আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:০৪ পূর্বাহ্ণ, আগস্ট ২৬, ২০২৩

এস-৩০০ ক্ষেপণাস্ত্রব্যবস্থা দিয়েই কি ভূপাতিত প্রিগোশিনের উড়োজাহাজ

ভাড়াটে সেনা সরবরাহকারী রুশ প্রতিষ্ঠান ভাগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোশিনের উড়োজাহাজ কীভাবে বিধ্বস্ত হয়ে, তা নিয়ে চলছে নানা জল্পনা–কল্পনা। মস্কো থেকে নিজের শহর সেন্ট পিটার্সবার্গে যাওয়ার মাঝপথে তাঁর ব্যক্তিগত উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় পড়েছে নাকি উড়োজাহাজটি ভূপাতিত করা হয়েছে, সে প্রশ্নই এখন বড় হয়ে উঠেছে। গত বুধবার মস্কো থেকে ৩৫০ কিলোমিটার উত্তরে প্রিগোশিনের উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় উড়োজাহাজে থাকা ১০ আরোহীর সবাই নিহত হন। তবে রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় ৬২ বছর বয়সী প্রিগোশিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষা করে দেখা হচ্ছে। সূত্র; প্রথম আলো

ক্রেমলিনের দাবি
প্রিগোজিনকে হত্যার নির্দেশ দেওয়া হয়নি
► মার্কিন গোয়েন্দাদের সন্দেহ পুতিনকে ► দুর্ঘটনার কারণ নিয়ে এখনো ধোঁয়াশা

ভাড়াটে যোদ্ধা বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিনকে হত্যার জন্য নির্দেশ দেওয়ার অভিযোগ মিথ্যা বলে দাবি করেছে মস্কো। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। মার্কিন গোয়েন্দা কর্তৃপক্ষসহ কোনো কোনো মহলের বক্তব্য, প্রিগোজিনের নিহত হওয়ার পেছনে খোদ রুশ প্রেসিডেন্টের হাত রয়েছে। এ নিয়ে গুঞ্জন এখন তুঙ্গে। এর আগে বিমান দুর্ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পর এ নিয়ে প্রথম মুখ খোলেন প্রেসিডেন্ট পুতিন। তিনি দুর্ঘটনায় নিহতদের ব্যাপারে সমবেদনা প্রকাশ করলেও ওয়াগনারপ্রধান যে তাতেই নিহত হয়েছেন তা সুস্পষ্ট করে বলেননি। সূত্র: কালের কণ্ট

ডোনাল্ড ট্রাম্পের কয়েদি নম্বর পি০১১৩৫৮০৯

নতুন ইতিহাস গড়লেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ২০২০ সালে জর্জিয়া রাজ্যের নির্বাচনের ফল পাল্টে দেওয়ার ষড়যন্ত্রের মামলায় স্থানীয় সময় বৃহস্পতিবার তিনি ফুলটন কাউন্টি কারাগারে আত্মসমর্পণ করেন। এর পরই তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এ সময় কারা কর্তৃপক্ষ তাঁর একটি ‘মগশট’ বা মুখের ছবি নেন। মার্কিন ইতিহাসে ট্রাম্পই প্রথম প্রেসিডেন্ট, যার মুখের ছবি নেওয়া হলো। ছবিটি দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।পরে কারা কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে ট্রাম্পের রেকর্ড প্রকাশ করে। সেখানে তাঁর প্রসঙ্গে লেখা ছিল, ট্রাম্পের উচ্চতা ছয় ফুট তিন ইঞ্চি; ওজন ৯৭ কেজি; স্ট্রবেরিসদৃশ চুল ও নীল চোখ; কয়েদি নম্বর পি০১১৩৫৮০৯। অবশ্য গ্রেপ্তারের কিছুক্ষণ পরই জামিন পেয়েছেন ট্রাম্প। বিবিসি জানায়, জর্জিয়ার আটলান্টার কারাগার থেকে জামিন পেতে তাঁকে ২ লাখ ডলার মুচলেকা দিতে হয়েছে। সূত্র; সমকাল

Nagad

প্রিগোজিন নেই, কী হবে আফ্রিকার দেশগুলোর?

