আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর
মালয়েশিয়ার কথা বলে মিয়ানমারে নিয়ে হত্যা, মানব পাচারকারী চক্রের দুজন গ্রেপ্তার
মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার কথা বলে নারায়ণগঞ্জের ১৯ যুবককে মিয়ানমারে আটকে রেখে মুক্তিপণ আদায়সহ একজনকে হত্যার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শুক্রবার নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার সকালে এক খুদে বার্তায় র্যাবের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে। র্যাব বলছে, মালয়েশিয়ায় উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ১৯ যুবককে মিয়ানমারে নিয়ে আটকে রেখে মুক্তিপণ আদায় করে মানব পাচারকারী চক্র। সূত্র: প্রথম আলো
কক্সবাজার রেলপথ
সুরক্ষায় তিন পরামর্শ এডিবির
বন্যা ও পাহাড়ি ঢলে নির্মিতব্য কক্সবাজার রেললাইনের ক্ষতিগ্রস্ত অংশ সুরক্ষার জন্য আগামী ৫০ বা ১০০ বছরে জলবায়ু পরিবর্তনের প্রভাব এই এলাকায় কেমন হতে পারে তা পর্যালোচনার পরামর্শ দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক—এডিবি। তারা ১৮ হাজার কোটি টাকার এই প্রকল্পে বেশির ভাগ অর্থায়ন করছে। সম্প্রতি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে এডিবি বলেছে, রেলপথের এই অংশের উচ্চতা আরো বাড়ানো দরকার কি না তা-ও বিবেচনা করতে হবে। রেলপথ রক্ষায় প্রয়োজনে সাঙ্গু নদীতে বাঁধ দেওয়ার দরকার হলে তা-ও ভেবে দেখা যেতে পারে।এডিবির প্রতিনিধিদের কেউ কালের কণ্ঠ’র সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি হননি। তবে সংশ্লিষ্ট সূত্র বলছে, পরিদর্শনের পর তাঁরা অনানুষ্ঠানিকভাবে এই তিনটি পরামর্শ দিয়েছেন। আনুষ্ঠানিক প্রতিবেদন পরে দেওয়া হবে।
এদিকে দেশীয় বিশেষজ্ঞরা এই প্রকল্পের পরিকল্পনা ও নকশায় গলদ আছে বলে মত দিয়েছেন। সূত্র: কালের কণ্ঠ
আগস্টে আরও ভয়ংকর ডেঙ্গু
ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। আরও ভয়ংকর রূপ নিয়েছে আগস্টে। আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলছে। গত জুলাই মাসের ৩১ দিনে ডেঙ্গুতে যতজন আক্রান্ত হয়েছেন, তার চেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে চলতি মাসের প্রথম ১৭ দিনে।জুলাইয়ে ৪৩ হাজার ৮৫৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। আগস্টের ১৭ দিনে সেই সংখ্যা ৪৪ হাজার ৪৫ জনে দাঁড়িয়েছে। জুলাইয়ে মৃত্যু হয়েছিল ২০৪ জনের। আগস্টে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২০২ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আগস্টে ডেঙ্গু সংক্রমণ শীর্ষ পর্যায়ে পৌঁছাতে পারে। সংক্রমণের গতি যে হারে বাড়ছে, তাতে এবার অন্যান্য বছরের রেকর্ড ছাড়াতে পারে। ডেঙ্গু নিয়ন্ত্রণে সম্মিলিত উদ্যোগ জরুরি।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জন মারা গেছেন। এর মধ্যে সাতজন ঢাকা শহরের এবং দু’জন ঢাকার বাইরের। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আরও ১ হাজার ৫৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৮০৪ জন এবং ঢাকার বাইরে ৭৬১ জন। এ নিয়ে চলতি বছরে এ পর্যন্ত এই রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৫ হাজার ৮৭৭ জনে। এর মধ্যে ঢাকা শহরে ৪৬ হাজার ৯৩৩ জন ও ঢাকার বাইরে ৪৮ হাজার ৯৪৪ জন।স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৪৫৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা শহরে ৩৪৩ জন এবং ঢাকার বাইরে ১১০ জন। সূত্র: সমকাল
