচল নিয়ন্ত্রণে কাজ করছিল।এদিকে রাশিয়ার বিমান পরিবহন সংস্থা জানিয়েছে, সাতটি ফ্লাইট বিকল্প বিমানবন্দরগুলোতে পাঠিয়ে দেয়া হয়। সূত্র; দৈনিক বাংলা।

কানাডায় ভয়াবহ দাবানল, পালাচ্ছে হাজার হাজার মানুষ
এরই মধ্যে কানাডাজুড়ে পুড়ে ছাই হয়েছে গ্রিসের চেয়েও বড় আয়তনের এলাকা।

ভয়াবহ দাবানলে পুড়ছে কানাডা। দেশজুড়ে জ্বলছে ১,০৫০ টি দাবানল। আগুন ছড়িয়ে পড়েছে ব্রিটিশ কলাম্বিয়া থেকে কুইবেক পর্যন্ত। এরই মধ্যে কানাডাজুড়ে পুড়ে ছাই হয়েছে গ্রিসের চেয়েও বড় আয়তনের এলাকা। প্রাণ বাঁচাতে বিভিন্ন নগরী ছেড়ে পালাচ্ছে হাজার হাজার মানুষ। শুক্রবার কানাডার উত্তরাঞ্চলীয় ইয়েলোনাইফ নগরী ছেড়ে যেতে শুরু করেছে ২০ হাজার মানুষ। ওদিকে, ব্রিটিশ কলাম্বিয়ায় দাবানল থেকে বাঁচতে প্রায় ২৫ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে।
১ লাখ ৫০ হাজার মানুষের কেলোনা নগরীতে দাবানলের ভয়াবহতার কারণে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। আগুনে এ নগরীর পশ্চিমাঞ্চলে কিছু অবকাঠামো ইতোমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।ইয়োলোনাইফ নগরীর অবস্থাও বেশ খারাপ। শনিবারেও শহরের উপকণ্ঠে দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি আছে। কয়েক দিন আগে থেকেই নগরীর অনেকে এমন পরিস্থিতির শিকার হয়েছেন। সূত্র; বিডি নিউজ

যুক্তরাষ্ট্রে দেউলিয়াত্ব ঘোষণা করলো বিশাল চীনা কোম্পানি এভারগ্রান্ডে

চীনে রিয়েল এস্টেট সংকট গভীর হওয়ার মাঝেই বিশাল চীনা রিয়েল এস্টেট কোম্পানি এভারগ্রান্ডে যুক্তরাষ্ট্রে দেউলিয়াত্ব থেকে সুরক্ষার জন্য আবেদন করেছে। ঋণদাতাদের সাথে কয়েক বিলিয়ন ডলারের এক চুক্তিতে পৌঁছানোর জন্য ঋণভারে জর্জরিত এই কোম্পানিটিকে মার্কিন যুক্তরাষ্ট্রে তার স্থাবর-অস্থাবর সম্পদ রক্ষা করার অনুমতি দেবে।এভারগ্রান্ডের বিশাল ঋণ ২০২১ সালেই খেলাপি হয়েছে। সে সময় বিশ্বব্যাপী আর্থিক বাজারে এই ঘটনাটি হৈচৈ ফেলে দিয়েছিল।বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এই দেশটিকে নিয়ে উদ্বেগ যত বাড়ছে, তার সাথে যুক্ত হয়েছে চীনের রিয়েল এস্টেট খাতের এসব সমস্যা। সূত্র; বিবিসি বাংলা।