আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর
প্রিগোশিনের লাশ প্রাথমিকভাবে শনাক্ত, বলছে রুশ টিভি
ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান ভাগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোশিনের মৃত্যু নিয়ে চলমান ধোঁয়াশার মধ্যে ক্রেমলিনপন্থী রুশ সংবাদমাধ্যম সারগ্রাদ টিভি নতুন একটি তথ্য প্রকাশ করেছে। সংবাদমাধ্যমটি তাদের নিজস্ব সূত্রের বরাতে বলছে, প্রিগোশিনের মৃতদেহ প্রাথমিকভাবে শনাক্ত হয়েছে, তবে ডিএনএ বিশ্লেষণের কাজ এখনো বাকি। রাশিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে প্রিগোশিন নিহত হয়েছেন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো শুরুতে এমন খবর দেয়। তবে পরে বলা হয়, বিধ্বস্ত হওয়া উড়োজাহাজের যাত্রীদের তালিকায় প্রিগোশিনের নাম রয়েছে। প্রিগোশিনের ভাগ্যে কী ঘটেছে, সেটা ক্রেমলিন বা রুশ প্রতিরক্ষা দপ্তর থেকে নিশ্চিত করে কিছু বলা হয়নি। সূত্র: প্রথম আলো


পুতিনের নির্দেশেই প্রিগোজিনকে হত্যা: সাবেক সিআইএ কর্মকর্তা
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশেই ভাড়াটে সেনাদের গ্রুপ ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিনকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন এক সাবেক সিআইএ কর্মকর্তা। বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর মস্কো স্টেশনের সাবেক প্রধান কর্মকর্তা ড্যানিয়েল হফম্যান এ দাবি করেন। খবর রয়টার্সের।তিনি বলেন, আমার কোনো সন্দেহ নেই যে এ কাজ পুতিনের নির্দেশেই হয়েছে।ড্যানিয়েল হফম্যানের মতে, গত জুনে ওয়াগনারপ্রধান প্রিগোজিনের ব্যর্থ বিদ্রোহের পর প্রেসিডেন্ট পুতিন তাকে গ্রেফতার না করে মিথ্যা নিরাপত্তার আশ্বাস দিয়েছিলেন, যাতে প্রিগোজিন স্বাধীনভাবে চলাচল করতে পারেন। আর সেই সুযোগে তাকে হত্যা করা যায়। সূত্র: যুগান্তর
জর্জিয়ার দুটি অঞ্চল অন্তর্ভুক্ত করার হুমকি রাশিয়ার
ইউক্রেন যুদ্ধের মধ্যে এবার ইউরোপের আরেক দেশ জর্জিয়ার দুটি অঞ্চল রাশিয়ার ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করে নেওয়ার হুমকি দিয়েছে মস্কো। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এ হুমকি দেন। তিনি জর্জিয়ার যে দুটি অঞ্চলকে অন্তর্ভুক্ত করার কথা বলেছেন জায়গাগুলো হলো- সাউথ ওশেটিয়া ও আবখাজিয়া। উল্লেখ্য, চলমান যুদ্ধ শুরুর পর ইউক্রেনের চার অঞ্চলকে আনুষ্ঠানিকভাবে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া সম্পন্ন করেছে মস্কো। অঞ্চল চারটি হলো- দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝঝিয়া ও খেরসন। মস্কোভিত্তিক সাপ্তাহিক পত্রিকা ‘আগুমেন্তি আই ফ্যাক্তি’ গতকাল মেদভেদেভের লেখা একটি নিবন্ধ প্রকাশ করেছে। এতে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা মেদভেদেভ দক্ষিণ ওশেটিয়া ও আবখাজিয়াকে রাশিয়ায় অন্তর্ভুক্ত করার হুমকি দেওয়ার পাশাপাশি জর্জিয়াকে ন্যাটোভুক্ত করতে আলোচনার চেষ্টার মধ্য দিয়ে এ অঞ্চলকে পশ্চিমারা অস্থিতিশীল করতে চাইছে বলে অভিযোগ করেন। পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্য হওয়ার জন্য ইউরোপের দেশ জর্জিয়ার উদ্যোগের জেরে রাশিয়ার পক্ষ থেকে এমন হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মেদভেদেভ নিবন্ধে লিখেছেন, দক্ষিণ ওশেটিয়া ও আবখাজিয়া অঞ্চলকে রাশিয়ার সঙ্গে সংযুক্ত করার ধারণা এখনো বেশ জনপ্রিয়। সূত্র: বিডি প্রতিদিন্
