ঢাকায় ফিরেই বরিশালে সাকিব
বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি শেষে খেলেছেন লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল)। সেখানে প্লে-অফ পর্যন্ত ছিলেন গল টাইটান্স শিবিরে।
এলপিএল শেষ করেই দুবাই গিয়েছেন সাকিব। সেখানে স্বর্ণের দোকানের উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন তিনি। সেখান থেকে সোমবার (২১ আগস্ট) দেশে ফিরেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। আর আজ
(২২ আগস্ট) মঙ্গলবার গিয়েছেন বরিশালে।
বরিশালে সাকিব অবশ্য ক্রিকেটীয় কোন কাজে নয়। গিয়েছেন সমাজ সচেতনতার অংশ হিসেবে। বরিশালের আলহাজ্ব নূর মোহাম্মদ মুন্সী হাসপাতালের আয়োজনে বিনামূল্যে ঔষধ বিতরণ এবং রক্তদান কর্মসূচীতে অংশ নিচ্ছেন সাকিব আল হাসান।
মঙ্গলবার (২২ আগস্ট) সকাল ১০টায় গৌরনদী পাইলট হাই স্কুলে হেলিকপ্টারে পৌঁছেছেন অলরাউন্ডার সাকিব। এ সময় স্থানীয় ভক্তরা করতালির আর স্লোগান মুখরিত করেছেন পুরো এলাকা। জানা গেছে, বেলা ১২টা নাগাদ আবারও ঢাকায় ফিরে আসবেন টাইগার অধিনায়ক।
সারাদিন/২২ আগস্ট/এমবি