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিরোধিতার নির্মম শিকার রাশিয়ার ভাড়াটে সেনাদের দল ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন (৬২)। বুধবার মস্কোর অদূরে বিমান বিধ্বস্ত হয়ে মৃত্যু হয় তার (রাশিয়ার ঘোষণা মোতাবেক)।প্রিগোজিনের মৃত্যুর পর থেকেই কার্যত নেতৃত্বশূন্য হয়ে পড়েছে ৫০ হাজারেরও বেশি যোদ্ধা বাহিনীর দল ওয়াগনার। পুতিন বিশ্বস্তখ্যাত এই প্র্রিগোজিন বাহিনীর ইউক্রেন রাশিয়ার যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রাশিয়ার প্রভাব বিস্তারে আফ্রিকা ও সিরিয়ায় কাজ করেছে ‘বিকল্প রুশ সেনা’ হিসাবে।দলনেতার মৃত্যুতে ওয়াগনারের গ্রুপের ভবিষ্যৎ এখন প্রশ্নবিদ্ধ। কর্তৃত্বহীন দলটির ভার কার হাতে উঠবে? কী হবে দলটির ওপর আষ্টেপৃষ্ঠে নির্ভরশীল আফ্রিকান দেশগুলোর? প্রিগোজিনের মৃত্যু-পরবর্তী এ বিষয়গুলো নিয়ে আলোচনা-সমালোচনার ফোয়ারা ছুটছে সারাবিশ্বে। সুত্র; যুগান্তর

সীমান্ত উত্তেজনা হ্রাসে সম্মত হলেন মোদি-জিন পিং

আর সপ্তাহ দুয়েক পরই দিল্লিতে জি২০ সম্মেলন। সেখানে যোগ দিতে আসছেন শি জিন পিং। তার আগে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের ফাঁকে গত বুধবার আলোচনায় বসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে সীমান্ত সমস্যা নিয়ে বিরোধ চলছে। যা মাঝে মাঝে যুদ্ধের উত্তেজনা সৃষ্টি করে। আর জোহানেসবার্গে ওই বৈঠকেই দুই নেতা সীমান্ত উত্তেজনা হ্রাসের বিষয়ে ব্যবস্থা গ্রহণে একমত হয়েছেন।
ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা জানিয়েছেন, সংক্ষিপ্ত বৈঠকে প্রধানমন্ত্রী মোদি প্রকৃত নিয়ন্ত্রণরেখা নিয়ে ভারতের উদ্বেগের কথা জানিয়েছেন। প্রধানমন্ত্রী মোদি বলেছেন, প্রকৃত নিয়ন্ত্রণরেখার ক্ষেত্রে যেসব বিষয়ে এখনো বিতর্ক আছে, তা দ্রুত মিটিয়ে ফেলা উচিত। কারণ ভারত-চীন সম্পর্ক তখনই স্বাভাবিক হবে, যখন প্রকৃত নিয়ন্ত্রণরেখায় পরিস্থিতি স্বাভাবিক হবে।
কোয়াত্রা আরও জানিয়েছেন, দুই নেতাই একটা বিষয়ে একমত হয়েছেন। সেটা হলো, তারা নিজেদের দেশে এ বিষয়ের সঙ্গে জড়িত কর্মকর্তাদের বলবেন, তারা যেন দ্রুত উত্তেজনা কম করার জন্য পদক্ষেপ নেন।প্রধানমন্ত্রী মোদি ও শি জিন পিং ব্রিকসের মঞ্চে হাত মেলান এবং অভিবাদন জানান। তখনো তারা কিছুক্ষণ কথা বলেন। পরে দুই নেতার বৈঠক হয়।এর আগে গত নভেম্বরে বালিতে জি২০ ডিনারে দুই নেতা হাত মিলিয়েছিলেন এবং হেসেছিলেন। সেখানেও দুই নেতার মধ্যে সামান্য কথাবার্তা হয়েছিল। তবে সীমান্ত নিয়ে সে সময় কোনো কথা হয়নি। সূত্র: বিডি প্রতিদিন্