আফ্রিকায় বৈঠক হাসিনা-মোদির
দেখা হতে পারে চীনের প্রেসিডেন্টসহ বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কদের সঙ্গেও
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠেয় ব্রিকস (ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, সাউথ আফ্রিকার সমন্বয়ে বাজার অর্থনীতির বর্ধিষ্ণু দেশগুলোর শান্তি, নিরাপত্তা, উন্নয়ন ও সহযোগিতাবিষয়ক ফোরাম) শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে বৈঠক হতে পারে। সম্মেলন চলবে ২১ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত। মোদি ও হাসিনা এ সম্মেলনে যোগ দেবেন বলে সরকারি সূত্র জানিয়েছে। বাংলাদেশে আগস্ট হচ্ছে ‘শোকের মাস’। সাধারণত এ মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ সফর করেন না। এবার যেহেতু ব্রিকস গোষ্ঠীতে নয়া সদস্য রাষ্ট্র অন্তর্ভুক্তি নিয়ে সিদ্ধান্ত হতে পারে, তাই তিনি সফর করবেন। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা জেনেভায় সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্রিকসে যোগদানের আমন্ত্রণ জানান। দক্ষিণ আফ্রিকা বর্তমান ব্রিকস প্রেসিডেন্ট। পরে প্রধানমন্ত্রী হাসিনাও জানান, বাংলাদেশ ব্রিকসে যোগ দিতে আগ্রহী। সম্প্রতি কিছু আন্তর্জাতিক গণমাধ্যম সংবাদ প্রকাশ করে যে, ভারত সম্প্রসারণের বিরোধী। এ বিষয়ে সর্বশেষ সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র প্রকাশিত সংবাদ সম্পূর্ণ খণ্ডন করে বলেন, আমরা ব্রিকস সম্প্রসারণে বিরোধিতা করছি, এ তথ্য সম্পূর্ণ ভুল। আবারও বলছি ভুল। বরং চতুর্দশ ব্রিকস সম্মেলনে রাষ্ট্রনেতারা ব্রিকস সম্প্রসারণে সহমত হয়েছিলেন। এখন ব্রিকস সমন্বয়কারী সব রাষ্ট্রের শেরপারা এ বিষয়ে আলোচনা করছেন। আমরা মনে করি সব কিছুই ইতিবাচকভাবে এগোচ্ছে। সূত্র; বিডি প্রতিদিন।
ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ নীতিমালার খসড়া
ক্ষমতা খর্ব ইসি কর্মকর্তার বাড়ছে ডিসি-এসপির
জেলায় ডিসি এবং উপজেলায় ইউএনও’র নেতৃত্বে নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে * ইসির কর্মকর্তাদের এখতিয়ার কমানো নয় বরং সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি হচ্ছে – ইসি সচিব
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তা (প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং) বাছাই ও প্যানেল তৈরির কার্যক্রমে নিজস্ব লোকবলের এখতিয়ার কমিয়ে দিচ্ছে ইসি। এ কার্যক্রমে যুক্ত করা হচ্ছে জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ওসিসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের।