যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ের মধ্যেই ভূমিকম্পের আঘাত
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঘূর্ণিঝড়ের মধ্যেই ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের গভীরতা ছিল ৪ দশমিক ৮ কিলোমিটার।
স্থানীয় সময় (রোববার) দুপুর ২টা ৪২ মিনিটে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সাউথ ক্যালিফোর্নিয়াযর ওজাই শহরের ৪ মাইল দক্ষিণ-পূর্বে ভূমিকম্পটি অনুভূত হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ কর্তৃপক্ষের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো তাদের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করছে।
যুক্তরাষ্ট্রে একদিকে ঘূর্ণিঝড় অন্যদিকে ভূমিকম্প। ঘূর্ণিঝড় ‘হিলারি’ আঘাত হানার সতর্কতা আগে থেকেই ছিল। এই ঘূর্ণিঝড় মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। রোববার (২০ আগস্ট) ক্যালিফোর্নিয়ার দক্ষিণ উপকূলে শক্তিশালী এই ঝড় আঘাত হানে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্রে আঘাত হানার আগে ঝড়টি মেক্সিকো অতিক্রম করেছে। এদিকে হিলারি আঘাত হানার ঠিক আগমুহূর্তেই দক্ষিণাঞ্চলীয় ওজাই শহরে ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১। তবে এখনও পর্যন্ত ওই ঘূর্ণিঝড় থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
সারাদিন/২১ আগস্ট/এমবি