তেজস্ক্রিয়তার ভয়ে চীনে লবণের বাজার অস্থির

প্রতিবেশী দেশগুলো, পরিবেশবাদী সংগঠন সবার আপত্তি উপেক্ষা করে ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রের তেজস্ক্রিয় পানি প্রশান্ত মহাসাগরে ফেলা শুরু করেছে জাপান। এখন সাগরে তেজস্ক্রিয়তা ছড়ানোর শঙ্কায় চরম আতঙ্কে দক্ষিণ কোরিয়া ও চীনের সাধারণ মানুষ। কারণ দেশগুলোর সিফুড এবং লবণের জোগান আসে এই সাগর থেকেই। তাই জাপান ফুকুশিমার পানি সাগরে ছাড়ায় আতঙ্কের ঢেউ লেগেছে চীনের বাজারে। রাতারাতি টান পড়েছে দেশটির লবণের বাজারে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, জাপান তেজস্ক্রিয় পানি সাগরে ছাড়ার দিন থেকেই চীনে অনলাইন মাধ্যমসহ সব পর্যায়ের দোকানে লবণ কেনার হিড়িক পড়েছে। লবণের জোগান নিশ্চিতে রীতিমতো হিমশিম খাচ্ছে ব্যবসায়ীরা। রাজধানী বেইজিং এবং অন্যতম বড় শহর সাংহাইসহ আরও কিছু এলাকা লবণশূন্য হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে জনসাধারণকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ করেছে চীনের বৃহত্তম লবণ প্রস্তুতকারক প্রতিষ্ঠান। রয়টার্স জানায়, বেইজিংয়ের দৃঢ় বিরোধিতা সত্ত্বেও গত বৃহস্পতিবার ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র থেকে জাপান প্রশান্ত মহাসাগরে তেজস্ক্রিয় পানি নিঃসরণ শুরু করার পরে চীনে বিভিন্ন এলাকায় লবণ কেনার হিড়িক পড়েছে। আতঙ্কিত হয়ে বেশি বেশি লবণ না কিনতে লোকদের প্রতি আহ্বান জানিয়েছে চীনের বৃহত্তম লবণ উৎপাদনকারী গ্রুপ। বিশ্বের বৃহত্তম সাধারণ লবণ উৎপাদক হচ্ছে চীনের রাষ্ট্র-চালিত ন্যাশনাল সল্ট ইন্ডাস্ট্রি গ্রুপ। ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের তেজস্ক্রিয় পানি জাপান সাগরে ছাড়তে শুরু করার কয়েক ঘণ্টা পর দেওয়া এক বিবৃতিতে চীনের রাষ্ট্র-চালিত এই সংস্থা বলেছে, চীনের কিছু অংশে মানুষ লবণ মজুদ করতে ছুটে আসায় তারা বাজারে লবণের সরবরাহ আরও বাড়াচ্ছে। সূত্র; দেশ রুপান্তর

চাল রপ্তানিতে এবার নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে মিয়ানমার

ভারত চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার বিশ্ব বাজারে এই খাদ্যশস্যের দাম এরই মধ্যে ঊর্ধ্বমুখী। এর মধ্যে চাল রপ্তানিতে সাময়িক বিধিনিষেধ আরোপের পরিকল্পনার কথা জানাল মিয়ানমার। আজ শুক্রবার একজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ নিয়ে প্রতিবেদন করেছে বার্তা সংস্থা রয়টার্স।
মিয়ানমার রাইস ফেডারেশনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘চলতি মাসের শেষ নাগাদ থেকে প্রায় ৪৫ দিনের জন্য আমরা সাময়িকভাবে চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেব।’ অভ্যন্তরীণ বাজারে দামে ঊর্ধ্বগতির কারণেই সরকার রপ্তানি সীমিত করতে বাধ্য হচ্ছে বলেও উল্লেখ করেন ওই কর্মকর্তা। সূত্র; আজকের পত্রিকা।

রোহিঙ্গা সংকটের সমাধান কি চীন দিতে পারবে?

