কঙ্গোতে গির্জায় সন্ত্রাসী হামলায় নিহত ১৪

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৩

ছবি- সংগৃহীত

মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে গির্জায় সন্ত্রাসী হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কয়েকজন হামলাকারীও রয়েছেন।

মঙ্গলবার (২৯ আগস্ট) বার্তা সংস্থা ‘রয়টার্স’র এক প্রতিবেদনে এই খরব জানানো হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার (২৭ আগস্ট) কঙ্গোর পূর্বাঞ্চলীয় প্রদেশ ইতুরিতে গির্জায় একটি গির্জায় ওই হামলার ঘটনা ঘটে। এ সময় বহু মানুষ সেখানে প্রার্থনা করছিলেন। প্রার্থনারতদের ওপর মিলিশিয়া হামলার পর অন্তত ১৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

ডজুগু অঞ্চলের প্রশাসক রুফিন মাপেলা এবং নাগরিক সমাজের নেতা ডিউডোন লোসা বলেন, দ্য কোঅপারেটিভ ফর দ্য ডেভেলপমেন্ট অব কঙ্গো (কোডেকো) গ্রুপ এই হামলার পেছনে রয়েছে। নিহত ১৪ জনের মধ্যে ৯ জন বেসামরিক নাগরিক, ৪ জন হামলাকারী এবং একজন সৈন্য রয়েছেন।

সারাদিন/২৯ আগস্ট/এমবি 

Nagad