ব্রিকস সম্প্রসারণের আহবান শি চিনপিংয়ের
চীনের ডিএনএতে আধিপত্যবাদ নেই
ন্যায়সংগত বৈশ্বিক ব্যবস্থা গড়ে তুলতে বিশ্ব অর্থনীতির এক-চতুর্থাংশের নিয়ন্ত্রণকারী দেশগুলোর জোট ব্রিকস সম্প্রসারণের আহবান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং। তিনি জোর দিয়ে বলেছেন, চীনের ডিএনএতে আধিপত্যবাদ নেই। চীনের ডিএনএতে আধিপত্যবাদ নেইগত মঙ্গলবার জোহানেসবার্গে ব্রিকস সম্মেলনের শুরুতে এক বাণিজ্য ফোরামে শি চিনপিংয়ের পক্ষ থেকে দেওয়া লিখিত বক্তব্যে এ কথা বলেন দেশটির বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও। সূচি অনুযায়ী, জোটের উদ্বোধনী দিনের বাণিজ্য ফোরামে বক্তব্য রাখার কথা ছিল শির।কিন্তু অপ্রত্যাশিতভাবে তিনি উপস্থিত হননি। শি বলেন, শক্তি প্রতিযোগিতায় জড়ানো কিংবা জোট বানিয়ে দ্বন্দ্ব সৃষ্টির কোনো ইচ্ছা চীনের নেই। সূত্র: কালের কণ্ঠ
প্রিগোজিনের মৃত্যুর খবরে ‘বিস্মিত নন’ বাইডেন
রাশিয়ায় ভাড়াটে বাহিনী ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোজিনকে বহনকারী বিমান বিধ্বস্ত হওয়ার পেছনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাত থাকতে পারে বলে ধারণা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। নেভাদায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন ইঙ্গিত দেন। খবর সিএনএনের।বুধবার মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ যাওয়ার পথে প্রিগোজিনকে বহনকারী বিমানটি বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় বিমানে থাকা ১০ আরোহীর সবাই মারা গেছেন বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত্ব সংবাদমাধ্যমগুলো। ওই ফ্লাইটের যাত্রী তালিকায় ওয়াগনারপ্রধান ইয়েভগেনি প্রিগোজিনের নামও ছিল।বাইডেন জানান, এই রুশ ভাড়াটেকে (প্রিগোজিন) লক্ষ্যবস্তু করা হয়ে থাকলে, তিনি অবাক হবেন না।মার্কিন প্রেসিডেন্ট বলেন, মস্কোর বিরুদ্ধে ওয়াগনার গ্রুপের ব্যর্থ বিদ্রোহের পর এই দলটি যে রুশ নিশানায় থাকবে, তা আমি আগেই ধারণা করেছিলাম। এ কারণে অবাক হইনি। সূত্র: সমকাল
সৌদি আরবে জনশক্তি রপ্তানি: সনদের খাঁড়ায় শ্রমবাজারে শঙ্কা
বাংলাদেশের জনশক্তি রপ্তানির সবচেয়ে বড় বাজার মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। গত সাত মাসে বিদেশে যাওয়া কর্মীদের ৩৬ শতাংশই গেছেন সৌদি আরবে। কিন্তু দেশটি হঠাৎ আরও ২৮ শ্রেণির কর্মী নেওয়ার ক্ষেত্রে দক্ষতার সনদ বাধ্যতামূলক করেছে। কিন্তু কারিগরি প্রশিক্ষণকেন্দ্রগুলো পুরো সক্ষমতায় না আসায় সৌদি আরবে জনশক্তি রপ্তানি কমার আশঙ্কা প্রকাশ করেছেন জনশক্তি রপ্তানিকারকেরা। সূত্র বলেছে, গত ২৫ জুলাই ঢাকার সৌদি দূতাবাস নতুন ২৮টিসহ মোট ৩৩ ধরনের