জেলা পর্যায়ে ডিসির নেতৃত্বে সাত/ছয় সদস্য এবং উপজেলা পর্যায়ে ইউএনও’র নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি এ কার্যক্রম পরিচালনা করবে। সদস্য সচিব হিসাবে সাচিবিক দায়িত্ব পালন করবেন নির্বাচন কমিশন (ইসি) কর্মকর্তারা। বৃহস্পতিবার নির্বাচন ভবনে অনুষ্ঠিত এক বৈঠকে এসব নিয়ম অন্তর্ভুক্ত করে ‘ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও নিয়োগ নীতিমালা’ খসড়ার অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশনের এ সংক্রান্ত কমিটি। আগামী সোমবার অনুষ্ঠেয় নির্বাচন কমিশনের ২২তম সভায় এটি চূড়ান্ত অনুমোদন দেওয়ার জন্য বৈঠকের আলোচ্যসূচিতে রাখা হয়েছে। সূত্র; যুগান্তর
বাংলাদেশের সংসদ নির্বাচন নিয়ে ভারত-যুক্তরাষ্ট্রে টানাটানি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে অবস্থান নিয়েছে ভারত। নিজেদের কৌশলগত বৈশ্বিক মিত্র যুক্তরাষ্ট্রকে দেওয়া এক কূটনৈতিক বার্তায় এই অবস্থান স্পষ্ট করেছে দেশটি। সেই বার্তায় তারা বলেছে, শেখ হাসিনার সরকার দুর্বল হলে ভারত ও যুক্তরাষ্ট্র কারও জন্যই তা ভালো হবে না। দিল্লি থেকে গতকাল শুক্রবার করা এক প্রতিবেদনে এই কূটনৈতিক বার্তাটির কথা প্রকাশ করেছে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক করার জন্য ‘সহায়তা’ হিসেবে বাংলাদেশের বিষয়ে নতুন ভিসা নীতি আরোপ করার পর থেকে যুক্তরাষ্ট্র বিরোধী দলগুলোর সঙ্গে সমঝোতায় আসার জন্য আওয়ামী লীগ সরকারের ওপর পরোক্ষ চাপ দিয়ে চলেছে। এমন সময় ভারত নিজের নিরাপত্তাঝুঁকির দিকটি সামনে এনে দেশটিকে ওই বার্তা দিয়েছে বলে মনে করছেন দেশটির এক বিশ্লেষক। সূত্র; আজকের পত্রিকা ।
উন্নত জীবন পেতে চিত্রতারকারা
অতীতের তুলনায় সাম্প্রতিককালে বাংলাদেশের শোবিজ তারকাদের বিদেশ ঘোরার প্রবণতা বেশি লক্ষ করা যাচ্ছে। কেউ যাচ্ছেন স্টেজ শো করতে, কেউ বা যাচ্ছেন ব্যক্তিগত কাজ বা নেহাতই ঘুরতে। সোশ্যাল মিডিয়ার কল্যাণে তারকাদের বিভিন্ন দেশে ঘোরার ছবি সহজেই চোখে পড়ে। তবে কিছু তারকা আছেন যারা আর দেশে ফিরে আসেন না। প্রবাসেই থেকে যান। সেই সংখ্যাও কম নয়। বিভিন্ন দেশের মধ্যে যুক্তরাষ্ট্রই যেন শোবিজ তারকাদের স্থায়ী হওয়ার জন্য প্রথম পছন্দ। আরও নির্দিষ্ট করে বলতে গেলে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কেই সবচেয়ে বেশি সংখ্যক শোবিজ তারকা স্থায়ীভাবে থাকতে শুরু করেছেন। তবে কেউই অবৈধভাবে সেখানে থাকছেন বলে শোনা যায়নি। সবাই বৈধভাবেই সেখানে বসবাস করছেন। কেউবা গিয়েছেন স্বামীর কর্মসূত্রে, কেউ আবার বাংলাদেশে ক্যারিয়ার পড়তির দিকে চলে যাওয়ায় উন্নত বিশ্বে থিতু হয়েছেন। দীর্ঘ ক্যারিয়ারের একপর্যায়ে যুক্তরাষ্ট্রে বসত গড়েন জনপ্রিয় চিত্রনায়িকা শাবান। বিউটিকুইনখ্যাত এই নায়িকা দেশের শোবিজ জগতের প্রভাবপত্তি উপেক্ষা করে চলে যান বিদেশে। জাতীয় নির্বাচনের আগে স্বামী ওয়াহিদ সাদিককে এমপি বানানোর মিশন নিয়ে দেশে আসেন। মনোনয়ন না পেয়ে আবার ফিরে যান যুক্তরাষ্ট্রে। আরেক জনপ্রিয় নায়িকা শাবনুর থাকেন অস্ট্রেলিয়ায়। তিনি ক্যারিয়ারের চূড়ায় অবস্থানের সময় পাড়ি জমান ভিনদেশে। সূত্র; দেশ রুপান্তর
পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৩ বস্তা টাকা