রোহিঙ্গা সংকট শুরুর পর ছয় বছর পেরিয়ে গেলেও এখনো তাদের মিয়ানমারে ফেরত পাঠানোর বিষয়ে কোন সফল পদক্ষেপ আসেনি। রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে এ পর্যন্ত যতগুলো বড় পদক্ষেপ নেয়া হয়েছে তার প্রতিটিতেই সক্রিয় ভূমিকা পালন করেছে চীন।এখন চীন এই সমস্যার সমাধান করতে ভূমিকা রাখতে পারবে কিনা এমন প্রশ্নের উত্তরে বিশেষজ্ঞরা বলছেন, এজন্য যেসব কঠোর পদক্ষেপ ও প্রভাব মিয়ানমারের বিরুদ্ধে বেইজিংকে নিতে হবে তা চীন চাইবে কিনা সেটিই একটি বড় প্রশ্ন। তাদের মতে, ছোট ছোট পাইলট প্রকল্পের মাধ্যমে অল্প কিছু রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানোর মতো পদক্ষেপ নেয়ার মাধ্যমে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। এ ধরণের পদক্ষেপের মাধ্যমে চীন আসলে মিয়ানমারের একটা ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার প্রচেষ্টা চালাচ্ছে মাত্র। সূত্র; বিবিসি বাংলা।

মস্কোর দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল কিয়েভ

রাশিয়ার রাজধানী মস্কো লক্ষ্য করে এবার ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইউক্রেন। সেই সঙ্গে রাশিয়া অধিকৃত ক্রিমিয়ায় ৪২টি ড্রোন হামলা প্রতিহত করা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার এ তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, রাশিয়ার ভূখণ্ডে এটি ইউক্রেনের অন্যতম সমন্বিত বড় হামলা। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মস্কো অঞ্চলের সীমান্তবর্তী কালুগা অঞ্চলে একটি এস-২০০ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। কালুগা শহরটি মস্কো থেকে ১২৪ মাইলের কম দূরত্বে অবস্থিত। রাজধানী মস্কো লক্ষ্য করেই ইউক্রেন ক্ষেপণাস্ত্রটি ছুড়েছে বলে মনে করছে রুশ কর্তৃপক্ষ। সূত্র: দৈনিক বাংলা।

মানব পাচার রুখতে আরও বৈধ অভিবাসী নেওয়ার ডাক ইতালির
সাগরপথে আসা অভিবাসপ্রত্যাশীর ঢল সামলাতে ইইউ পর্যায়ে ব্যবস্থা নেওয়া উচিত- বলছেন ইতালির প্রেসিডেন্ট মাত্তারেল্লা।

ইতালির প্রেসিডেন্ট সার্জো মাত্তারেল্লা বলেছেন, মানবপাচার বন্ধে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে আরও বৈধ অভিবাসী নেওয়া উচিত। সাগরপথে ইতালিতে পৌঁছানো অভিবাসপ্রত্যাশীর ঢল বাড়তে থাকার মধ্যে শুক্রবার তিনি একথা বলেন।উত্তর আফ্রিকা থেকে ইতালিতে পাড়ি দেওয়া মানুষের সংখ্যা বছর বছর দ্বিগুণেরও বেশি বেড়ে প্রায় ১০৬,০০০ তে দাঁড়িয়েছে। ইতালির ডানপন্থি সরকার অবৈধ অভিবাসন রুখতে দমনাভিযান চালিয়েও মানুষের ঢল কমাতে পারছে না।এমন পরিস্থিতিতেই বিষয়টি সামাল দিতে ইইউ পর্যায়ে ব্যবস্থা নেওয়ার ডাক দিলেন ইতালির প্রেসিডেন্ট মাত্তারেল্লা। সূত্র; বিডি নিউজ