পেশায় কর্মীদের দক্ষতার সনদ বাধ্যতামূলক করার বিষয়টি জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয়। চিঠি পাওয়ার সময় থেকেই এটি কার্যকর বলেও উল্লেখ করা হয়। চিঠির অনুলিপি দেওয়া হয় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালককে। চিঠিটি আসার পর থেকে বিএমইটিতে সৌদি আরবগামী কর্মীদের ছাড়পত্র দেওয়া নিয়ে সংকট তৈরি হয়েছে। নির্দেশনা বাস্তবায়নে আরও সময় প্রয়োজন জানিয়ে সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সৌদি দূতাবাসে চিঠি দিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সূত্র; আজকের পত্রিকা।
এবার চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা দিচ্ছে ভারত
সম্প্রতি পেঁয়াজ রপ্তানির ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছে ভারত। এর জেরে দেশের বাজারে হু-হু করে বাড়ছে পেঁয়াজের দাম। এবার চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে প্রতিবেশী দেশটি। আগামী অক্টোবর থেকে শুরু হওয়া নতুন মৌসুম থেকে চিনি মিলগুলোকে রফতানি বন্ধের নির্দেশ দেওয়া হবে বলে গণমাধ্যমের খবরে জানা গেছে। অভ্যন্তরীণ বাজারে স্থিতিশীলতার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
গত ৭ বছরের মধ্যে এবারই প্রথমবার এই পদক্ষেপ নিচ্ছে দেশটি। ভারত সরকারের বেশ কযেকটি সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার (২৪ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় সরকারের তিনটি সূত্র জানিয়েছে- সাত বছরের মধ্যে এই প্রথম চিনির রফতানি বন্ধ করে দিতে যাচ্ছে ভারত। কেননা, অপর্যাপ্ত বৃষ্টির কারণে এবার আখের ফলন কম হয়েছে। বিশ্ববাজারে ভারতের অনুপস্থিতি নিউইয়র্ক এবং লন্ডনে বেঞ্চমার্কের দাম বাড়াতে পারে, যা ইতিমধ্যে কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ দামে লেনদেন করছে। ভারতের এই ঘোষণা বিশ্বব্যাপী খাদ্য বাজারে আরও মুদ্রাস্ফীতির আশঙ্কা তৈরি করছে। সূত্র: দেশ রুপান্তর
আর্জেন্টিনার মানুষ যেভাবে ডলার ভালোবাসতে শিখেছে
আর্জেন্টিনার বর্তমান মুদ্রা ব্যবস্থা বিলুপ্তি হওয়ার সম্ভাবনা জেগেছে। বর্তমান মুদ্রা পেসো’র জায়গা দখল করে নিতে পারে মার্কিন ডলার। দেশটিতে চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করেছেন হ্যাভিয়ের মিলেই। দেশটির আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে এখনো পর্যন্ত প্রচারনার দিক থেকে বেশ এগিয়ে আছেন মি. মিলেই। তিনি যদি আর্জেন্টিনার পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হন তাহলে পেসো’র পরিবর্তে ডলারে দেশটির আর্থিক লেনদেন হবে।আর্জেন্টিনার চলমান অর্থনৈতিক ভরাডুবি পরিবর্তনের লক্ষ্যে ডানপন্থীদের নির্বাচনি ইশতেহারে একথা বলা হয়েছে।প্রচারণায় হ্যাভিয়ের মিলেই এগিয়ে থাকলেও দেশটির ৬০ শতাংশ মানুষ পেসোর পরিবর্তে আমেরিকান ডলার চালুর বিপক্ষে। তারা মনে করেন, এর ফলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক অনেক বেশি ক্ষমতা পাবে। সূত্র: বিবিসি বাংলা।
পুতিনের বাবুর্চি থেকে বিদ্রোহের নেতা, কে এই প্রিগোজিন?