কিশোরগঞ্জের আলোচিত পাগলা মসজিদের দানবাক্স খুলে এবার ২৩ বস্তা টাকা পাওয়া গেছে। জেলা শহরের ঐতিহাসিক এ মসজিদটিতে আটটি দানবাক্স আছে। প্রতি তিন মাস পর পর এই বাক্সগুলো খোলা হয়। এবার খোলা হয়েছে ৩ মাস ১৩ দিন পর। তবে করোনা মহামারিও বিগত রমজান মাসে দানবাক্সগুলো খোলা হয়েছিল চার মাস পর পর।জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক কাজী মহুয়া মমতাজের তত্ত্বাবধানে সকাল সোয়া আটটার দিকে দানবাক্সগুলো খোলা হয়েছে। আটটি দানবাক্স খুলে ২৩ বস্তা টাকা পাওয়া গেছে। এখন চলছে গণনার কাজ। গণনা শেষে টাকার পরিমাণ বলা যাবে।’ তিনি আরও বলেন, ‘টাকা গণনা কাজে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ.টি.এম ফরহাদ চৌধুরী, রেভিনিউ ডেপুটি কালেক্টর শেখ জাবের আহমেদ, সিনিয়র সহাকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাশিতা-তুল ইসলাম, তানিয়া আক্তার, নাবিলা ফেরদৌস, মাহমুদা বেগম সাথী, ফাতেমা-তুজ-জোহরা, মসজিদের পেশ ইমাম মুফতি খলিলুর রহমান ও রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) রফিকুল ইসলাম, মাদ্রাসার ১১২ জন ছাত্র, ব্যাংকের ৫০ জন স্টাফ, মসজিদ কমিটির ৩৪ জন ও আইনশৃঙ্খলা বাহিনীর ১০ জন সদস্য অংশ নিয়েছেন।’ সূত্র; দৈনিক বাংলা।
ডেঙ্গুর চিকিৎসায় হাত পাততে হচ্ছে অনেককে
এ বছর ডেঙ্গু চিকিৎসায় মোট ব্যয়ের পরিমাণ এক হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে একজন গবেষকের ধারণা।সপ্তাহ খানেক আগে চুয়াডাঙ্গা থেকে ১৪ মাস বয়সী আরশীকে নিয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে এসেছেন অভিভাবকরা। ডেঙ্গু আক্রান্ত আরশীকে প্রথমে কেবিনে, পরে পেয়িং বেডে এবং সবশেষ ফ্রি বেডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে বৃহস্পতিবার আরশীকে আইসিইউতে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তবে টাকার সমস্যার কারণে ভর্তি করাতে পারছেন না বলে জানিয়েছেন বাবা আলমগীর হোসেন।বিডিনিউজ টোয়েন্টিফোর তিনি বলেন, গত কয়েকদিনে তারা অনেক টাকা খরচ করে ফেলেছেন। হাসপাতাল বেড আর কিছু ওষুধ দিচ্ছে বিনামূল্যে। তবে বেশিরভাগই বাইরে থেকে কিনতে হচ্ছে।“আমার বাচ্চার রক্তে, হার্টে কিছুটা সমস্যা আছে। প্রতিদিন বাচ্চার জন্য ছয় থেকে সাতটা ইনজেকশন লাগে, সেটা কিনে আনি। পরীক্ষা-নিরীক্ষা বেশিরভাগ হাসপাতাল থেকেই করি। তাও অন্তত ৪৫ হাজার টাকার মত খরচ হয়েছে এখন পর্যন্ত। আমি এলাকায় ছোট একটা হোটেল চালাই, সামনে আরও কয়েকদিন থাকতে হবে। এত টাকা কীভাবে দেব বুঝতে পারছি না।” সূত্র; বিডি নিউজ
এজেন্ট ব্যাংকে রাখা ইতালি প্রবাসী স্বামীর ২২ লাখ টাকা হারালেন শারমীন আক্তার
নারায়ণগঞ্জের সানারপাড়ে ইসলামী ব্যাংকের একটি এজেন্ট ব্যাংক আউটলেটের সামনে জটলা পাকিয়ে অবস্থান করছিলেন জনাদশেক গ্রাহক। তারা সকলেই সানারপাড়ে ইসলামী ব্যাংকের এজেন্টের কাছে টাকা জমা রেখেছিলেন। সপ্তাহখানেক আগে তারা জানতে পারেন, এজেন্ট ব্যাংকের ইনচার্জ গ্রাহকের জমা রাখা টাকা নিয়ে পালিয়েছেন। যারা প্রতারণার অভিযোগ করছেন, তাদেরই একজন শারমীন আক্তার। ইতালি প্রবাসী স্বামীর ২২ লাখ টাকা জমা রেখে পুরোটাই খুইয়েছেন তিনি। টাকা জমার বিপরীতে যে কাগজ পেয়েছেন তার সবটাই জাল। শারমীন বলছেন, তিনি কয়েকমাস আগে এজেন্টের কাছে একাউন্ট খুলেছিলেন। তারপর ১৫ লাখ টাকা টার্ম ডিপোজিট করেন। সূত্র; বিবিসি বাংলা।