প্লেন দুর্ঘটনায় রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইভজেনি প্রিগোজিনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার কর্তৃপক্ষ। তবে ওয়াগনার ঘনিষ্ঠ একটি চ্যানেল বলছে, প্লেনটিকে গুলি করে ভূপাতিত করা হয়েছে। প্রিগোজিনের মৃত্যুর পেছনে সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাত রয়েছে বলে মনে করছেন পশ্চিমা বিশ্লেষকরা। তাদের মতে, গত জুনে পুতিনের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ করার পর থেকেই এমন ভয়ংকর পরিণতি ‘অনিবার্য’ হয়ে পড়েছিল প্রিগোজিনের জন্য।
কে এই প্রিগোজিন
ইভজেনি প্রিগোজিনের জন্ম রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে। একই শহরে জন্ম পুতিনেরও। ১৯৭৯ সালে মাত্র ১৮ বছর বয়সে প্রথমবার অপরাধী সাব্যস্ত হন প্রিগোজিন। চুরির দায়ে আড়াই বছরের স্থগিত কারাদণ্ড দেওয়া হয় তাকে।এর দুই বছর পরেই চুরি ও ডাকাতির মামলায় ১৩ বছর কারাদণ্ড হয় প্রিগোজিনের। এর মধ্যে নয় বছর কারাভোগ করতে হয়েছিল তাকে। সূত্র: জাগোা নিউজ
হাওয়াইয়ে দাবানল এখনো নিখোঁজ সহস্রাধিক মানুষ
যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের মাউয়ি দ্বীপে ভয়াবহ দাবানলের দুই সপ্তাহ পর এখনো অন্তত ১১০০ মানুষ নিখোঁজ রয়েছেন। কর্তৃপক্ষ গত মঙ্গলবার এ কথা জানায়।বার্তা সংস্থা এএফপি জানায়, যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) মাউয়ি দ্বীপে মৃতদের দেহাবশেষ শনাক্ত করতে পরিবারের সদস্যদের সহায়তা চাচ্ছে। যুক্তরাষ্ট্রে গত এক শতাব্দীর মধ্যে মাউয়ি দ্বীপের দাবানল ছিল সবচেয়ে ভয়াবহ। এতে অন্তত ১১৫ জনের মৃত্যু হয়েছে। মাউয়ি দ্বীপের পর্যটক শহর লাহাইনায় ১২ হাজার লোকের বসবাস ছিল। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে শহরটি। পুলিশ, রেডক্রসহ বিভিন্ন সংস্থার কাছে থাকা তালিকার বহু মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।
বিশেষ এজেন্ট স্টিভেন মেরিল গত মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, এফবিআই তথ্য সংগ্রহ ও যাচাইয়ের কাজ করছে। তিনি বলেন, ‘আমরা সব তালিকা যাচাই-বাছাই করছি, যাতে সত্যিকারভাবে নিখোঁজদের শনাক্ত করতে পারি।’মেরিল বলেছেন, মঙ্গলবার পর্যন্ত এফবিআইয়ের গণনায় ১১০০ লোকের নিখোঁজের কথা জানা গেছে। এ সংখ্যা আরও বাড়তে পারে।এখন আরও তথ্যের জন্য জনগণের কাছ থেকে সহায়তা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। সূত্র; দৈনিক বাংলা।